ETV Bharat / bharat

রাম মন্দিরের উদ্বোধনের মাধ্যমে ভারতবর্ষের পুনর্গঠনের প্রচার পর্ব শুরু, মন্তব্য সঙ্ঘ প্রধানের - Reconstruction of Bharatvarsh

Ram Mandir Consecration is Reconstruction of Bharatvarsh: রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতবর্ষের পুনর্গঠনের প্রচার পর্ব শুরু হবে ৷ এমনটাই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভগবত ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 5:21 PM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার অযোধ্যায় আবির্ভাবকে 'ভারতবর্ষের পুনর্গঠন' বলে উল্লেখ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভগবত ৷ তাঁর মতে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়েই নয়া ভারত গঠনের সূচনা হবে ৷ যেখানে সম্প্রীতি, ঐক্য, উন্নতি, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সকলের কল্যাণ হবে ৷

মোহন ভগবত আরএসএসের ওয়েবসাইটে একটি প্রতিবেদন লিখেছেন ৷ প্রতিবেদনটি রাম মন্দির তৈরির জন্য হিন্দু সমাজের অবিরাম সংগ্রামকে উদ্দেশ্য করে লেখা বলে উল্লেখ করেছেন আরএসএস প্রধান ৷ সেখানে তিনি বলেন, "বছরের পর বছর ধরে বিরোধের জেরে যে দ্বন্দ্ব এবং তিক্ততা তৈরি হয়েছে, তা এখানেই শেষ হওয়া উচিত। সুপ্রিম কোর্ট সবপক্ষের বক্তব্য শুনেছে ৷ সকল তথ্য ও সত্যকে যাচাই করে, তারপর গত 2019 সালের 9 নভেম্বর একটি ভারসাম্যপূর্ণ রায় ঘোষণা করেছিল ৷"

তাঁর মতে, "ধর্মীয় দিক থেকে ভগবান রাম হলেন দেশের অধিকাংশ মানুষের মধ্যে সবচেয়ে বেশি পূজিত দেবতা ৷ এখনও এটা মানা হয় একটি সমাজ গড়ে তোলার ক্ষেত্রে রাম হলেন একমাত্র আদর্শ ৷ তাই রাম মন্দিরের পক্ষে ও বিপক্ষে এতদিন যে বিরোধ ও দ্বন্দ্ব তৈরি হয়েছিল, তা এই মুহূর্ত থেকেই বন্ধ হওয়া উচিত ৷ সমাজের বিখ্যাত ব্যক্তিত্যদের দেখতে হবে যাতে সেই তিক্ততা ও বিরোধ পুরোপুরিভাবে মিটে যায় ৷"

তিনি ওই প্রতিবেদনে লিখেছেন, "অযোধ্যার অর্থ হল, যেখানে কোনও লড়াই থাকবে না ৷ এমন একটা জায়গা যেখানে সংঘাতের কোনও স্থান নেই ৷ এই উপলক্ষে, অযোধ্যার পুনর্গঠনে সময়ে সমগ্র দেশকে প্রয়োজন এবং এটা আমাদের সকলের কর্তব্যও বটে ৷" অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা 'জাতীয় অহংকার পুনর্জাগরণে'র প্রতীক বলেও উল্লেখ করেছেন মোহন ভগবত ৷ তাঁর কথায়, ভারতের আধুনিক সমাজে রামের চরিত্র ও তাঁর জীবনের আদর্শকে গ্রহণ করাও একটা উল্লেখযোগ্য বিষয় ৷

আরও পড়ুন:

  1. যাদবপুরে রাম মন্দির উদ্বোধনের বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন পড়ুয়াদের একাংশের, বিরোধীতা করে চিঠি জুটার
  2. রামলালার স্নানের জল কয়েক কলসি, হাজার হাজার টন ফুলে সজ্জিত রামনগরী
  3. ছিন্নভিন্ন মণিপুরে যাননি প্রধানমন্ত্রী, রাম মন্দির উদ্বোধনের আগের দিন তোপ ডেরেকের

নয়াদিল্লি, 21 জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার অযোধ্যায় আবির্ভাবকে 'ভারতবর্ষের পুনর্গঠন' বলে উল্লেখ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভগবত ৷ তাঁর মতে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়েই নয়া ভারত গঠনের সূচনা হবে ৷ যেখানে সম্প্রীতি, ঐক্য, উন্নতি, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সকলের কল্যাণ হবে ৷

মোহন ভগবত আরএসএসের ওয়েবসাইটে একটি প্রতিবেদন লিখেছেন ৷ প্রতিবেদনটি রাম মন্দির তৈরির জন্য হিন্দু সমাজের অবিরাম সংগ্রামকে উদ্দেশ্য করে লেখা বলে উল্লেখ করেছেন আরএসএস প্রধান ৷ সেখানে তিনি বলেন, "বছরের পর বছর ধরে বিরোধের জেরে যে দ্বন্দ্ব এবং তিক্ততা তৈরি হয়েছে, তা এখানেই শেষ হওয়া উচিত। সুপ্রিম কোর্ট সবপক্ষের বক্তব্য শুনেছে ৷ সকল তথ্য ও সত্যকে যাচাই করে, তারপর গত 2019 সালের 9 নভেম্বর একটি ভারসাম্যপূর্ণ রায় ঘোষণা করেছিল ৷"

তাঁর মতে, "ধর্মীয় দিক থেকে ভগবান রাম হলেন দেশের অধিকাংশ মানুষের মধ্যে সবচেয়ে বেশি পূজিত দেবতা ৷ এখনও এটা মানা হয় একটি সমাজ গড়ে তোলার ক্ষেত্রে রাম হলেন একমাত্র আদর্শ ৷ তাই রাম মন্দিরের পক্ষে ও বিপক্ষে এতদিন যে বিরোধ ও দ্বন্দ্ব তৈরি হয়েছিল, তা এই মুহূর্ত থেকেই বন্ধ হওয়া উচিত ৷ সমাজের বিখ্যাত ব্যক্তিত্যদের দেখতে হবে যাতে সেই তিক্ততা ও বিরোধ পুরোপুরিভাবে মিটে যায় ৷"

তিনি ওই প্রতিবেদনে লিখেছেন, "অযোধ্যার অর্থ হল, যেখানে কোনও লড়াই থাকবে না ৷ এমন একটা জায়গা যেখানে সংঘাতের কোনও স্থান নেই ৷ এই উপলক্ষে, অযোধ্যার পুনর্গঠনে সময়ে সমগ্র দেশকে প্রয়োজন এবং এটা আমাদের সকলের কর্তব্যও বটে ৷" অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা 'জাতীয় অহংকার পুনর্জাগরণে'র প্রতীক বলেও উল্লেখ করেছেন মোহন ভগবত ৷ তাঁর কথায়, ভারতের আধুনিক সমাজে রামের চরিত্র ও তাঁর জীবনের আদর্শকে গ্রহণ করাও একটা উল্লেখযোগ্য বিষয় ৷

আরও পড়ুন:

  1. যাদবপুরে রাম মন্দির উদ্বোধনের বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন পড়ুয়াদের একাংশের, বিরোধীতা করে চিঠি জুটার
  2. রামলালার স্নানের জল কয়েক কলসি, হাজার হাজার টন ফুলে সজ্জিত রামনগরী
  3. ছিন্নভিন্ন মণিপুরে যাননি প্রধানমন্ত্রী, রাম মন্দির উদ্বোধনের আগের দিন তোপ ডেরেকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.