ETV Bharat / bharat

সংসদে গান্ধি পরিবারের তৃতীয় সদস্যের পা, ওয়েনাড় জিতে রাহুল-সোনিয়ার পাশে প্রিয়াঙ্কাও

মা সোনিয়া গান্ধি, দাদা রাহুল গান্ধির পাশাপাশি এবার সংসদে দেখা যাবে প্রিয়াঙ্কা গান্ধিকেও ৷ প্রথম নির্বাচনী লড়াইয়ে 4 লক্ষেরও বেশি ভোটে জয়ী রাজীব-তনয়া ৷

Priyanka Gandhi Vadra bags landslide victory
ওয়েনাড়ে লোকসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (ছবি সৌজন্য: এএনআই ভিডিয়ো)
author img

By PTI

Published : 2 hours ago

নয়াদিল্লি, 23 নভেম্বর: মহারাষ্ট্রে বড় ধাক্কা খেয়েছে 'ইন্ডিয়া' শিবির ৷ ঝাড়খণ্ডে বিরোধী জোট জিতলেও কংগ্রেস পেয়েছে মাত্র 16টি আসন ৷ এসবের মধ্যে কংগ্রেসে যেন প্রাণ ফেরালেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ ওয়েনাড় উপনির্বাচনে রাজীব-তনয়া পেয়েছেন 6 লক্ষ 22 হাজার 338টি ভোট । প্রদত্ত ভোটের 64.99 শতাংশ ৷ দাদা রাহুল গান্ধির ঝুলিতেও এত ভোট পড়েনি ওয়েনাড়ে ৷

প্রতিপক্ষ সিপিআই প্রার্থী সত্যেন মোকেরিকে 4 লক্ষ 10 হাজার 931 ভোটে পরাজিত করেছেন প্রিয়াঙ্কা ৷ তিনি পেয়েছেন 2 লক্ষ 11 হাজার 407 টি ভোট, মাত্র 22.08 শতাংশ ৷ আর বিজেপির নভ্য়া হরিদাস 11.48 শতাংশ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে ৷ তাঁর সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কার ভোটের ব্যবধান 5 লক্ষ 12 হাজার 399 ৷ ভোটে জিতে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া, "আমি দাদা রাহুলের কাছে কৃতজ্ঞ ৷ তাঁরা আমাকে এই সম্মান দিয়েছেন ৷ ওয়েনাড়বাসীর প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন ৷

Congress President Mallikarjun Kharge greets Priyanka Gandhi Vadra
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জয়ী প্রিয়াঙ্কার মিষ্টি মুখ করাচ্ছেন (ছবি সৌজন্য: প্রিয়াঙ্কা গান্ধির এক্স হ্যান্ডেল)

এবার সংসদে মা সোনিয়া গান্ধি এবং দাদা রাহুল গান্ধির সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কাকেও ৷ অর্থাৎ গান্ধি পরিবারের তিনজন এবার সংসদ-সদস্য হলেন ৷ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবার লোকসভা ভোটে লড়েননি ৷ তাঁকে রাজস্থান থেকে রাজ্যসভায় পাঠিয়েছে কংগ্রেস ৷ 2004 সাল থেকে 2019 সাল পর্যন্ত টানা চার বার তিনি রায়বরেলি থেকে সাংসদের নিম্নকক্ষে নির্বাচিত হয়েছিলেন ৷

এবার তাঁর ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হন রাহুল ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি মায়ের আসন ছাড়াও কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি ওয়েনাড় থেকে নির্বাচনে লড়েন ৷ কেরলের ওয়েনাড় থেকে রাহুল পেয়েছিলেন 6 লক্ষ 47 হাজার 445টি ভোট ৷ রায়বরেলি থেকে 6 লক্ষ 87 হাজার 649টি ভোট ৷ দু'টি কেন্দ্রেই 3 লক্ষেরও বেশি ভোটে বিপুল জয় পেয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷

এরপর তিনি ওয়েনাড় আসনটি ছেড়ে দেন ৷ 17 জুন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করেন ওয়েনাড় থেকে লোকসভা উপ-নির্বাচনে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা ৷ 13 নভেম্বর ওয়েনাড়ে উপ-নির্বাচন হয় ৷ এটাই কংগ্রেসের সাধারণ সম্পাদকের প্রথম নির্বাচন ৷ এর আগে তিনি মা সোনিয়া এবং দাদা রাহুলের হয়েই প্রচার করে গিয়েছেন ৷ 1999 সালে মা সোনিয়ার হয়ে কর্ণাটকের বেলারি আসনে প্রথম প্রচার করছিলেন প্রিয়াঙ্কা ৷ সে সময় তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, প্রচারসঙ্গী হলেও নির্বাচনী রাজনীতিতে তাঁর আসতে ঢের দেরি ৷ 25 বছর পর তা বাস্তবায়িত হল ৷

