ETV Bharat / bharat

জমি দুর্নীতিতে অভিযুক্ত প্রবেশনারি আইএএস’র মায়ের খোঁজ পেল না পুলিশ - Pune Land Dispute Case

author img

By PTI

Published : Jul 15, 2024, 7:59 PM IST

Pune Land Dispute Case: জমি দুর্নীতি মামলায় পুনে পুলিশের নাগালের বাইরে প্রবেশনারি আইএএস পূজা খেড়করের মা ৷ অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেশ কয়েকজনকে ভয় দেখিয়েছেন পূজা খেড়করের মা, বাবা-সহ 5 জন ৷

ETV BHARAT
জমি দুর্নীতিতে অভিযুক্ত প্রবেশনারি আইএএস’র মা-বাবা ৷ (ইটিভি ভারত)

পুনে, 15 জুলাই: পুনেতে জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রবেশনারি আইএএস-এর মা ৷ আর এই ঘটনায় পূজা প্রবেশনারি আইএএস খেড়করের মা মনোরমা খেড়করের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ কিন্তু, পুনে পুলিশে অভিযুক্তের কোনও খোঁজ পাচ্ছে না বলে খবর ৷ পুলিশ মনোরমা খেড়কর এবং তাঁ স্বামী দিলীপ খেড়কর-সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর করেছে ৷

জানা গিয়েছে, একটি ভিডিয়োর ভিত্তিতে এই এফআইআর করা হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে মনোরমা খেড়কর, তাঁর স্বামী দিলীপ খেড়কর এবং আরও 5 জন কয়েকজন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখাচ্ছেন ৷ জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওই ব্যক্তিদের ভয় দেখাচ্ছিলেন প্রবেশনারি আইএএসের বাবা-মা ও তাঁদের সঙ্গীরা ৷ জানা গিয়েছে, ঘটনাটি পুনের মুলশি তেহসিলের ধাড়ওয়ালি গ্রামের ৷

প্রশাসনের তরফে জানান হয়েছে, পুনের গ্রামীণ পুলিশের এক আধিকারিক শহরের মধ্যে অবস্থিত বানের রোডে মনোরমা খেড়করের বাংলোতে অভিযান চালায় ৷ মূলত এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল পুলিশ ৷ কিন্তু, সেখানে গিয়ে অভিযুক্ত মনোরমা খেড়করের কোনও খোঁজ মেলেনি ৷

পুলিশের তরফে জানান হয়েছে, "আমরা রবিবার ও আজকেও মনোরমা খেড়করের বাড়িতে গিয়েছিলাম ৷ কিন্তু, আমাদের বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ৷ তাঁর মোবাইল ফোনও সুইচ অফ রয়েছে ৷ একবার তাঁর খোঁজ পেলে আমরা তদন্ত শুরু করব এবং আইনি পদক্ষেপ নেব ৷" ভারতীয় ন্যায় সংহিতার 323 নং ধারায় খেড়কর দম্পতি এবং বাকি পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, সোশাল মিডিয়ায় হুমকির ভিডিয়ো ভাইরাল হওয়ার পরের দিন এই মামলা দায়ের করে পুলিশ ৷

পুলিশ সূত্রের খবর, ভিডিয়োতে মনোরমা খেড়কর এবং তাঁর স্বামীর সঙ্গে তাঁদের নিরাপত্তারক্ষীরাও ছিলেন ৷ তাঁদের কয়েকজনের সঙ্গে তর্কাতর্কি করতে দেখা গিয়েছে ৷ মুলশি তেহসিলের ধাড়ওয়ালি গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাদানুবাদ চলছিল ৷ অভিযোগ, তখনই মনোরমা খেড়করের হাতে একটি আগ্নেয়াস্ত্র দেখা যায় ৷ সেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তিনি ওই গ্রামবাসীদের ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ ৷

পুনে, 15 জুলাই: পুনেতে জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রবেশনারি আইএএস-এর মা ৷ আর এই ঘটনায় পূজা প্রবেশনারি আইএএস খেড়করের মা মনোরমা খেড়করের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ কিন্তু, পুনে পুলিশে অভিযুক্তের কোনও খোঁজ পাচ্ছে না বলে খবর ৷ পুলিশ মনোরমা খেড়কর এবং তাঁ স্বামী দিলীপ খেড়কর-সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর করেছে ৷

জানা গিয়েছে, একটি ভিডিয়োর ভিত্তিতে এই এফআইআর করা হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে মনোরমা খেড়কর, তাঁর স্বামী দিলীপ খেড়কর এবং আরও 5 জন কয়েকজন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখাচ্ছেন ৷ জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওই ব্যক্তিদের ভয় দেখাচ্ছিলেন প্রবেশনারি আইএএসের বাবা-মা ও তাঁদের সঙ্গীরা ৷ জানা গিয়েছে, ঘটনাটি পুনের মুলশি তেহসিলের ধাড়ওয়ালি গ্রামের ৷

প্রশাসনের তরফে জানান হয়েছে, পুনের গ্রামীণ পুলিশের এক আধিকারিক শহরের মধ্যে অবস্থিত বানের রোডে মনোরমা খেড়করের বাংলোতে অভিযান চালায় ৷ মূলত এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল পুলিশ ৷ কিন্তু, সেখানে গিয়ে অভিযুক্ত মনোরমা খেড়করের কোনও খোঁজ মেলেনি ৷

পুলিশের তরফে জানান হয়েছে, "আমরা রবিবার ও আজকেও মনোরমা খেড়করের বাড়িতে গিয়েছিলাম ৷ কিন্তু, আমাদের বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ৷ তাঁর মোবাইল ফোনও সুইচ অফ রয়েছে ৷ একবার তাঁর খোঁজ পেলে আমরা তদন্ত শুরু করব এবং আইনি পদক্ষেপ নেব ৷" ভারতীয় ন্যায় সংহিতার 323 নং ধারায় খেড়কর দম্পতি এবং বাকি পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, সোশাল মিডিয়ায় হুমকির ভিডিয়ো ভাইরাল হওয়ার পরের দিন এই মামলা দায়ের করে পুলিশ ৷

পুলিশ সূত্রের খবর, ভিডিয়োতে মনোরমা খেড়কর এবং তাঁর স্বামীর সঙ্গে তাঁদের নিরাপত্তারক্ষীরাও ছিলেন ৷ তাঁদের কয়েকজনের সঙ্গে তর্কাতর্কি করতে দেখা গিয়েছে ৷ মুলশি তেহসিলের ধাড়ওয়ালি গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাদানুবাদ চলছিল ৷ অভিযোগ, তখনই মনোরমা খেড়করের হাতে একটি আগ্নেয়াস্ত্র দেখা যায় ৷ সেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তিনি ওই গ্রামবাসীদের ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.