ETV Bharat / bharat

'মহাত্মা গান্ধিকে জানতে শুধু একজন ছাত্রকেই সিনেমা দেখতে হবে', মোদিকে পালটা রাহুলের - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Former Congree Chief Hits Back PM Modi: গান্ধিজিকে চেনাতে উদ্যোগ নেয়নি কংগ্রেস। বিদেশি পরিচালকের সিনেমা দেখেই মহাত্মাকে চিনেছে দুনিয়া। মোদির এমন মন্তব্যে পালটা জবাবে রাহুল গান্ধি বলেন, মহাত্মা গান্ধিকে জানতে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্রকেই সিনেমাটি দেখতে হবে ।

Former Congree Chief Hits Back PM Modi
রাহুল গান্ধি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 10:45 PM IST

নয়াদিল্লি, 29 মে: জাতির জনককে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পালটা দিলেন রাহুল গান্ধি। একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দাবি করেন, গান্ধি সিনেমা দেখেই দেশের মানুষ মহাত্মা সম্পর্কে জেনেছেন। তাঁর আদর্শ প্রচারের কোনও উদ্যোগ নেয়নি কংগ্রেস। পালটা রাহুলের কটাক্ষ, মহাত্মা গান্ধিকে জানতে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্রকেই সিনেমাটি দেখতে হবে ।

ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক রিচার্ড অ্যাটেনবরোর পরিচালনায় 1982 সালে মুক্তি পায় 'গান্ধি' সিনেমাটি ৷ ভারতের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বে জনপ্রিয় হয় ছবিটি। মোদিকে জবাব দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন রাহুল। তিনি লেখেন, "জাতির জনক মহাত্মা গান্ধিকে জানতে সিনেমা দেখার প্রয়োজন শুধুমাত্র এমন এক ছাত্রের, যিনি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়ে এসেছেন।"

সোশাল মিডিয়ার তরজায় বার বার 'এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স' শব্দবন্ধটি ফিরে আসে। বেশ কয়েক বছর আগে একটি তথ্য প্রকাশ্যে আসে। তাতে দাবি করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনই এক ডিগ্রি দিয়েছে কোনও একটি শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণত, এমন কোনও ডিগ্রির চল নেই বলে এই অস্ত্রেই মোদিকে নিশানা করে বিরোধীরা। এবার তাঁর গান্ধি-মন্তব্যের পালটা দিতে গিয়ে আবারও পুরনো সেই অস্ত্রেই শান দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে ৷ বিশ্ব বন্দিত বিজ্ঞানী আইনস্টাইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "1955 সালে আইনস্টাইনের মৃত্যু হয় ৷ তাহলে তিনি সিনেমা দেখে গান্ধিকে চিনলেন কী করে?"

  • শেষ দফা ভোটের আগে বাংলায় নাগরিকত্বের শংসাপত্র প্রদান-প্রক্রিয়া শুরু, বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানান, মহাত্মা গান্ধি একজন বিরাট মাপের মানুষ ছিলেন ৷ বিশ্ব তাঁকে চিনুক, জানুক ৷ স্বাধীনতার পর গত 75 বছরে তাঁর আদর্শ প্রচার করার দায় আমাদের ছিল। কিন্তু তাঁকে কেউ জানত না ৷ প্রথমবার যখন গান্ধি সিনেমাটি তৈরি হয়, তখন তাঁকে নিয়ে বিশ্বে কৌতূহল তৈরি হয়, তিনি কে ? আমাদের যতটা করা উচিত ছিল, তা করা হয়নি ৷ দুনিয়া মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলাকে চিনেছে। মহাত্মা গান্ধি তাঁদের থেকে কোনও অংশে কম নন ? একথা অস্বীকার করার কোনও উপায় নেই ৷ আমি বিশ্বে ঘুরে বেড়িয়েছি ৷ তারপর এই কথাটা বলছি ৷ ভারতের অনেক আগেই তাঁকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল ৷ এরপরই মোদিকে নিশানা করলেন রাহুল।

নয়াদিল্লি, 29 মে: জাতির জনককে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পালটা দিলেন রাহুল গান্ধি। একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দাবি করেন, গান্ধি সিনেমা দেখেই দেশের মানুষ মহাত্মা সম্পর্কে জেনেছেন। তাঁর আদর্শ প্রচারের কোনও উদ্যোগ নেয়নি কংগ্রেস। পালটা রাহুলের কটাক্ষ, মহাত্মা গান্ধিকে জানতে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্রকেই সিনেমাটি দেখতে হবে ।

ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক রিচার্ড অ্যাটেনবরোর পরিচালনায় 1982 সালে মুক্তি পায় 'গান্ধি' সিনেমাটি ৷ ভারতের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বে জনপ্রিয় হয় ছবিটি। মোদিকে জবাব দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন রাহুল। তিনি লেখেন, "জাতির জনক মহাত্মা গান্ধিকে জানতে সিনেমা দেখার প্রয়োজন শুধুমাত্র এমন এক ছাত্রের, যিনি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়ে এসেছেন।"

সোশাল মিডিয়ার তরজায় বার বার 'এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স' শব্দবন্ধটি ফিরে আসে। বেশ কয়েক বছর আগে একটি তথ্য প্রকাশ্যে আসে। তাতে দাবি করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনই এক ডিগ্রি দিয়েছে কোনও একটি শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণত, এমন কোনও ডিগ্রির চল নেই বলে এই অস্ত্রেই মোদিকে নিশানা করে বিরোধীরা। এবার তাঁর গান্ধি-মন্তব্যের পালটা দিতে গিয়ে আবারও পুরনো সেই অস্ত্রেই শান দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে ৷ বিশ্ব বন্দিত বিজ্ঞানী আইনস্টাইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "1955 সালে আইনস্টাইনের মৃত্যু হয় ৷ তাহলে তিনি সিনেমা দেখে গান্ধিকে চিনলেন কী করে?"

  • শেষ দফা ভোটের আগে বাংলায় নাগরিকত্বের শংসাপত্র প্রদান-প্রক্রিয়া শুরু, বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানান, মহাত্মা গান্ধি একজন বিরাট মাপের মানুষ ছিলেন ৷ বিশ্ব তাঁকে চিনুক, জানুক ৷ স্বাধীনতার পর গত 75 বছরে তাঁর আদর্শ প্রচার করার দায় আমাদের ছিল। কিন্তু তাঁকে কেউ জানত না ৷ প্রথমবার যখন গান্ধি সিনেমাটি তৈরি হয়, তখন তাঁকে নিয়ে বিশ্বে কৌতূহল তৈরি হয়, তিনি কে ? আমাদের যতটা করা উচিত ছিল, তা করা হয়নি ৷ দুনিয়া মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলাকে চিনেছে। মহাত্মা গান্ধি তাঁদের থেকে কোনও অংশে কম নন ? একথা অস্বীকার করার কোনও উপায় নেই ৷ আমি বিশ্বে ঘুরে বেড়িয়েছি ৷ তারপর এই কথাটা বলছি ৷ ভারতের অনেক আগেই তাঁকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল ৷ এরপরই মোদিকে নিশানা করলেন রাহুল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.