এই উপ-নির্বাচনে ওয়েনাড় লোকসভায় ভোট পড়েছে প্রায় 65 শতাংশ, যা গতবারের তুলনায় কিছুটা কম ৷ চলতি বছরের এপ্রিলে হওয়া লোকসভা নির্বাচনে 74 শতাংশের কাছাকাছি ভোট পড়েছিল ৷ তাই ভোটের পরে জল্পনা ছিলই যে গান্ধি পরিবারের দাদার পর বোনের উপর কি ভরসা রাখবে ওয়েনাড়বাসী ? সেই জবাব মিলল আজ ৷

এই জয়ের পর দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে পৌঁছন প্রিয়াঙ্কা ৷ সেখানে সাংবাদিকদের বলেন, "আমি দাদা রাহুলের কাছে কৃতজ্ঞ ৷" ওয়েনারবাসীকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "তাঁরা আমাকে এই সম্মান দিয়েছেন ৷ ওয়েনাড়বাসীর প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন ৷ আমি সেখানে প্রচার করার সময় মানুষ আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন ৷ এই জয়ই প্রমাণ যে, আমার দাদা ওয়েনাড়ে কঠিন পরিশ্রম করেছেন ৷ তাঁরাও দাদাকে কতটা ভালোবাসে এবং তাঁরা আমায় কতটা বিশ্বাস করেন সেটাও বুঝিয়েছেন ৷" তিনি আরও বলেন, "এটা আমার জন্য একটা বিরাট সম্মান ৷ আমিও একে সম্পূর্ণরূপে সম্মান জানাব ৷ আমি আনন্দিত যে, মানুষ আমাকে এতটা ভালোবেসেছেন ৷"

জয় সুনিশ্চিত হওয়ার পরেই ওয়েনাড়বাসীর জন্য একটি আবেগঘন পোস্ট করেন নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ তিনি লেখেন, "ওয়েনাড়ে আমার প্রিয় ভাই-বোনেরা, আপনারা আমাকে যেভাবে বিশ্বাস করেছেন, তাতে কৃতজ্ঞতায় আমার মাথা নিচু হয়ে এসেছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন যে, এই জয় আসলে আপনাদের জয় ৷ আপনারা যাঁকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন, তিনি আপনাদেরই একজন । তিনি আপনাদের আশা, স্বপ্ন, লড়াই বুঝতে পারেন ৷ সংসদে কখন আপনাদের স্বর পৌঁছে দেব, তার জন্য আমি মুখিয়ে আছি ৷" তিনি কংগ্রেসের নেতৃত্বে গঠিত ইউডিএফ জোটের নেতা-কর্মী-সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন ৷

এরই সঙ্গে এসেছে পরিবারের কথাও ৷ মা সোনিয়া, স্বামী রবার্ট এবং প্রিয়াঙ্কার দুই সন্তান রাইহান এবং মিরায়াকে নিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, "তাঁরা আমায় যে ভালোবাসা দিয়েছেন এবং সাহস জুগিয়েছেন, তার জন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয় ৷ আর আমার দাদা রাহুল সবচেয়ে বেশি সাহসী ৷ আমায় পথ দেখানোর জন্য ধন্যবাদ, সব সময় আমার পাশে থাকার জন্যও ৷"

নয়াদিল্লি, 23 নভেম্বর: মহারাষ্ট্রে বড় ধাক্কা খেয়েছে 'ইন্ডিয়া' শিবির ৷ ঝাড়খণ্ডে বিরোধী জোট জিতলেও কংগ্রেস পেয়েছে মাত্র 16টি আসন ৷ এসবের মধ্যে কংগ্রেসে যেন প্রাণ ফেরালেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ ওয়েনাড় উপনির্বাচনে রাজীব-তনয়া পেয়েছেন 6 লক্ষ 22 হাজার 338টি ভোট । প্রদত্ত ভোটের 64.99 শতাংশ ৷ দাদা রাহুল গান্ধির ঝুলিতেও এত ভোট পড়েনি ওয়েনাড়ে ৷

প্রতিপক্ষ সিপিআই প্রার্থী সত্যেন মোকেরিকে 4 লক্ষ 10 হাজার 931 ভোটে পরাজিত করেছেন প্রিয়াঙ্কা ৷ তিনি পেয়েছেন 2 লক্ষ 11 হাজার 407 টি ভোট, মাত্র 22.08 শতাংশ ৷ আর বিজেপির নভ্য়া হরিদাস 11.48 শতাংশ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে ৷ তাঁর সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কার ভোটের ব্যবধান 5 লক্ষ 12 হাজার 399 ৷ ভোটে জিতে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া, "আমি দাদা রাহুলের কাছে কৃতজ্ঞ ৷ তাঁরা আমাকে এই সম্মান দিয়েছেন ৷ ওয়েনাড়বাসীর প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন ৷

Congress President Mallikarjun Kharge greets Priyanka Gandhi Vadra
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জয়ী প্রিয়াঙ্কার মিষ্টি মুখ করাচ্ছেন (ছবি সৌজন্য: প্রিয়াঙ্কা গান্ধির এক্স হ্যান্ডেল)

