ETV Bharat / bharat

সনাতন ধর্মের বিরুদ্ধাচরণের ভয়ঙ্কর রূপ সন্দেশখালি, বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য - puri shankaracharya

Shankaracharya Comments on Sandeshkhali Case: সনাতন ধর্মের বিরুদ্ধাচরণের ফলস্বরূপ সন্দেশখালিতে এই ধরনের অশান্তি ৷ বিস্ফোরক মন্তব্য পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর ৷ ছত্তিশগড়ের রায়পুর সফরে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন তিনি ৷

Etv Bharat
পুরীর শঙ্করাচার্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 1:29 PM IST

সন্দেশখালি নিয়ে বিস্ফোরক মন্তব্য পুরীর শঙ্করাচার্যের

রায়পুর (ছত্তিশগড়), 29 ফেব্রুয়ারি: রায়পুর সফরে রয়েছেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ৷ বুধবার মুরা গ্রামে এক সাংবাদিক সম্মেলনে তিনি মুখ খোলেন সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে ৷ তিনি দাবি করেন, সনাতন ধর্মের প্রতি ক্রমাগত বিরুদ্ধাচরণের ভয়ানক ফল বাংলায় সন্দেশখালির এই ঘটনা ৷ পাশাপাশি বিজেপি সরকারের ধর্মান্তরকরণের বিরুদ্ধে বিল আনছে, সেই প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি ৷

তিনি বলেন, "অপরাধমূলক কোনও কিছুকেই সুরক্ষা দেওয়া উচিত। এটা সমর্থন করা যাবে না। মাতৃশক্তির শালীনতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সনাতনের বিশেষত্ব হল শিক্ষা, প্রতিরক্ষা, অর্থনীতি ও সেবার ভারসাম্য, মাতৃশক্তির শালীনতা রক্ষা করা, গর্ভপাত ছাড়াই, পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যাও ভারসাম্যপূর্ণ। কিন্তু স্বাধীন ভারতে সনাতন নীতির প্রতি অবিশ্বাস তৈরি হয়েছিল, এটা তারই বিস্ফোরক ফল।"

এরপরেই পুরীর শঙ্করাচার্যকে হিন্দু রাষ্ট্র গঠন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা অশান্তির বিরুদ্ধে ৷ তবে সকলের পূর্বজ সনাতনী বৈদিক ছিলেন, তার ঐতিহাসিক তথ্য রয়েছে ৷ যিশুখ্রিস্টের পূর্বপুরুষ নবী মহম্মদও একজন হিন্দু ছিলেন। শাশ্বত নীতি অনুসরণ করেই একজন ব্যক্তি উন্নত হতে পারে। যে দেশে বর্ণ ব্যবস্থা নেই, সেই দেশ অচল ৷ পরমাণু বোমা, রকেট এবং কম্পিউটার মোবাইলের গঠনও সনাতন সিদ্ধান্তের উপর ভিত্তি করে হয়েছে। গোবর্ধন মঠ থেকেই হিন্দু রাষ্ট্র গঠনের আওয়াজ উঠেছে।"

উল্লেখ্য, শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ছত্তিশগড়ের রায়পুরে পৌঁছেছেন। এখানে শঙ্করাচার্য স্বামী নিসচালানন্দ সরস্বতী মুক্তিযোদ্ধা পণ্ডিত লখন লাল মিশ্রের মুরা গ্রামে ধর্মীয় সভা করতে চলেছেন। এই বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

আরও পড়ুন:

1. 10 দিনের পুলিশি হেফাজত সন্দেশখালি 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের

2. বিজেপি ও সন্দেশখালির মহিলাদের আন্দোলনের জেরে গ্রেফতার শেখ শাহজাহান, মন্তব্য সুকান্তর

3. 'আমি বলেছিলাম প্রত্যেক সুড়ঙ্গের শেষে আলো আছে', শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে বললেন রাজ্যপাল

সন্দেশখালি নিয়ে বিস্ফোরক মন্তব্য পুরীর শঙ্করাচার্যের

রায়পুর (ছত্তিশগড়), 29 ফেব্রুয়ারি: রায়পুর সফরে রয়েছেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ৷ বুধবার মুরা গ্রামে এক সাংবাদিক সম্মেলনে তিনি মুখ খোলেন সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে ৷ তিনি দাবি করেন, সনাতন ধর্মের প্রতি ক্রমাগত বিরুদ্ধাচরণের ভয়ানক ফল বাংলায় সন্দেশখালির এই ঘটনা ৷ পাশাপাশি বিজেপি সরকারের ধর্মান্তরকরণের বিরুদ্ধে বিল আনছে, সেই প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি ৷

তিনি বলেন, "অপরাধমূলক কোনও কিছুকেই সুরক্ষা দেওয়া উচিত। এটা সমর্থন করা যাবে না। মাতৃশক্তির শালীনতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সনাতনের বিশেষত্ব হল শিক্ষা, প্রতিরক্ষা, অর্থনীতি ও সেবার ভারসাম্য, মাতৃশক্তির শালীনতা রক্ষা করা, গর্ভপাত ছাড়াই, পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যাও ভারসাম্যপূর্ণ। কিন্তু স্বাধীন ভারতে সনাতন নীতির প্রতি অবিশ্বাস তৈরি হয়েছিল, এটা তারই বিস্ফোরক ফল।"

এরপরেই পুরীর শঙ্করাচার্যকে হিন্দু রাষ্ট্র গঠন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা অশান্তির বিরুদ্ধে ৷ তবে সকলের পূর্বজ সনাতনী বৈদিক ছিলেন, তার ঐতিহাসিক তথ্য রয়েছে ৷ যিশুখ্রিস্টের পূর্বপুরুষ নবী মহম্মদও একজন হিন্দু ছিলেন। শাশ্বত নীতি অনুসরণ করেই একজন ব্যক্তি উন্নত হতে পারে। যে দেশে বর্ণ ব্যবস্থা নেই, সেই দেশ অচল ৷ পরমাণু বোমা, রকেট এবং কম্পিউটার মোবাইলের গঠনও সনাতন সিদ্ধান্তের উপর ভিত্তি করে হয়েছে। গোবর্ধন মঠ থেকেই হিন্দু রাষ্ট্র গঠনের আওয়াজ উঠেছে।"

উল্লেখ্য, শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ছত্তিশগড়ের রায়পুরে পৌঁছেছেন। এখানে শঙ্করাচার্য স্বামী নিসচালানন্দ সরস্বতী মুক্তিযোদ্ধা পণ্ডিত লখন লাল মিশ্রের মুরা গ্রামে ধর্মীয় সভা করতে চলেছেন। এই বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

আরও পড়ুন:

1. 10 দিনের পুলিশি হেফাজত সন্দেশখালি 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের

2. বিজেপি ও সন্দেশখালির মহিলাদের আন্দোলনের জেরে গ্রেফতার শেখ শাহজাহান, মন্তব্য সুকান্তর

3. 'আমি বলেছিলাম প্রত্যেক সুড়ঙ্গের শেষে আলো আছে', শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে বললেন রাজ্যপাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.