ETV Bharat / bharat

'ফতোয়া নয়, সংবিধানে দেশ চলে ', বোরখা পরে রামলালার দর্শনে ভক্ত শবনম

Muslim Devotee of Ramlala: ছোট থেকেই হিন্দু পাড়ায় বাস ৷ সেই কারণেই তাদের সব অনুষ্ঠানে উপস্থিত থাকতেন শবনম ৷ সেখান থেকেই রামের প্রতি ভক্তি ৷ রামলালার দর্শনে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই মুসলিম ভক্ত ৷ শবনমের কথায়, রামপুজোর জন্য হিন্দু হওয়ার দরকার নেই ৷ মানুষ হওয়াটাই যথেষ্ট ৷

Etv Bharat
রামলালার দর্শনের পথে শবনম
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 1:50 PM IST

বোরখা পরে রামলালার দর্শনে ভক্ত শবনম

আমেঠি, 28 জানুয়ারি: ধর্মে নয়, সংবিধানে দেশ চলে ৷ এই মনোভাব নিয়েই রামলালার দর্শনে বোরখা পরেই রওনা দেন মুম্বইয়ের শবনম শেখ ৷ মুসলিম সম্প্রদায়ভুক্ত হওয়া সত্ত্বেও, শৈশব থেকেই ভগবান শ্রী রামের প্রতি তাঁর অটুট বিশ্বাস । বোরখা পরে হেঁটে মুম্বই থেকে অযোধ্যা যাচ্ছেন তিনি ৷ শনিবার আমেঠি পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় । ফুল বর্ষণ করা হয় তাঁর উপর । যারা ধর্মের নামে রাজনীতি করছেন তাঁরাই শবনমের লক্ষ্য । তাঁর কথায়, "সংবিধান অধিকার দিয়েছে, তাই মন্দিরের পাশাপাশি গির্জায়ও যেতে পারি আমি । দেশ চলে সংবিধান দিয়ে, ফতোয়া দিয়ে নয় ।"

মুম্বইয়ের বাসিন্দা শবনম শেখ 21 ডিসেম্বর 2023-এ হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ তিনি বি.কম প্রথম বর্ষের ছাত্রী । সঙ্গে রয়েছেন তাঁর বন্ধু রমন রাজ শর্মা, বিনীত পান্ডে এবং আরেক যুবক । 1500 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে বর্তমানে তাঁরা উত্তরপ্রদেশের আমেঠিতে রয়েছেন ৷

শবনমরা শনিবার ফতেহপুর হয়ে আমেঠি পৌঁছন । এই সময় রানিগঞ্জ বাজারে জয় শ্রী রাম শ্লোগান দিয়ে তাকে স্বাগত জানান সকল রামভক্ত নারী-পুরুষ নির্বিশেষে । ফুলও বর্ষণ করা হয় তাঁদের উপর । তাঁকে দেখতে ভিড় জমে যায় রীতিমতো । রামভক্তরা জলখাবার দিয়ে তাঁকে স্বাগত জানান ।

জয় শ্রী রাম বলে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথন শুরু করেন শবনম । তিনি জানান, ভগবান রামের দর্শন করতে হেঁটে যাচ্ছেন তিনি । তাঁর যাত্রার 38 দিন পূর্ণ হয়েছে । ছোটবেলা থেকেই ভগবান রামের প্রতি তাঁর বিশ্বাস আছে । তিনি নিজেকে একজন ভারতীয় সনাতনী মুসলিম বলে মনে করেন ।

তাঁর কথায়, "মুম্বইয়ে আমি যে এলাকায় থাকি পুরো এলাকাটি হিন্দুদের । ছোটবেলা থেকেই তাদের মাঝে বড় হয়েছি । আমি আজানের সঙ্গে ভজনও শুনেছি ৷ তাই আমার উপর তাদের অনেক প্রভাব রয়েছে । আমি হিন্দুদের প্রতিটি উৎসবে অংশগ্রহণ করেছি ৷ মহারাষ্ট্রে গণেশ চতুর্থী খুব বিখ্যাত । শুধু আমিই নই, আমার পুরো পরিবারই গণপতি বাপ্পার বিসর্জনে সম্পূর্ণ সহযোগিতা করে ।"

