নয়াদিল্লি, 31 জানুয়ারি: "কয়েক শতাব্দী ধরে রামমন্দির তৈরির স্বপ্ন দেখেছে মানুষ ৷ আজ তা সত্যি হয়েছে", বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ বুধবার তাঁর বক্তৃতার মাধ্যমে বাজেট অধিবেশনের সূচনা হল ৷ আগামিকাল অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷
দেশে দারিদ্রতা দূরীকরণ প্রসঙ্গে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "আজ আমরা যা দেখছি, তা বিগত 10 বছরের সাধনার ফল ৷ আমরা ছোট থেকে 'গরিবি হটাও' স্লোগান শুনেছি ৷ আজ জীবনে প্রথম বার দেখছি, দেশের কয়েক কোটি মানুষ দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছে ৷"
নয়া সংসদ ভবনে এবারই প্রথম বক্তৃতা দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এই সময় অমৃত কাল বলে উল্লেখ করে তিনি বলেন, "অমৃতকালের শুরুতেই এই দারুণ ভবনটি নির্মিত হয়েছে ৷ এই ভবনে 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর সুবাস রয়েছে ৷ গণতান্ত্রিক এবং সংসদীয় রীতিনীতিকে সম্মান জানানোর সংকল্প নেওয়া হয়েছে ৷"
2023 সাল সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, "2023 সালটি ভারতের জন্য ঐতিহাসিক বছর ৷ বিশ্বজুড়ে বিভিন্ন সংকট থাকলেও, তার মধ্যে দিয়েই অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দেশ হয়ে উঠেছে ভারত ৷" তিনি আরও জানান, গত বছরের এপ্রিল-জুন এবং জুন-সেপ্টেম্বরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে যথাক্রমে 7.8 শতাংশ এবং 7.6 শতাংশ ৷ এবারের অধিবেশন নিয়ে আশাবাদী দ্রৌপদী মুর্মু বলেন, "আমি আশা করি, এই অধিবেশনে আলোচনা ফলপ্রসূ হবে ৷"
এদিনের ভাষণে রাষ্ট্রপতি জম্মু-কাশ্মীর বিল, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেন ৷ এদিন সকালে রাইসিনা হিলস থেকে রওনা দেন এবং নয়াসংসদ ভবনে পৌঁছন ৷ এদিন রাষ্ট্রপতির ভবনে প্রবেশের সময় তাঁর সামনে সেঙ্গল বহন করে নিয়ে যাওয়া হয় ৷ এরপর ওই দণ্ডটি রাষ্ট্রপতির আসনের পাশে স্থাপন করা হয় ৷
আরও পড়ুন: