ETV Bharat / bharat

ভোটে কংগ্রেসের প্রত্যাশিত ফল না-হলে রাহুলের সরে যাওয়া উচিত: পিকে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Prashant Kishor suggestion for Rahul Gandhi: আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রত্যাশিত ফল না-হলে রাহুল গান্ধির দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত ৷ এমনই পরামর্শ প্রশান্ত কিশোরের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Apr 7, 2024, 5:18 PM IST

নয়াদিল্লি, 7 এপ্রিল: কংগ্রেস যদি লোকসভা নির্বাচনে কাঙ্খিত ফলাফল না-পায়, তবে রাহুল গান্ধির সরে দাঁড়ানোর কথা বিবেচনা করা উচিত । এমনই পরামর্শ রাজনৈতিক কুশলী প্রশান্ত কিশোরের ৷ সংবাদসংস্থা পিটিআই-এর সম্পাদকদের সঙ্গে একটি কথোপকথনে প্রশান্ত বলেন যে, বাস্তবসম্মতভাবে তাঁর দল চালাচ্ছেন রাহুল গান্ধি ৷ তবে গত 10 বছরে তাঁর অক্ষমতা সত্ত্বেও তিনি কংগ্রেস থেকে সরে যেতে বা অন্য কারওকে দল পরিচালনা করার দায়িত্ব তুলে দিতে অক্ষম হয়েছেন । প্রশান্ত কিশোরের কথায়, "আমার মতে এটি গণতন্ত্রবিরোধী ৷"

বিরোধী দলকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ভোট পরিকল্পনা তৈরি করছিলেন প্রশান্ত কিশোর ৷ তবে তাঁর কৌশল বাস্তবায়ন নিয়ে তাঁর এবং নেতৃত্বের মধ্যে মতবিরোধের কারণে তিনি সেই দায়িত্ব থেকে সরে এসেছেন ৷ প্রশান্ত রাহুল সম্পর্কে বলেন, "যখন আপনি গত 10 বছর ধরে একই কাজ করছেন কোনও সাফল্য ছাড়াই, তখন বিরতি নেওয়ায় কোনও ক্ষতি নেই...৷ আপনার উচিত অন্য কারওকে পাঁচ বছরের জন্য এই কাজ করার অনুমতি দেওয়া । আপনার মা এটা করেছেন ৷" এ প্রসঙ্গে স্বামী রাজীব গান্ধির হত্যাকাণ্ডের পর সোনিয়া গান্ধির রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত এবং 1991 সালে পিভি নরসিমা রাওকে দায়িত্ব নিতে দেওয়ার সিদ্ধান্তের কথা মনে করিয়ে দেন পিকে ।

বিশ্বজুড়ে ভালো নেতাদের একটি মূল বৈশিষ্ট্য হল যে, তাঁরা জানেন তাঁদের কী অভাব রয়েছে এবং সেই শূন্যতা পূরণের জন্য তিনি সক্রিয় থাকেন ৷ প্রশান্তের কথায়, "কিন্তু রাহুল গান্ধির মনে হচ্ছে তিনি সবকিছু জানেন । আপনি যদি সাহায্যের প্রয়োজনীয়তার কথা বুঝতে না-পারেন, তবে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না । রাহুল বিশ্বাস করেন যে তাঁর এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি রাহুল যা সঠিক মনে করেন তাই কার্যকর করতে পারেন । এটা সম্ভব নয় ৷"

2019 সালের নির্বাচনে দলের পরাজয়ের পরে কংগ্রেস সভাপতি হিসাবে রাহুলের পদত্যাগের সিদ্ধান্তের কথা উল্লেখ করে পিকে বলেছেন, ওয়েনাড়ের সাংসদ তখন লিখেছিলেন যে, তিনি পিছিয়ে যাবেন এবং অন্য কারওকে কাজ করতে দেবেন । কিন্তু, কার্যত, তিনি যা লিখেছিলেন তার বিপরীত কাজ করছেন ৷ অনেক কংগ্রেস নেতা ব্যক্তিগতভাবে স্বীকার করবেন যে, তাঁরা দলে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না, এমনকি জোটের অংশীদারদের সঙ্গে একটি আসন ভাগাভাগি সম্পর্কেও সিদ্ধান্ত নিতে পারেন না, "যদি না তাঁরা এক্স ওয়াই জেডের থেকে অনুমোদন পান ৷"