মুসলিম ধর্মগুরুদের নিয়ে করা প্রশ্নে শবনম বলেন, "ফতোয়া দিয়ে নয়, সংবিধান দিয়ে দেশ চলে । কোনও মৌলানার সঙ্গে আমার কোনও সমস্যা হলে তাঁরা সরাসরি আমার সঙ্গে কথা বলুন । আমি উত্তর দিতে প্রস্তুত । ওয়াইসি জী প্রায়ই বলেন যে দেশ ফতোয়া দিয়ে নয় সংবিধান দ্বারা পরিচালিত হয় । সংবিধান আমাকে মন্দির, মসজিদ ও গির্জায় যাওয়ার অধিকার দিয়েছে । রামপুজোর জন্য হিন্দু হওয়ার দরকার নেই ৷ মানুষ হওয়াটাই যথেষ্ট ।"

শবনমের এক বন্ধু সংবাদমাধ্যমকে বলেন, "আমরা সবাই আসছি । সেই সময় আমেঠির এক কিলোমিটার আগে আমাদের পাশে একটি সাদা রঙের গাড়ি এসে থামে । সেখানে বোরখা পরা দুই মহিলা ছিলেন । তাদের সঙ্গে একজন লোকও ছিল । সেখানে তাঁরা বলছিলেন, শবনম হিজাব পরে নাকি ইসলামকে অপমান করছেন ।"

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন শবনম । তিনি লিখেছেন,"জয় শ্রী রাম বন্ধুরা ! অযোধ্যায় ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ঘিরে প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে ।" ভিডিয়োতে গাড়িতে থাকা মহিলাদের শবনমের মন্দিরে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায় । এই নিয়ে শবনমের পালটা উত্তর,"এতে কি আপনি অপমান অনুভব করছেন ? কিন্তু আমি অনুভব করছি না ।" তারপরেই তিনি রামের গুরুত্ব বোঝাতে বলেন, " ধর্ম নয় রামকে পুজো করতে মানুষ হওয়াই যথেষ্ট।"

শবনম শেখের বিরোধিতা করা আরোহীদের বিরুদ্ধে অবশ্য ব্যবস্থা নিয়েছে পুলিশ । ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই পুলিশ এক যুবককেও হেফাজতে নিয়েছে । গাড়িটিও আটক করা হয়েছে । জগদীশপুরের ইনচার্জ ইন্সপেক্টর রাকেশ সিং জানান, ভিখানপুর থানার জগদীশপুর গ্রামের বাসিন্দা রাসিদ ছেলে লিয়াকতকে পুলিশ আটক করেছে ।

আরও পড়ুন :

  1. প্রাণ প্রতিষ্ঠায় মুসলিম কারিগরদের তৈরি বিশেষ নূপুর পরবেন মাতা জানকী ও রামলালা
  2. 'অযোধ্যায় রাম মন্দির নির্মাণে খুশি 74% মুসলমান, তাঁদের চোখে মোদিই দেশের সফলতম প্রধানমন্ত্রী'
  3. রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে জন্ম, সন্তানের নাম রামরহিম রাখল মুসলিম পরিবার

বোরখা পরে রামলালার দর্শনে ভক্ত শবনম

আমেঠি, 28 জানুয়ারি: ধর্মে নয়, সংবিধানে দেশ চলে ৷ এই মনোভাব নিয়েই রামলালার দর্শনে বোরখা পরেই রওনা দেন মুম্বইয়ের শবনম শেখ ৷ মুসলিম সম্প্রদায়ভুক্ত হওয়া সত্ত্বেও, শৈশব থেকেই ভগবান শ্রী রামের প্রতি তাঁর অটুট বিশ্বাস । বোরখা পরে হেঁটে মুম্বই থেকে অযোধ্যা যাচ্ছেন তিনি ৷ শনিবার আমেঠি পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় । ফুল বর্ষণ করা হয় তাঁর উপর । যারা ধর্মের নামে রাজনীতি করছেন তাঁরাই শবনমের লক্ষ্য । তাঁর কথায়, "সংবিধান অধিকার দিয়েছে, তাই মন্দিরের পাশাপাশি গির্জায়ও যেতে পারি আমি । দেশ চলে সংবিধান দিয়ে, ফতোয়া দিয়ে নয় ।"

মুম্বইয়ের বাসিন্দা শবনম শেখ 21 ডিসেম্বর 2023-এ হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ তিনি বি.কম প্রথম বর্ষের ছাত্রী । সঙ্গে রয়েছেন তাঁর বন্ধু রমন রাজ শর্মা, বিনীত পান্ডে এবং আরেক যুবক । 1500 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে বর্তমানে তাঁরা উত্তরপ্রদেশের আমেঠিতে রয়েছেন ৷

