ETV Bharat / bharat

হাসপাতালের তিনতলায় উঠল পুলিশের জিপ ! ঋষিকেশ এইমসের ভিডিয়ো ভাইরাল - AIIMS Viral Video - AIIMS VIRAL VIDEO

AIIMS Rishikesh: কোনও কথায় কান না দিয়ে হাসপাতালের তিনতলায় উঠল পুলিশ জিপ ৷ হঠাৎ কী হল ঋষিকেশের এইমস হাসপাতালে ?

Rishikesh AIIMS Hospital News
এইমস হাসপাতালে পুলিশের জিপ উঠে যাওয়ার মুহূর্ত (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 7:54 PM IST

Updated : May 23, 2024, 8:50 PM IST

উত্তরাখণ্ড, 23 মে: মহিলা ডাক্তারকে শ্লীলতাহানি করার অভিযোগ ৷ অভিযুক্তকে ধরতে জিপ নিয়ে সটান হাসপাতালের তিনতলায় উঠল উত্তরাখণ্ড পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস তথা এইমস (AIIMS) হাসপাতালে ৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনরা তা নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। জানা গিয়েছে, কোতোয়ালি থানার পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে। ঋষিকেশের এইমসে একজন মহিলা ডাক্তারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

দেখুন হাসপাতালের তিনতলায় জিপ উঠে যাওয়ার মুহূর্ত (নিজস্ব ভিডিয়ো)

আরও পড়ুন : চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ফসকে গেল পা ! প্রৌঢ়র প্রাণ বাঁচাল রেল পুলিশ

অভিযুক্তকে ধরতে উত্তরাখণ্ড পুলিশ জিপ নিয়ে ঋষিকেশ এইমসের তৃতীয় তলায় উঠে যায় ৷ তারপর অভিযুক্তকে গ্রেফতার করে। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, এইমস ঋষিকেশে কর্মরত এক মহিলা ডাক্তার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ সেখানে তিনি দাবি করেছেন, 19 মে সন্ধ্যায় অপারেশন থিয়েটারে একজন নার্সিং অফিসার তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন । মহিলা ডাক্তার আরও দাবি করেন, অভিযুক্ত তাঁকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপত্তিকর মেসেজও পাঠায় ৷ তাঁদের মহিলা সহকর্মীকে শ্লীলতাহানির বিষয়টি প্রকাশ্যে আসতেই ঋষিকেশের এইমসের চিকিৎসকরা ধর্মঘট করেন ৷

আরও পড়ুন : 'বড় হয়ে বোকা হব, বোকারা কারওকে ঠকায় না !' খুদের বার্তা ভাবাল সমাজকে

উত্তরাখণ্ড পুলিশ তাদের জিপটিকে হাসপাতালের ভিতরের র‌্যাম্প দিয়ে তৃতীয়তলায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে । তবে এই ঘটনায় উত্তরাখণ্ড পুলিশ যেভাবে কাজ করেছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে জোরদার আলোচনা হয় । যদিও জিপ তিনতলায় নিয়ে যাওয়ার বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ পাশাপাশি অভিযুক্তকে ধরতে হাসপাতালের তিনতলায় কেন গাড়ি তুলতে হল তাও জানা যায়নি পুলিশ সূত্রে।

উত্তরাখণ্ড, 23 মে: মহিলা ডাক্তারকে শ্লীলতাহানি করার অভিযোগ ৷ অভিযুক্তকে ধরতে জিপ নিয়ে সটান হাসপাতালের তিনতলায় উঠল উত্তরাখণ্ড পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস তথা এইমস (AIIMS) হাসপাতালে ৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনরা তা নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। জানা গিয়েছে, কোতোয়ালি থানার পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে। ঋষিকেশের এইমসে একজন মহিলা ডাক্তারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

দেখুন হাসপাতালের তিনতলায় জিপ উঠে যাওয়ার মুহূর্ত (নিজস্ব ভিডিয়ো)

আরও পড়ুন : চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ফসকে গেল পা ! প্রৌঢ়র প্রাণ বাঁচাল রেল পুলিশ

অভিযুক্তকে ধরতে উত্তরাখণ্ড পুলিশ জিপ নিয়ে ঋষিকেশ এইমসের তৃতীয় তলায় উঠে যায় ৷ তারপর অভিযুক্তকে গ্রেফতার করে। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, এইমস ঋষিকেশে কর্মরত এক মহিলা ডাক্তার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ সেখানে তিনি দাবি করেছেন, 19 মে সন্ধ্যায় অপারেশন থিয়েটারে একজন নার্সিং অফিসার তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন । মহিলা ডাক্তার আরও দাবি করেন, অভিযুক্ত তাঁকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপত্তিকর মেসেজও পাঠায় ৷ তাঁদের মহিলা সহকর্মীকে শ্লীলতাহানির বিষয়টি প্রকাশ্যে আসতেই ঋষিকেশের এইমসের চিকিৎসকরা ধর্মঘট করেন ৷

আরও পড়ুন : 'বড় হয়ে বোকা হব, বোকারা কারওকে ঠকায় না !' খুদের বার্তা ভাবাল সমাজকে

উত্তরাখণ্ড পুলিশ তাদের জিপটিকে হাসপাতালের ভিতরের র‌্যাম্প দিয়ে তৃতীয়তলায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে । তবে এই ঘটনায় উত্তরাখণ্ড পুলিশ যেভাবে কাজ করেছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে জোরদার আলোচনা হয় । যদিও জিপ তিনতলায় নিয়ে যাওয়ার বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ পাশাপাশি অভিযুক্তকে ধরতে হাসপাতালের তিনতলায় কেন গাড়ি তুলতে হল তাও জানা যায়নি পুলিশ সূত্রে।

Last Updated : May 23, 2024, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.