নয়াদিল্লি, 11 ডিসেম্বর: বিরোধীরা চায় সুষ্ঠুভাবে সংসদের অধিবেশন চলুক ৷ পাশাপাশি, আগামী 13 ডিসেম্বর সংবিধান নিয়েও আলোচনা হোক ৷ বুধবার এমনই জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ অন্যদিকে, একই কথা বললেন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তবে কংগ্রেসের খানিক সমালোচনাও করতে শোনা গেল তাঁকে ৷ উল্লেখ্য, বুধবারও আদানি-সহ নানা কারণে একাধিকবার থমকে যায় লোকসভার অধিবেশন ৷
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, "স্পিকারের সঙ্গে আমার বৈঠক হয়েছে ৷ আমার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যগুলি বন্ধ করা হোক ৷ বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্পিকার ৷ আমরা চাই, অধিবেশনে বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হোক ৷ আমার বিষয়ে যে যাই বলুক না কেন, আমি চাই আগামী 13 ডিসেম্বর সংবিধান নিয়ে আলোচনা হোক ৷"
#WATCH | Delhi: TMC MP Kalyan Banerjee says, " the house is adjourned because of the congress and the bjp. the house will continue only on the choice of the congress and the bjp... this is not proper... there are so many parties. parliamentary democracy does not depend upon the… pic.twitter.com/7NNJr1Vuv9
— ANI (@ANI) December 11, 2024
এদিন বেলা 11টায় লোকসভার অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আদানি প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা ৷ সংসদ চত্বরে মোদি-আদানি মুখোশ আঁকা ব্যাগ, পোস্টার নিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন তাঁরা ৷ এরপর দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতুবির ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা ৷ সেই নিয়ে কংগ্রেসের সাংসদ বলেন, "বিজেপি আদানি প্রসঙ্গে কোনও আলোচনা করতে রাজি নয় ৷ তবে আমরাও এর শেষ দেখে ছাড়ব ৷ শেষ পর্যন্ত আমাদের দাবিগুলি নিয়ে সংসদে আলোচনা করতেই হবে ৷"
অন্যদিকে, অধিবেশন মুলতুবি প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে খানিক ক্ষোভ উগড়ে দেন ইন্ডিয়া শিবিরের অন্যতম সদস্য তৃণমূলের আইনজীবী-সাংসদ ৷ এদিন অধিবেশন চলাকালীন সংসদে হট্টোগোল প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কংগ্রেস ও বিজেপির কারণেই বারবার অধিবেশন মুলতুবি হয়ে যাচ্ছে ৷ একাধিক আঞ্চলিক রাজনৈতিক দল রয়েছে ৷ কিন্তু, এই দুই দলের মর্জি অনুযায়ী সংসদের অধিবেশন চলবে ! এই অভ্যেস একদম ঠিক নয় ৷"
তৃণমূল সাংসদ আরও বলেন, "কখনও কংগ্রেস তো কখনও বিজেপির কারণে অধিবেশনে হট্টোগোল হচ্ছে ৷ ফলে বাকিদলগুলি নিজেদের বক্তব্য পেশ করার কোনও সুযোগ পাচ্ছে না ৷ বিজেপি ক্ষমতাসীন দল হওয়ায় এবং কংগ্রেস প্রধান বিরোধী দল হওয়ায় সমস্ত সুযোগ পাচ্ছে ৷ সুতরাং, রাজ্যের বিষয়ে আমরা কোনও আলোচনা করতেই পারছি না ৷"
উল্লেখ্য, গত 25 নভেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয় ৷ আগামী 20 ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন ৷ অধিবেশন শুরুর দিনই সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদের জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন ৷