শবনমরা শনিবার ফতেহপুর হয়ে আমেঠি পৌঁছন । এই সময় রানিগঞ্জ বাজারে জয় শ্রী রাম শ্লোগান দিয়ে তাকে স্বাগত জানান সকল রামভক্ত নারী-পুরুষ নির্বিশেষে । ফুলও বর্ষণ করা হয় তাঁদের উপর । তাঁকে দেখতে ভিড় জমে যায় রীতিমতো । রামভক্তরা জলখাবার দিয়ে তাঁকে স্বাগত জানান ।

জয় শ্রী রাম বলে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথন শুরু করেন শবনম । তিনি জানান, ভগবান রামের দর্শন করতে হেঁটে যাচ্ছেন তিনি । তাঁর যাত্রার 38 দিন পূর্ণ হয়েছে । ছোটবেলা থেকেই ভগবান রামের প্রতি তাঁর বিশ্বাস আছে । তিনি নিজেকে একজন ভারতীয় সনাতনী মুসলিম বলে মনে করেন ।

তাঁর কথায়, "মুম্বইয়ে আমি যে এলাকায় থাকি পুরো এলাকাটি হিন্দুদের । ছোটবেলা থেকেই তাদের মাঝে বড় হয়েছি । আমি আজানের সঙ্গে ভজনও শুনেছি ৷ তাই আমার উপর তাদের অনেক প্রভাব রয়েছে । আমি হিন্দুদের প্রতিটি উৎসবে অংশগ্রহণ করেছি ৷ মহারাষ্ট্রে গণেশ চতুর্থী খুব বিখ্যাত । শুধু আমিই নই, আমার পুরো পরিবারই গণপতি বাপ্পার বিসর্জনে সম্পূর্ণ সহযোগিতা করে ।"

মুসলিম ধর্মগুরুদের নিয়ে করা প্রশ্নে শবনম বলেন, "ফতোয়া দিয়ে নয়, সংবিধান দিয়ে দেশ চলে । কোনও মৌলানার সঙ্গে আমার কোনও সমস্যা হলে তাঁরা সরাসরি আমার সঙ্গে কথা বলুন । আমি উত্তর দিতে প্রস্তুত । ওয়াইসি জী প্রায়ই বলেন যে দেশ ফতোয়া দিয়ে নয় সংবিধান দ্বারা পরিচালিত হয় । সংবিধান আমাকে মন্দির, মসজিদ ও গির্জায় যাওয়ার অধিকার দিয়েছে । রামপুজোর জন্য হিন্দু হওয়ার দরকার নেই ৷ মানুষ হওয়াটাই যথেষ্ট ।"

শবনমের এক বন্ধু সংবাদমাধ্যমকে বলেন, "আমরা সবাই আসছি । সেই সময় আমেঠির এক কিলোমিটার আগে আমাদের পাশে একটি সাদা রঙের গাড়ি এসে থামে । সেখানে বোরখা পরা দুই মহিলা ছিলেন । তাদের সঙ্গে একজন লোকও ছিল । সেখানে তাঁরা বলছিলেন, শবনম হিজাব পরে নাকি ইসলামকে অপমান করছেন ।"

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন শবনম । তিনি লিখেছেন,"জয় শ্রী রাম বন্ধুরা ! অযোধ্যায় ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ঘিরে প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে ।" ভিডিয়োতে গাড়িতে থাকা মহিলাদের শবনমের মন্দিরে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায় । এই নিয়ে শবনমের পালটা উত্তর,"এতে কি আপনি অপমান অনুভব করছেন ? কিন্তু আমি অনুভব করছি না ।" তারপরেই তিনি রামের গুরুত্ব বোঝাতে বলেন, " ধর্ম নয় রামকে পুজো করতে মানুষ হওয়াই যথেষ্ট।"

শবনম শেখের বিরোধিতা করা আরোহীদের বিরুদ্ধে অবশ্য ব্যবস্থা নিয়েছে পুলিশ । ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই পুলিশ এক যুবককেও হেফাজতে নিয়েছে । গাড়িটিও আটক করা হয়েছে । জগদীশপুরের ইনচার্জ ইন্সপেক্টর রাকেশ সিং জানান, ভিখানপুর থানার জগদীশপুর গ্রামের বাসিন্দা রাসিদ ছেলে লিয়াকতকে পুলিশ আটক করেছে ।

আরও পড়ুন :

  1. প্রাণ প্রতিষ্ঠায় মুসলিম কারিগরদের তৈরি বিশেষ নূপুর পরবেন মাতা জানকী ও রামলালা
  2. 'অযোধ্যায় রাম মন্দির নির্মাণে খুশি 74% মুসলমান, তাঁদের চোখে মোদিই দেশের সফলতম প্রধানমন্ত্রী'
  3. রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে জন্ম, সন্তানের নাম রামরহিম রাখল মুসলিম পরিবার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.