কংগ্রেস এবং বেশ কয়েকটি আঞ্চলিক দলের বিরুদ্ধে বিজেপির 'পরিবারবাদ' (পারিবারিক শাসন) অভিযোগ সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে কিশোর স্বীকার করেছেন যে, এই বিষয়টি মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে ৷ একজনের উপাধির কারণে নেতা হওয়া স্বাধীনতা-উত্তর যুগে একটি সুবিধা হতে পারে তবে এখন এটি একটি দায় ৷ পিকে-র কথায়, "তা রাহুল গান্ধি, অখিলেশ যাদব বা তেজস্বী যাদবই হোন । তাঁদের নিজ নিজ দল হয়তো তাঁদের নেতা হিসেবে মেনে নিয়েছে কিন্তু মানুষ তা মেনে নেয়নি । অখিলেশ যাদব কি সমাজবাদী পার্টিকে জয়ের পথে নিয়ে যেতে পেরেছেন ?" প্রশান্ত বলেন, বিজেপিকে এই সমস্যাটি মোকাবিলা করতে হয়নি কারণ তারা সম্প্রতি ক্ষমতা অর্জন করেছে এবং তার নেতাদের পরিবারের সদস্যদের অবস্থান দেওয়ার চাপ এখন আসবে ।

আরও পড়ুন:

  1. 'বিজেপির চাপানো বেকারত্বই এবার ভোটের সবচেয়ে বড় ইস্যু', মোদিকে বিঁধলেন খাড়গে
  2. ‘মানুষ টিএমসির দুর্নীতিতে ক্লান্ত’, জলপাইগুড়ি সভার আগে বাংলায় টুইটবার্তা মোদির
  3. 'দিল্লিতে আলিঙ্গন, কেরলে ভিক্ষা'; কংগ্রেসের অবস্থান নিয়ে কটাক্ষ স্মৃতির

নয়াদিল্লি, 7 এপ্রিল: কংগ্রেস যদি লোকসভা নির্বাচনে কাঙ্খিত ফলাফল না-পায়, তবে রাহুল গান্ধির সরে দাঁড়ানোর কথা বিবেচনা করা উচিত । এমনই পরামর্শ রাজনৈতিক কুশলী প্রশান্ত কিশোরের ৷ সংবাদসংস্থা পিটিআই-এর সম্পাদকদের সঙ্গে একটি কথোপকথনে প্রশান্ত বলেন যে, বাস্তবসম্মতভাবে তাঁর দল চালাচ্ছেন রাহুল গান্ধি ৷ তবে গত 10 বছরে তাঁর অক্ষমতা সত্ত্বেও তিনি কংগ্রেস থেকে সরে যেতে বা অন্য কারওকে দল পরিচালনা করার দায়িত্ব তুলে দিতে অক্ষম হয়েছেন । প্রশান্ত কিশোরের কথায়, "আমার মতে এটি গণতন্ত্রবিরোধী ৷"

বিরোধী দলকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ভোট পরিকল্পনা তৈরি করছিলেন প্রশান্ত কিশোর ৷ তবে তাঁর কৌশল বাস্তবায়ন নিয়ে তাঁর এবং নেতৃত্বের মধ্যে মতবিরোধের কারণে তিনি সেই দায়িত্ব থেকে সরে এসেছেন ৷ প্রশান্ত রাহুল সম্পর্কে বলেন, "যখন আপনি গত 10 বছর ধরে একই কাজ করছেন কোনও সাফল্য ছাড়াই, তখন বিরতি নেওয়ায় কোনও ক্ষতি নেই...৷ আপনার উচিত অন্য কারওকে পাঁচ বছরের জন্য এই কাজ করার অনুমতি দেওয়া । আপনার মা এটা করেছেন ৷" এ প্রসঙ্গে স্বামী রাজীব গান্ধির হত্যাকাণ্ডের পর সোনিয়া গান্ধির রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত এবং 1991 সালে পিভি নরসিমা রাওকে দায়িত্ব নিতে দেওয়ার সিদ্ধান্তের কথা মনে করিয়ে দেন পিকে ।

