নয়াদিল্লি, 23 নভেম্বর: মহারাষ্ট্রে বড় ধাক্কা খেয়েছে 'ইন্ডিয়া' শিবির ৷ ঝাড়খণ্ডে বিরোধী জোট জিতলেও কংগ্রেস পেয়েছে মাত্র 16টি আসন ৷ এসবের মধ্যে কংগ্রেসে যেন প্রাণ ফেরালেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ ওয়েনাড় উপনির্বাচনে রাজীব-তনয়া পেয়েছেন 6 লক্ষ 22 হাজার 338টি ভোট । প্রদত্ত ভোটের 64.99 শতাংশ ৷ দাদা রাহুল গান্ধির ঝুলিতেও এত ভোট পড়েনি ওয়েনাড়ে ৷
প্রতিপক্ষ সিপিআই প্রার্থী সত্যেন মোকেরিকে 4 লক্ষ 10 হাজার 931 ভোটে পরাজিত করেছেন প্রিয়াঙ্কা ৷ তিনি পেয়েছেন 2 লক্ষ 11 হাজার 407 টি ভোট, মাত্র 22.08 শতাংশ ৷ আর বিজেপির নভ্য়া হরিদাস 11.48 শতাংশ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে ৷ তাঁর সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কার ভোটের ব্যবধান 5 লক্ষ 12 হাজার 399 ৷ ভোটে জিতে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া, "আমি দাদা রাহুলের কাছে কৃতজ্ঞ ৷ তাঁরা আমাকে এই সম্মান দিয়েছেন ৷ ওয়েনাড়বাসীর প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন ৷
এবার সংসদে মা সোনিয়া গান্ধি এবং দাদা রাহুল গান্ধির সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কাকেও ৷ অর্থাৎ গান্ধি পরিবারের তিনজন এবার সংসদ-সদস্য হলেন ৷ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবার লোকসভা ভোটে লড়েননি ৷ তাঁকে রাজস্থান থেকে রাজ্যসভায় পাঠিয়েছে কংগ্রেস ৷ 2004 সাল থেকে 2019 সাল পর্যন্ত টানা চার বার তিনি রায়বরেলি থেকে সাংসদের নিম্নকক্ষে নির্বাচিত হয়েছিলেন ৷
এবার তাঁর ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হন রাহুল ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি মায়ের আসন ছাড়াও কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি ওয়েনাড় থেকে নির্বাচনে লড়েন ৷ কেরলের ওয়েনাড় থেকে রাহুল পেয়েছিলেন 6 লক্ষ 47 হাজার 445টি ভোট ৷ রায়বরেলি থেকে 6 লক্ষ 87 হাজার 649টি ভোট ৷ দু'টি কেন্দ্রেই 3 লক্ষেরও বেশি ভোটে বিপুল জয় পেয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷
এরপর তিনি ওয়েনাড় আসনটি ছেড়ে দেন ৷ 17 জুন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করেন ওয়েনাড় থেকে লোকসভা উপ-নির্বাচনে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা ৷ 13 নভেম্বর ওয়েনাড়ে উপ-নির্বাচন হয় ৷ এটাই কংগ্রেসের সাধারণ সম্পাদকের প্রথম নির্বাচন ৷ এর আগে তিনি মা সোনিয়া এবং দাদা রাহুলের হয়েই প্রচার করে গিয়েছেন ৷ 1999 সালে মা সোনিয়ার হয়ে কর্ণাটকের বেলারি আসনে প্রথম প্রচার করছিলেন প্রিয়াঙ্কা ৷ সে সময় তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, প্রচারসঙ্গী হলেও নির্বাচনী রাজনীতিতে তাঁর আসতে ঢের দেরি ৷ 25 বছর পর তা বাস্তবায়িত হল ৷
এই উপ-নির্বাচনে ওয়েনাড় লোকসভায় ভোট পড়েছে প্রায় 65 শতাংশ, যা গতবারের তুলনায় কিছুটা কম ৷ চলতি বছরের এপ্রিলে হওয়া লোকসভা নির্বাচনে 74 শতাংশের কাছাকাছি ভোট পড়েছিল ৷ তাই ভোটের পরে জল্পনা ছিলই যে গান্ধি পরিবারের দাদার পর বোনের উপর কি ভরসা রাখবে ওয়েনাড়বাসী ? সেই জবাব মিলল আজ ৷
এই জয়ের পর দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে পৌঁছন প্রিয়াঙ্কা ৷ সেখানে সাংবাদিকদের বলেন, "আমি দাদা রাহুলের কাছে কৃতজ্ঞ ৷" ওয়েনারবাসীকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "তাঁরা আমাকে এই সম্মান দিয়েছেন ৷ ওয়েনাড়বাসীর প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন ৷ আমি সেখানে প্রচার করার সময় মানুষ আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন ৷ এই জয়ই প্রমাণ যে, আমার দাদা ওয়েনাড়ে কঠিন পরিশ্রম করেছেন ৷ তাঁরাও দাদাকে কতটা ভালোবাসে এবং তাঁরা আমায় কতটা বিশ্বাস করেন সেটাও বুঝিয়েছেন ৷" তিনি আরও বলেন, "এটা আমার জন্য একটা বিরাট সম্মান ৷ আমিও একে সম্পূর্ণরূপে সম্মান জানাব ৷ আমি আনন্দিত যে, মানুষ আমাকে এতটা ভালোবেসেছেন ৷"
My dearest sisters and brothers of Wayanad,
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 23, 2024
I am overwhelmed with gratitude for the trust you have placed in me. I will make sure that over time, you truly feel this victory has been your victory and the person you chose to represent you understands your hopes and dreams and…
জয় সুনিশ্চিত হওয়ার পরেই ওয়েনাড়বাসীর জন্য একটি আবেগঘন পোস্ট করেন নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ তিনি লেখেন, "ওয়েনাড়ে আমার প্রিয় ভাই-বোনেরা, আপনারা আমাকে যেভাবে বিশ্বাস করেছেন, তাতে কৃতজ্ঞতায় আমার মাথা নিচু হয়ে এসেছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন যে, এই জয় আসলে আপনাদের জয় ৷ আপনারা যাঁকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন, তিনি আপনাদেরই একজন । তিনি আপনাদের আশা, স্বপ্ন, লড়াই বুঝতে পারেন ৷ সংসদে কখন আপনাদের স্বর পৌঁছে দেব, তার জন্য আমি মুখিয়ে আছি ৷" তিনি কংগ্রেসের নেতৃত্বে গঠিত ইউডিএফ জোটের নেতা-কর্মী-সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন ৷
এরই সঙ্গে এসেছে পরিবারের কথাও ৷ মা সোনিয়া, স্বামী রবার্ট এবং প্রিয়াঙ্কার দুই সন্তান রাইহান এবং মিরায়াকে নিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, "তাঁরা আমায় যে ভালোবাসা দিয়েছেন এবং সাহস জুগিয়েছেন, তার জন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয় ৷ আর আমার দাদা রাহুল সবচেয়ে বেশি সাহসী ৷ আমায় পথ দেখানোর জন্য ধন্যবাদ, সব সময় আমার পাশে থাকার জন্যও ৷"