নানদরবার (মহারাষ্ট্র), 14 নভেম্বর: তিনি সংবিধান পড়েননি। তাঁর কাছে সংবিধানের পাতাগুলি সাদা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ভাষাতেই জবাব দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ কংগ্রেসের প্রাক্তন সভাপতির হাতে প্রায়শই লাল মলাটের একটি পকেট সংবিধান দেখা যায় ৷ দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারেও এই লাল রঙের সংবিধান হাতে নিয়েই বক্তৃতা দিচ্ছেন তিনি ৷ তা নিয়েই তাঁকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। এবার তাঁর জবাব দিলেন রাহুল।
"রাহুল গান্ধির হাতে ধরা এই সংবিধানের পাতাগুলি সাদা এবং তাতে কিছুই লেখা নেই।" দিন কয়েক আগে এভাবেই রাজীব-তনয়কে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ গত 10 নভেম্বর মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী বলেন, "ওরা (কংগ্রেস) সংবিধানের নামে একটা লাল বই দেখাচ্ছে ৷ প্রচ্ছদে লেখা 'ভারতের সংবিধান' কিন্তু বইয়ের পাতাগুলি সাদা, কিছুই লেখা নেই ৷ ওরা বাবাসাহেবকে কতটা ঘৃণা করে সেটা এখান থেকেই বোঝা যায় ৷"
VIDEO | Maharashtra Assembly Elections 2024: " this fight is of ideologies. elections are being held but there is contest between two ideologies. the congress party, india alliance say that the country must be run by constitution. the prime minister says that i show (a copy of)… pic.twitter.com/Ur3bAHpbsg
— Press Trust of India (@PTI_News) November 14, 2024
এর জবাবে এদিন মহারাষ্ট্রের নানদরবারে একটি জনসভা থেকে রাহুল গান্ধি বলেন, "লাল রঙের সংবিধানটি নিয়ে বিজেপির আপত্তি রয়েছে ৷ আমাদের কাছে রংটা কোনও বিষয় নয় ৷ আমরা সংবিধান সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ ৷" প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল আরও বলেন, "সংবিধানের ভিতরে কী লেখা আছে, সে বিষয়ে তাঁর (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) কোনও ধারণাই নেই ৷ তাই তিনি বলেন যে বইটা সাদা, কিছু নেই ৷ রাহুল গান্ধি শুধু একটা লাল বই দেখান ৷ বইয়ের রংটা নয়, আমাদের কাছে ভিতরে কী লেখা আছে সেটা গুরুত্বপূর্ণ ৷ এখানে যা বলা আছে, তার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত ৷"
গত 9 নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে লাল রঙের সংবিধানের বিষয়টি তুলে ধরেন ৷ তিনি বলেন, "দু'দিন আগে রাহুল গান্ধির কীর্তি ফাঁস হয়ে গিয়েছে ৷ কেউ একজন তাঁর (রাহুল গান্ধি) ওই লাল রঙের সংবিধানের কপি হাতে পেয়েছিলেন ৷ তখন দেখা গিয়েছিল বইটির পাতাগুলি সাদা ৷" পাশাপাশি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ রাহুলকে 'শহুরে নকশাল এবং নৈরাজ্যবাদী' বলে আক্রমণ করেছিলেন ৷