ETV Bharat / bharat

হিজবুল্লা প্রধানের মৃত্যুতে ভোট-প্রচার বাতিল মেহবুবা মুফতির, মিছিল জম্মু-কাশ্মীরে - Jammu and Kashmir on Hezbollah

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Jammu and Kashmir Protest on Hezbollah Chief Assassination: লেবাননের সঙ্গে যুদ্ধে হিজবুল্লা প্রধান হাসান নাসারাল্লাহকে হত্যা করেছে ইজরায়েল ৷ এই ঘটনার রেশ পৌঁছল জম্মু-কাশ্মীরে ৷ উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী রবিবার নির্বাচনী প্রচার করবেন না বলে জানালেন ৷ কাশ্মীরবাসী প্যালেস্তাইন ও হিজবুল্লার প্রতি সহানুভূতি দেখিয়ে পথে নামল ৷

Jammu and Kashmir Protest on Hezbollah Chief Assassination
হিজবুল্লা প্রধানের মৃত্যুতে মিছিল জম্মু-কাশ্মীরে (ছবি সৌজন্য: এএনআই ভিডিয়ো)

শ্রীনগর, 29 সেপ্টেম্বর: হিজবুল্লা প্রধান নাসারাল্লাহর মৃত্যুতে শোকাহত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ শুক্রবার রাতে লেবাননের বেইরুটে ইজরায়েলি বিমান হামলায় মৃত্যু হয়েছে নাসারাল্লাহর ৷ এই ঘটনায় রবিবার নির্বাচনী প্রচার বাতিল করলেন পিপল'স ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মুফতি ৷ 1 অক্টোবর উপত্যকায় তৃতীয় তথা শেষ দফার বিধানসভা ভোট ৷

প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি জানিয়েছেন, এই গভীর শোকের সময়ে তিনি প্যালেস্তাইন ও লেবাননের মানুষের পাশে রয়েছেন ৷ শনিবার সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "গাজা এবং লেবাননের শহিদদের প্রতি আমার সহানুভূতি রইল, বিশেষত হাসান নাসারাল্লাহের প্রতি ৷ আগামিকাল আমি আমার প্রচার বাতিল করছি ৷ আমরা প্যালেস্তাইন ও লেবাননের মানুষের পাশে রয়েছি ৷"

ইজরায়েলি বিমান হানায় হিজবুল্লা প্রধানের মৃত্যুর নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ৷ শুক্রবার জম্মু-কাশ্মীরের বদগামে বহু মানুষ এই ঘটনার প্রতিবাদে মিছিল করে ৷ পুরুষ নারী নির্বিশেষে সবাই মিছিলে অংশগ্রহণ করে ৷ তাদের হাতে হিজবুল্লা প্রধান হাসান নাসারাল্লাহের ছবি ধরা ছিল ৷ প্রতিবাদীরা 'প্যালেস্তাই ও হিজবুল্লার সঙ্গে আছি' বলে স্লোগান দিচ্ছিলেন ৷ একই রকম বিক্ষোভ মিছিল হয়েছে শ্রীনগরের পুরনো শহরে ৷

শুক্রবার ইজরায়েলের বেইরুটে বিমান হামলা চালায় ইজরায়েল ৷ এরপর দেশের প্রতিরক্ষা বাহিনী জানায়, হিজবুল্লা প্রধানের মৃত্যু হয়েছে ৷ শনিবার হিজবুল্লার তরফেও বিষয়টি নিশ্চিত করা হয় ৷ ইজরায়েল ডিফেন্স ফোর্সেস সোশাল মিডিয়ায় জানায়, "হাসান নাসারাল্লা আর কখনও বিশ্বকে সন্ত্রস্ত করতে পারবেন না ৷" নাসারাল্লার পাশাপাশি হিজবুল্লার কমান্ডার আলি কারাকিকেও হত্যা করা হয়েছে বলে জানায় ইজরায়েল ৷