এবার সংসদে মা সোনিয়া গান্ধি এবং দাদা রাহুল গান্ধির সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কাকেও ৷ অর্থাৎ গান্ধি পরিবারের তিনজন এবার সংসদ-সদস্য হলেন ৷ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবার লোকসভা ভোটে লড়েননি ৷ তাঁকে রাজস্থান থেকে রাজ্যসভায় পাঠিয়েছে কংগ্রেস ৷ 2004 সাল থেকে 2019 সাল পর্যন্ত টানা চার বার তিনি রায়বরেলি থেকে সাংসদের নিম্নকক্ষে নির্বাচিত হয়েছিলেন ৷

এবার তাঁর ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হন রাহুল ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি মায়ের আসন ছাড়াও কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি ওয়েনাড় থেকে নির্বাচনে লড়েন ৷ কেরলের ওয়েনাড় থেকে রাহুল পেয়েছিলেন 6 লক্ষ 47 হাজার 445টি ভোট ৷ রায়বরেলি থেকে 6 লক্ষ 87 হাজার 649টি ভোট ৷ দু'টি কেন্দ্রেই 3 লক্ষেরও বেশি ভোটে বিপুল জয় পেয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷

এরপর তিনি ওয়েনাড় আসনটি ছেড়ে দেন ৷ 17 জুন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করেন ওয়েনাড় থেকে লোকসভা উপ-নির্বাচনে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা ৷ 13 নভেম্বর ওয়েনাড়ে উপ-নির্বাচন হয় ৷ এটাই কংগ্রেসের সাধারণ সম্পাদকের প্রথম নির্বাচন ৷ এর আগে তিনি মা সোনিয়া এবং দাদা রাহুলের হয়েই প্রচার করে গিয়েছেন ৷ 1999 সালে মা সোনিয়ার হয়ে কর্ণাটকের বেলারি আসনে প্রথম প্রচার করছিলেন প্রিয়াঙ্কা ৷ সে সময় তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, প্রচারসঙ্গী হলেও নির্বাচনী রাজনীতিতে তাঁর আসতে ঢের দেরি ৷ 25 বছর পর তা বাস্তবায়িত হল ৷

এই উপ-নির্বাচনে ওয়েনাড় লোকসভায় ভোট পড়েছে প্রায় 65 শতাংশ, যা গতবারের তুলনায় কিছুটা কম ৷ চলতি বছরের এপ্রিলে হওয়া লোকসভা নির্বাচনে 74 শতাংশের কাছাকাছি ভোট পড়েছিল ৷ তাই ভোটের পরে জল্পনা ছিলই যে গান্ধি পরিবারের দাদার পর বোনের উপর কি ভরসা রাখবে ওয়েনাড়বাসী ? সেই জবাব মিলল আজ ৷

এই জয়ের পর দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে পৌঁছন প্রিয়াঙ্কা ৷ সেখানে সাংবাদিকদের বলেন, "আমি দাদা রাহুলের কাছে কৃতজ্ঞ ৷" ওয়েনারবাসীকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "তাঁরা আমাকে এই সম্মান দিয়েছেন ৷ ওয়েনাড়বাসীর প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন ৷ আমি সেখানে প্রচার করার সময় মানুষ আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন ৷ এই জয়ই প্রমাণ যে, আমার দাদা ওয়েনাড়ে কঠিন পরিশ্রম করেছেন ৷ তাঁরাও দাদাকে কতটা ভালোবাসে এবং তাঁরা আমায় কতটা বিশ্বাস করেন সেটাও বুঝিয়েছেন ৷" তিনি আরও বলেন, "এটা আমার জন্য একটা বিরাট সম্মান ৷ আমিও একে সম্পূর্ণরূপে সম্মান জানাব ৷ আমি আনন্দিত যে, মানুষ আমাকে এতটা ভালোবেসেছেন ৷"

জয় সুনিশ্চিত হওয়ার পরেই ওয়েনাড়বাসীর জন্য একটি আবেগঘন পোস্ট করেন নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ তিনি লেখেন, "ওয়েনাড়ে আমার প্রিয় ভাই-বোনেরা, আপনারা আমাকে যেভাবে বিশ্বাস করেছেন, তাতে কৃতজ্ঞতায় আমার মাথা নিচু হয়ে এসেছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন যে, এই জয় আসলে আপনাদের জয় ৷ আপনারা যাঁকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন, তিনি আপনাদেরই একজন । তিনি আপনাদের আশা, স্বপ্ন, লড়াই বুঝতে পারেন ৷ সংসদে কখন আপনাদের স্বর পৌঁছে দেব, তার জন্য আমি মুখিয়ে আছি ৷" তিনি কংগ্রেসের নেতৃত্বে গঠিত ইউডিএফ জোটের নেতা-কর্মী-সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন ৷

এরই সঙ্গে এসেছে পরিবারের কথাও ৷ মা সোনিয়া, স্বামী রবার্ট এবং প্রিয়াঙ্কার দুই সন্তান রাইহান এবং মিরায়াকে নিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, "তাঁরা আমায় যে ভালোবাসা দিয়েছেন এবং সাহস জুগিয়েছেন, তার জন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয় ৷ আর আমার দাদা রাহুল সবচেয়ে বেশি সাহসী ৷ আমায় পথ দেখানোর জন্য ধন্যবাদ, সব সময় আমার পাশে থাকার জন্যও ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.