ETV Bharat / bharat

মোদির দুনিয়ায় সত্য়কে চাপা যায়, বাস্তবে নয়; কটাক্ষ রাহুলের - Rahul Gandhi - RAHUL GANDHI

Rahul Gandhi: সোমবার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে অংশ নেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ সেখানে তাঁর দেওয়া বক্তব্যের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে ৷ এই নিয়ে মোদি সরকারকে নিশানা করেছেন তিনি ৷

Rahul Gandhi
বিরোধী দলনেতা রাহুল গান্ধি (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Jul 2, 2024, 1:37 PM IST

Updated : Jul 2, 2024, 2:58 PM IST

নয়াদিল্লি, 2 জুলাই: রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে অংশ নিয়ে সোমবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি যে বক্তব্য রেখেছিলেন, তার কিছু অংশ বাদ দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার সেই নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি ৷

মোদিকে কটাক্ষ রাহুলের (ইটিভি ভারত)

তাঁর বক্তব্য, "মোদিজির দুনিয়ায় সত্যকে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু বাস্তবে সত্যকে নির্মূল করা যায় না ।" এ দিন সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল গান্ধি আরও বলেন, "আমাকে যা বলার ছিল, আমি বলেছি এবং এটাই সত্য । তারা যত খুশি উড়িয়ে দিতে পারে, কিন্তু সত্যের জয় হবে ।"

উল্লেখ্য, 2014 ও 2019 সালে কোনও রাজনৈতিক দলই প্রধান বিরোধী দলের তকমা পায়নি ৷ ফলে গত দশ বছরে লোকসভায় বিরোধী দলনেতা বলে কেউ ছিলেন না ৷ বিরোধীদের মধ্যে সবচেয়ে বেশি সাংসদ থাকায় কংগ্রেসের লোকসভার দলনেতাই কার্যত বিরোধী দলনেতার কাজ করতেন ৷

কিন্তু এবার লোকসভায় প্রধান বিরোধী দল কংগ্রেস ৷ ফলে দশ বছর পর সংসদের নিম্নকক্ষে ফিরেছে বিরোধী দলনেতার পদ ৷ সেই পদে বসেছেন রাহুল গান্ধি ৷ বিরোধী দলনেতা হিসেবে সোমবারই ছিল তাঁর ভাষণ ৷ সেই ভাষণে তিনি বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেন কেন্দ্রের মোদি সরকারকে ৷ তাঁর ভাষণের সময় বারবার ট্রেজারি বেঞ্চ থেকে আপত্তি তোলা হয়েছে ৷ কখনও আপত্তি তুলেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ আবার কখনও আপত্তি তোলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

পরে দেখা যায় যে রাহুল গান্ধির বক্তব্যের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে ৷ আর তা অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে বলেই মনে করেন রাহুল গান্ধি ৷ অন্তত তাঁর বক্তব্য় থেকেই সেটা স্পষ্ট হয়েছে ৷

নয়াদিল্লি, 2 জুলাই: রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে অংশ নিয়ে সোমবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি যে বক্তব্য রেখেছিলেন, তার কিছু অংশ বাদ দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার সেই নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি ৷

মোদিকে কটাক্ষ রাহুলের (ইটিভি ভারত)

তাঁর বক্তব্য, "মোদিজির দুনিয়ায় সত্যকে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু বাস্তবে সত্যকে নির্মূল করা যায় না ।" এ দিন সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল গান্ধি আরও বলেন, "আমাকে যা বলার ছিল, আমি বলেছি এবং এটাই সত্য । তারা যত খুশি উড়িয়ে দিতে পারে, কিন্তু সত্যের জয় হবে ।"

উল্লেখ্য, 2014 ও 2019 সালে কোনও রাজনৈতিক দলই প্রধান বিরোধী দলের তকমা পায়নি ৷ ফলে গত দশ বছরে লোকসভায় বিরোধী দলনেতা বলে কেউ ছিলেন না ৷ বিরোধীদের মধ্যে সবচেয়ে বেশি সাংসদ থাকায় কংগ্রেসের লোকসভার দলনেতাই কার্যত বিরোধী দলনেতার কাজ করতেন ৷

কিন্তু এবার লোকসভায় প্রধান বিরোধী দল কংগ্রেস ৷ ফলে দশ বছর পর সংসদের নিম্নকক্ষে ফিরেছে বিরোধী দলনেতার পদ ৷ সেই পদে বসেছেন রাহুল গান্ধি ৷ বিরোধী দলনেতা হিসেবে সোমবারই ছিল তাঁর ভাষণ ৷ সেই ভাষণে তিনি বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেন কেন্দ্রের মোদি সরকারকে ৷ তাঁর ভাষণের সময় বারবার ট্রেজারি বেঞ্চ থেকে আপত্তি তোলা হয়েছে ৷ কখনও আপত্তি তুলেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ আবার কখনও আপত্তি তোলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

পরে দেখা যায় যে রাহুল গান্ধির বক্তব্যের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে ৷ আর তা অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে বলেই মনে করেন রাহুল গান্ধি ৷ অন্তত তাঁর বক্তব্য় থেকেই সেটা স্পষ্ট হয়েছে ৷

Last Updated : Jul 2, 2024, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.