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার জানিয়েছেন, হিজবুল্লা প্রধান হাসান নাসারাল্লাহর হত্যা প্রয়োজন ছিল ৷ গাজার সঙ্গে এই যুদ্ধে ইজরায়েলের উদ্দেশ্য পূরণ করতে হিজবুল্লা প্রধানের মৃত্যু দরকার হয়ে পড়েছিল ৷ হিজবুল্লার অন্য সব শীর্ষ কমান্ডারের হত্যাই যথেষ্ট ছিল না ৷ নাসারাল্লাহর বিরুদ্ধে তাঁর ক্ষোভ, হিজবুল্লা প্রধান ইজরায়েলকে ধ্বংস করতে চেয়েছিলেন ৷

শ্রীনগর, 29 সেপ্টেম্বর: হিজবুল্লা প্রধান নাসারাল্লাহর মৃত্যুতে শোকাহত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ শুক্রবার রাতে লেবাননের বেইরুটে ইজরায়েলি বিমান হামলায় মৃত্যু হয়েছে নাসারাল্লাহর ৷ এই ঘটনায় রবিবার নির্বাচনী প্রচার বাতিল করলেন পিপল'স ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মুফতি ৷ 1 অক্টোবর উপত্যকায় তৃতীয় তথা শেষ দফার বিধানসভা ভোট ৷

প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি জানিয়েছেন, এই গভীর শোকের সময়ে তিনি প্যালেস্তাইন ও লেবাননের মানুষের পাশে রয়েছেন ৷ শনিবার সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "গাজা এবং লেবাননের শহিদদের প্রতি আমার সহানুভূতি রইল, বিশেষত হাসান নাসারাল্লাহের প্রতি ৷ আগামিকাল আমি আমার প্রচার বাতিল করছি ৷ আমরা প্যালেস্তাইন ও লেবাননের মানুষের পাশে রয়েছি ৷"

ইজরায়েলি বিমান হানায় হিজবুল্লা প্রধানের মৃত্যুর নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ৷ শুক্রবার জম্মু-কাশ্মীরের বদগামে বহু মানুষ এই ঘটনার প্রতিবাদে মিছিল করে ৷ পুরুষ নারী নির্বিশেষে সবাই মিছিলে অংশগ্রহণ করে ৷ তাদের হাতে হিজবুল্লা প্রধান হাসান নাসারাল্লাহের ছবি ধরা ছিল ৷ প্রতিবাদীরা 'প্যালেস্তাই ও হিজবুল্লার সঙ্গে আছি' বলে স্লোগান দিচ্ছিলেন ৷ একই রকম বিক্ষোভ মিছিল হয়েছে শ্রীনগরের পুরনো শহরে ৷

শুক্রবার ইজরায়েলের বেইরুটে বিমান হামলা চালায় ইজরায়েল ৷ এরপর দেশের প্রতিরক্ষা বাহিনী জানায়, হিজবুল্লা প্রধানের মৃত্যু হয়েছে ৷ শনিবার হিজবুল্লার তরফেও বিষয়টি নিশ্চিত করা হয় ৷ ইজরায়েল ডিফেন্স ফোর্সেস সোশাল মিডিয়ায় জানায়, "হাসান নাসারাল্লা আর কখনও বিশ্বকে সন্ত্রস্ত করতে পারবেন না ৷" নাসারাল্লার পাশাপাশি হিজবুল্লার কমান্ডার আলি কারাকিকেও হত্যা করা হয়েছে বলে জানায় ইজরায়েল ৷

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার জানিয়েছেন, হিজবুল্লা প্রধান হাসান নাসারাল্লাহর হত্যা প্রয়োজন ছিল ৷ গাজার সঙ্গে এই যুদ্ধে ইজরায়েলের উদ্দেশ্য পূরণ করতে হিজবুল্লা প্রধানের মৃত্যু দরকার হয়ে পড়েছিল ৷ হিজবুল্লার অন্য সব শীর্ষ কমান্ডারের হত্যাই যথেষ্ট ছিল না ৷ নাসারাল্লাহর বিরুদ্ধে তাঁর ক্ষোভ, হিজবুল্লা প্রধান ইজরায়েলকে ধ্বংস করতে চেয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.