ETV Bharat / bharat

হট্টগোল নয় সংসদে আলোচনা চায় বিরোধীরা দাবি রাহুলের, কংগ্রেসকেও কটাক্ষ কল্যাণের - PARLIAMENT WINTER SESSION 2024

আদানি প্রসঙ্গে বুধবার সংসদ চত্বরে হট্টোগোল করে বিরোধীরা ৷ সেই ঘটনার জেরে এদিনও সংসদের কাজকর্ম বারবার বাধাপ্রাপ্ত হয়েছে।

Parliament Winter Session 2024
সংসদে রাহুল গান্ধি ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2024, 6:04 PM IST

Updated : Dec 11, 2024, 6:09 PM IST

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: বিরোধীরা চায় সুষ্ঠুভাবে সংসদের অধিবেশন চলুক ৷ পাশাপাশি, আগামী 13 ডিসেম্বর সংবিধান নিয়েও আলোচনা হোক ৷ বুধবার এমনই জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ অন্যদিকে, একই কথা বললেন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তবে কংগ্রেসের খানিক সমালোচনাও করতে শোনা গেল তাঁকে ৷ উল্লেখ্য, বুধবারও আদানি-সহ নানা কারণে একাধিকবার থমকে যায় লোকসভার অধিবেশন ৷

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, "স্পিকারের সঙ্গে আমার বৈঠক হয়েছে ৷ আমার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যগুলি বন্ধ করা হোক ৷ বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্পিকার ৷ আমরা চাই, অধিবেশনে বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হোক ৷ আমার বিষয়ে যে যাই বলুক না কেন, আমি চাই আগামী 13 ডিসেম্বর সংবিধান নিয়ে আলোচনা হোক ৷"

এদিন বেলা 11টায় লোকসভার অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আদানি প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা ৷ সংসদ চত্বরে মোদি-আদানি মুখোশ আঁকা ব্যাগ, পোস্টার নিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন তাঁরা ৷ এরপর দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতুবির ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা ৷ সেই নিয়ে কংগ্রেসের সাংসদ বলেন, "বিজেপি আদানি প্রসঙ্গে কোনও আলোচনা করতে রাজি নয় ৷ তবে আমরাও এর শেষ দেখে ছাড়ব ৷ শেষ পর্যন্ত আমাদের দাবিগুলি নিয়ে সংসদে আলোচনা করতেই হবে ৷"

অন্যদিকে, অধিবেশন মুলতুবি প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে খানিক ক্ষোভ উগড়ে দেন ইন্ডিয়া শিবিরের অন্যতম সদস্য তৃণমূলের আইনজীবী-সাংসদ ৷ এদিন অধিবেশন চলাকালীন সংসদে হট্টোগোল প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কংগ্রেস ও বিজেপির কারণেই বারবার অধিবেশন মুলতুবি হয়ে যাচ্ছে ৷ একাধিক আঞ্চলিক রাজনৈতিক দল রয়েছে ৷ কিন্তু, এই দুই দলের মর্জি অনুযায়ী সংসদের অধিবেশন চলবে ! এই অভ্যেস একদম ঠিক নয় ৷"

তৃণমূল সাংসদ আরও বলেন, "কখনও কংগ্রেস তো কখনও বিজেপির কারণে অধিবেশনে হট্টোগোল হচ্ছে ৷ ফলে বাকিদলগুলি নিজেদের বক্তব্য পেশ করার কোনও সুযোগ পাচ্ছে না ৷ বিজেপি ক্ষমতাসীন দল হওয়ায় এবং কংগ্রেস প্রধান বিরোধী দল হওয়ায় সমস্ত সুযোগ পাচ্ছে ৷ সুতরাং, রাজ্যের বিষয়ে আমরা কোনও আলোচনা করতেই পারছি না ৷"

উল্লেখ্য, গত 25 নভেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয় ৷ আগামী 20 ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন ৷ অধিবেশন শুরুর দিনই সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদের জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন ৷

কৃত্রিম মেধার 'দাপট' নিয়ন্ত্রণে আইন চায় কেন্দ্র, লোকসভায় বললেন অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: বিরোধীরা চায় সুষ্ঠুভাবে সংসদের অধিবেশন চলুক ৷ পাশাপাশি, আগামী 13 ডিসেম্বর সংবিধান নিয়েও আলোচনা হোক ৷ বুধবার এমনই জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ অন্যদিকে, একই কথা বললেন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তবে কংগ্রেসের খানিক সমালোচনাও করতে শোনা গেল তাঁকে ৷ উল্লেখ্য, বুধবারও আদানি-সহ নানা কারণে একাধিকবার থমকে যায় লোকসভার অধিবেশন ৷

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, "স্পিকারের সঙ্গে আমার বৈঠক হয়েছে ৷ আমার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যগুলি বন্ধ করা হোক ৷ বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্পিকার ৷ আমরা চাই, অধিবেশনে বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হোক ৷ আমার বিষয়ে যে যাই বলুক না কেন, আমি চাই আগামী 13 ডিসেম্বর সংবিধান নিয়ে আলোচনা হোক ৷"

এদিন বেলা 11টায় লোকসভার অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আদানি প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা ৷ সংসদ চত্বরে মোদি-আদানি মুখোশ আঁকা ব্যাগ, পোস্টার নিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন তাঁরা ৷ এরপর দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতুবির ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা ৷ সেই নিয়ে কংগ্রেসের সাংসদ বলেন, "বিজেপি আদানি প্রসঙ্গে কোনও আলোচনা করতে রাজি নয় ৷ তবে আমরাও এর শেষ দেখে ছাড়ব ৷ শেষ পর্যন্ত আমাদের দাবিগুলি নিয়ে সংসদে আলোচনা করতেই হবে ৷"

অন্যদিকে, অধিবেশন মুলতুবি প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে খানিক ক্ষোভ উগড়ে দেন ইন্ডিয়া শিবিরের অন্যতম সদস্য তৃণমূলের আইনজীবী-সাংসদ ৷ এদিন অধিবেশন চলাকালীন সংসদে হট্টোগোল প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কংগ্রেস ও বিজেপির কারণেই বারবার অধিবেশন মুলতুবি হয়ে যাচ্ছে ৷ একাধিক আঞ্চলিক রাজনৈতিক দল রয়েছে ৷ কিন্তু, এই দুই দলের মর্জি অনুযায়ী সংসদের অধিবেশন চলবে ! এই অভ্যেস একদম ঠিক নয় ৷"

তৃণমূল সাংসদ আরও বলেন, "কখনও কংগ্রেস তো কখনও বিজেপির কারণে অধিবেশনে হট্টোগোল হচ্ছে ৷ ফলে বাকিদলগুলি নিজেদের বক্তব্য পেশ করার কোনও সুযোগ পাচ্ছে না ৷ বিজেপি ক্ষমতাসীন দল হওয়ায় এবং কংগ্রেস প্রধান বিরোধী দল হওয়ায় সমস্ত সুযোগ পাচ্ছে ৷ সুতরাং, রাজ্যের বিষয়ে আমরা কোনও আলোচনা করতেই পারছি না ৷"

উল্লেখ্য, গত 25 নভেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয় ৷ আগামী 20 ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন ৷ অধিবেশন শুরুর দিনই সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদের জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন ৷

কৃত্রিম মেধার 'দাপট' নিয়ন্ত্রণে আইন চায় কেন্দ্র, লোকসভায় বললেন অশ্বিনী বৈষ্ণব
Last Updated : Dec 11, 2024, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.