নয়াদিল্লি, 21 জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার অযোধ্যায় আবির্ভাবকে 'ভারতবর্ষের পুনর্গঠন' বলে উল্লেখ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভগবত ৷ তাঁর মতে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়েই নয়া ভারত গঠনের সূচনা হবে ৷ যেখানে সম্প্রীতি, ঐক্য, উন্নতি, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সকলের কল্যাণ হবে ৷
মোহন ভগবত আরএসএসের ওয়েবসাইটে একটি প্রতিবেদন লিখেছেন ৷ প্রতিবেদনটি রাম মন্দির তৈরির জন্য হিন্দু সমাজের অবিরাম সংগ্রামকে উদ্দেশ্য করে লেখা বলে উল্লেখ করেছেন আরএসএস প্রধান ৷ সেখানে তিনি বলেন, "বছরের পর বছর ধরে বিরোধের জেরে যে দ্বন্দ্ব এবং তিক্ততা তৈরি হয়েছে, তা এখানেই শেষ হওয়া উচিত। সুপ্রিম কোর্ট সবপক্ষের বক্তব্য শুনেছে ৷ সকল তথ্য ও সত্যকে যাচাই করে, তারপর গত 2019 সালের 9 নভেম্বর একটি ভারসাম্যপূর্ণ রায় ঘোষণা করেছিল ৷"
তাঁর মতে, "ধর্মীয় দিক থেকে ভগবান রাম হলেন দেশের অধিকাংশ মানুষের মধ্যে সবচেয়ে বেশি পূজিত দেবতা ৷ এখনও এটা মানা হয় একটি সমাজ গড়ে তোলার ক্ষেত্রে রাম হলেন একমাত্র আদর্শ ৷ তাই রাম মন্দিরের পক্ষে ও বিপক্ষে এতদিন যে বিরোধ ও দ্বন্দ্ব তৈরি হয়েছিল, তা এই মুহূর্ত থেকেই বন্ধ হওয়া উচিত ৷ সমাজের বিখ্যাত ব্যক্তিত্যদের দেখতে হবে যাতে সেই তিক্ততা ও বিরোধ পুরোপুরিভাবে মিটে যায় ৷"
তিনি ওই প্রতিবেদনে লিখেছেন, "অযোধ্যার অর্থ হল, যেখানে কোনও লড়াই থাকবে না ৷ এমন একটা জায়গা যেখানে সংঘাতের কোনও স্থান নেই ৷ এই উপলক্ষে, অযোধ্যার পুনর্গঠনে সময়ে সমগ্র দেশকে প্রয়োজন এবং এটা আমাদের সকলের কর্তব্যও বটে ৷" অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা 'জাতীয় অহংকার পুনর্জাগরণে'র প্রতীক বলেও উল্লেখ করেছেন মোহন ভগবত ৷ তাঁর কথায়, ভারতের আধুনিক সমাজে রামের চরিত্র ও তাঁর জীবনের আদর্শকে গ্রহণ করাও একটা উল্লেখযোগ্য বিষয় ৷
আরও পড়ুন: