ETV Bharat / bharat

চারদিনের সফরে ওড়িশায় দ্রৌপদী মুর্মু, আজ রথের রশিতে টান দেবেন রাষ্ট্রপতি - Puri Rath Yatra 2024 - PURI RATH YATRA 2024

Droupadi Murmu in Puri on Rath Yatra: 4 দিনের সফরে শনিবারই ওড়িশার ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ আজ, রথযাত্রার দিনে তিনি আজ পুরীতে থাকতে চলেছেন ৷ জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রশিতে টান দেবেন তিনি ৷ একসময় দ্রৌপদী ওড়িশার বিধায়কও ছিলেন ৷ এই চারদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর খণ্ডগিরি-উদয়গিরি গুহা পরিদর্শন-সহ একাধিক কর্মসূচি রয়েছে ৷

Droupadi Murmu in Puri on Rath Yatra
ওড়িশায় দৌপদী মুর্মু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 8:56 AM IST

Updated : Jul 7, 2024, 11:35 AM IST

পুরী, 7 জুলাই: পুরীর সঙ্গে এক নিবিড় যোগাযোগ রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। একসময়ের ওড়িশার রায়রংপুরের বিধায়ক ছিলেন দ্রৌপদী। এখন তিনি রাষ্ট্রপতি ৷ শনিবার চারদিনের সফরে ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছেন তিনি ৷ ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গতকাল রাষ্ট্রপতিকে বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। আজ, রবিবার পুরীতে রথযাত্রা উৎসবে যোগ দিয়ে তিন ভাইবোনের রথের রশিতে টান দেবেন তিনি ৷ এছাড়াও তাঁর এই চারদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে ৷

তাঁর এই সফরের জন্য, 6 জন অতিরিক্ত ডিসিপি, 15 জন এসিপি, 25 জন ইনসপেক্টর, 100 জন অফিসার, 4টি বিশেষ কৌশলগত দল এবং বম্ব স্কোয়াড মোতায়েন করা হয়েছে ৷ দেখে নিন রাষ্ট্রপতি দ্রৌপদীর চারদিনের সফরনামা-

  • রাষ্ট্রপতি গতকালই 'উৎকলমণি' পণ্ডিত গোপবন্ধু দাসের 96তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।
  • আজ তিনি পুরীতে জগন্নাথ প্রভুর মন্দিরে উপস্থিত থাকতে চলেছেন ৷
  • আগামিকাল পুরী থেকে ফেরার পর, তিনি খণ্ডগিরি-উদয়গিরি গুহা পরিদর্শন করবেন ৷
  • 9 তারিখ বিভূতি কানুনগো কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস এবং উৎকল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করবেন ৷ এর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী ভুবনেশ্বরের কাছে হরিদামাদা গ্রামে ব্রহ্মা কুমারীদের ডিভাইন রিট্রিট সেন্টারের উদ্বোধন এবং 'টেকসই জীবনধারা' প্রচারাভিযানের সূচনাও করবেন। এছাড়া এদিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খণ্ডগিরি-উদয়গিরি গুহা পরিদর্শন করবেন ৷ পাশাপাশি রাষ্ট্রপতি ওড়িশার রাজধানী শহরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (এনআইএসইআর)-এর 13 তম স্নাতক অনুষ্ঠানেও যোগ দেবেন।

উল্লেখ্য, দেশের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একদা ওড়িশার রায়রংপুরের বিজেপি বিধায়ক ছিলেন। বিজেডি-বিজেপি জোট সরকারের মন্ত্রীপদেও ছিলেন তিনি। সেসময় প্রায়শই তিনি জগন্নাথদেবের দর্শনে যেতেন। 2022 সালে রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরীর মন্দির দর্শনে গিয়েছিলেন দ্রৌপদী মুর্মু। আর এবার পুরীর রথযাত্রায় যোগ দিতে চলেছেন রাষ্ট্রপতি।

পুরী, 7 জুলাই: পুরীর সঙ্গে এক নিবিড় যোগাযোগ রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। একসময়ের ওড়িশার রায়রংপুরের বিধায়ক ছিলেন দ্রৌপদী। এখন তিনি রাষ্ট্রপতি ৷ শনিবার চারদিনের সফরে ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছেন তিনি ৷ ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গতকাল রাষ্ট্রপতিকে বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। আজ, রবিবার পুরীতে রথযাত্রা উৎসবে যোগ দিয়ে তিন ভাইবোনের রথের রশিতে টান দেবেন তিনি ৷ এছাড়াও তাঁর এই চারদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে ৷

তাঁর এই সফরের জন্য, 6 জন অতিরিক্ত ডিসিপি, 15 জন এসিপি, 25 জন ইনসপেক্টর, 100 জন অফিসার, 4টি বিশেষ কৌশলগত দল এবং বম্ব স্কোয়াড মোতায়েন করা হয়েছে ৷ দেখে নিন রাষ্ট্রপতি দ্রৌপদীর চারদিনের সফরনামা-

  • রাষ্ট্রপতি গতকালই 'উৎকলমণি' পণ্ডিত গোপবন্ধু দাসের 96তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।
  • আজ তিনি পুরীতে জগন্নাথ প্রভুর মন্দিরে উপস্থিত থাকতে চলেছেন ৷
  • আগামিকাল পুরী থেকে ফেরার পর, তিনি খণ্ডগিরি-উদয়গিরি গুহা পরিদর্শন করবেন ৷
  • 9 তারিখ বিভূতি কানুনগো কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস এবং উৎকল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করবেন ৷ এর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী ভুবনেশ্বরের কাছে হরিদামাদা গ্রামে ব্রহ্মা কুমারীদের ডিভাইন রিট্রিট সেন্টারের উদ্বোধন এবং 'টেকসই জীবনধারা' প্রচারাভিযানের সূচনাও করবেন। এছাড়া এদিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খণ্ডগিরি-উদয়গিরি গুহা পরিদর্শন করবেন ৷ পাশাপাশি রাষ্ট্রপতি ওড়িশার রাজধানী শহরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (এনআইএসইআর)-এর 13 তম স্নাতক অনুষ্ঠানেও যোগ দেবেন।

উল্লেখ্য, দেশের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একদা ওড়িশার রায়রংপুরের বিজেপি বিধায়ক ছিলেন। বিজেডি-বিজেপি জোট সরকারের মন্ত্রীপদেও ছিলেন তিনি। সেসময় প্রায়শই তিনি জগন্নাথদেবের দর্শনে যেতেন। 2022 সালে রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরীর মন্দির দর্শনে গিয়েছিলেন দ্রৌপদী মুর্মু। আর এবার পুরীর রথযাত্রায় যোগ দিতে চলেছেন রাষ্ট্রপতি।

Last Updated : Jul 7, 2024, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.