বিশ্বজুড়ে ভালো নেতাদের একটি মূল বৈশিষ্ট্য হল যে, তাঁরা জানেন তাঁদের কী অভাব রয়েছে এবং সেই শূন্যতা পূরণের জন্য তিনি সক্রিয় থাকেন ৷ প্রশান্তের কথায়, "কিন্তু রাহুল গান্ধির মনে হচ্ছে তিনি সবকিছু জানেন । আপনি যদি সাহায্যের প্রয়োজনীয়তার কথা বুঝতে না-পারেন, তবে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না । রাহুল বিশ্বাস করেন যে তাঁর এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি রাহুল যা সঠিক মনে করেন তাই কার্যকর করতে পারেন । এটা সম্ভব নয় ৷"

2019 সালের নির্বাচনে দলের পরাজয়ের পরে কংগ্রেস সভাপতি হিসাবে রাহুলের পদত্যাগের সিদ্ধান্তের কথা উল্লেখ করে পিকে বলেছেন, ওয়েনাড়ের সাংসদ তখন লিখেছিলেন যে, তিনি পিছিয়ে যাবেন এবং অন্য কারওকে কাজ করতে দেবেন । কিন্তু, কার্যত, তিনি যা লিখেছিলেন তার বিপরীত কাজ করছেন ৷ অনেক কংগ্রেস নেতা ব্যক্তিগতভাবে স্বীকার করবেন যে, তাঁরা দলে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না, এমনকি জোটের অংশীদারদের সঙ্গে একটি আসন ভাগাভাগি সম্পর্কেও সিদ্ধান্ত নিতে পারেন না, "যদি না তাঁরা এক্স ওয়াই জেডের থেকে অনুমোদন পান ৷"

কংগ্রেস এবং বেশ কয়েকটি আঞ্চলিক দলের বিরুদ্ধে বিজেপির 'পরিবারবাদ' (পারিবারিক শাসন) অভিযোগ সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে কিশোর স্বীকার করেছেন যে, এই বিষয়টি মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে ৷ একজনের উপাধির কারণে নেতা হওয়া স্বাধীনতা-উত্তর যুগে একটি সুবিধা হতে পারে তবে এখন এটি একটি দায় ৷ পিকে-র কথায়, "তা রাহুল গান্ধি, অখিলেশ যাদব বা তেজস্বী যাদবই হোন । তাঁদের নিজ নিজ দল হয়তো তাঁদের নেতা হিসেবে মেনে নিয়েছে কিন্তু মানুষ তা মেনে নেয়নি । অখিলেশ যাদব কি সমাজবাদী পার্টিকে জয়ের পথে নিয়ে যেতে পেরেছেন ?" প্রশান্ত বলেন, বিজেপিকে এই সমস্যাটি মোকাবিলা করতে হয়নি কারণ তারা সম্প্রতি ক্ষমতা অর্জন করেছে এবং তার নেতাদের পরিবারের সদস্যদের অবস্থান দেওয়ার চাপ এখন আসবে ।

আরও পড়ুন:

  1. 'বিজেপির চাপানো বেকারত্বই এবার ভোটের সবচেয়ে বড় ইস্যু', মোদিকে বিঁধলেন খাড়গে
  2. ‘মানুষ টিএমসির দুর্নীতিতে ক্লান্ত’, জলপাইগুড়ি সভার আগে বাংলায় টুইটবার্তা মোদির
  3. 'দিল্লিতে আলিঙ্গন, কেরলে ভিক্ষা'; কংগ্রেসের অবস্থান নিয়ে কটাক্ষ স্মৃতির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.