নয়াদিল্লি, 4 মে: দেশের সবচেয়ে বড় সংশোধানাগারে হত্যা! দিল্লির তিহাড় জেলে ধুন্ধুমার কাণ্ড ৷ জেলের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান এক কয়েদি ৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে 3 নম্বর জেলে এই দুর্ঘটনা ঘটে ৷ এদিকে তিহাড়ে বন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আবগারি দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে তিনি ইডির হেফাজতে এখানে রয়েছেন ৷ তিনি এর ঠিক পাশে 4 নম্বর জেলে রয়েছেন ৷
পুলিশ জানিয়েছে, দুপুরে কয়েদিদেক মধ্য়ে খাবার দেওয়া হচ্ছিল ৷ সেই সময় এক কয়েদির উপর আরেকজন চড়াও হয় ৷ পুলিশের (পশ্চিম) ডেপুটি কমিশনার বীচিত্রা বীর জানিয়েছেন, দুই কয়েদি- দীপক সোনি (29) এবং বশির আখোন্দজাদার (44) মধ্যে খাবার নিয়ে বচসা বাধে ৷ বশির আফগানিস্তানের নাগরিক ৷ বচসা থেকে হঠাৎ বশির দীপকের উপর চড়াও হয় ৷ ধারালো অস্ত্র দিয়ে দীপকের বুকে আঘাত করতে থাকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপকের ৷
তিহাড় জেলের এক আধিকারিক বলেন, "জেল কর্মীরা এবং কুইক রেসপন্স টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ৷ হামলাকারীকে ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ দ্রুত আহত দীপকের চিকিৎসা শুরু হয় ৷ তাকে ডিডিইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷" পুলিশ জানিয়েছে, দীপক দিল্লির শাকারপুরের বাসিন্দা ৷ পশ্চিম বিহারে খুন ও ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার হাজতবাস হয় ৷ তার বিচার চলছিল ৷ অন্যদিকে আব্দুল লাজপত নগরে একটি খুনের ঘটনায় অভিযুক্ত ৷
আব্দুলের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ তাকে আদালতে পেশ করে ফের তিহাড় জেলে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ৷ তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও উসকানি ছাড়া আব্দুল দীপকের উপর হামলা চালায় ৷ তদন্ত শুরু হয়েছে ৷
আরও পড়ুন: