ETV Bharat / bharat

'ব্যাগে কি বোমা ?', মুম্বইয়ের বিমানে না-উঠে ঠাঁই শ্রীঘরে - Bomb In My Bag - BOMB IN MY BAG

Kochi Airport Bomb Incident: বিমানবন্দরে নিয়মমাফিক যাত্রীর ব্যাগ চেক করার প্রক্রিয়া চলছিল ৷ সেই সময় ওই যাত্রী আধিকারিককে পালটা প্রশ্ন করেন ৷ তাঁর প্রশ্নের রেশ এমনই যে হুড়োহুড়ি পড়ে যায় বিমানবন্দরে ৷

Man lands in trouble in Kochi Airport
বিমানবন্দরে বিপাকে যাত্রী (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 3:17 PM IST

কোচি, 11 অগস্ট: অখেয়ালে বোমা শব্দটি উচ্চারণ করেছিলেন বিমান যাত্রী ! ব্যস, তাই কাল হল ৷ বিমানে ওঠার বদলে ঠাঁই হল শ্রীঘরে ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কেরলের কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে ৷

এদিন কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড বা সিআইএএল জানিয়েছে, রবিবার মনোজ কুমারের (42) এয়ার ইন্ডিয়ার বিমানে কোচিন থেকে মুম্বই যাওয়ার কথা ছিল ৷ সিআইএসএফের এক আধিকারিক তাঁর ব্যাগপত্র পরীক্ষা করে দেখছিলেন ৷ সেই সময় তিনি এমন একটি মন্তব্য করেন, যা আতঙ্কের ৷ বিমানে ওঠার আগে নিরাপত্তা সংক্রান্ত চেকিং প্রক্রিয়ায় মনোজ কুমার ওই সিআইএসএফ আধিকারিককে বলেন, "আমার ব্যাগে কি বোমা আছে ?" তাঁর এমন মন্তব্যে সঙ্গে সঙ্গে হইচই বেঁধে যায় ৷ বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা দ্রুত পদক্ষেপ করতে বাধ্য হয় ৷

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের কেবিন এবং জিনিসপত্র সবকিছু ভালোভাবে তল্লাশি করে বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড ৷ প্রয়োজনীয় তল্লাশি চালানোর পর আতঙ্কের কিছু খুঁজে পাওয়া যায়নি ৷ মনোজ কুমারকে তদন্তের জন্য স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়, বিবৃতিতে জানিয়েছে সিআইএএল ৷

বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি (বিটিএসি) এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, এটি বিশ্বাসযোগ্য না হলেও নিরাপত্তার স্বার্থে তল্লাশির প্রয়োজন ছিল ৷ বিটিএসি আরও জানিয়েছে, বিমানটি যথাসময়ে ছেড়েছে ৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 15 অগস্ট উপলক্ষ্যে সব বিমান বন্দরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷

কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করেছে ৷ তাতে যাত্রীদের প্রতি আর্জি জানানো হয়েছে, যাত্রীদের চেকিং প্রক্রিয়ায় আগের থেকে বেশি সময় লাগছে ৷ তাই বিমান ছাড়ার সময়ের বেশ খানিকক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছতে হবে, যাতে দেরি না হয়ে যায় ৷

কোচি, 11 অগস্ট: অখেয়ালে বোমা শব্দটি উচ্চারণ করেছিলেন বিমান যাত্রী ! ব্যস, তাই কাল হল ৷ বিমানে ওঠার বদলে ঠাঁই হল শ্রীঘরে ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কেরলের কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে ৷

এদিন কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড বা সিআইএএল জানিয়েছে, রবিবার মনোজ কুমারের (42) এয়ার ইন্ডিয়ার বিমানে কোচিন থেকে মুম্বই যাওয়ার কথা ছিল ৷ সিআইএসএফের এক আধিকারিক তাঁর ব্যাগপত্র পরীক্ষা করে দেখছিলেন ৷ সেই সময় তিনি এমন একটি মন্তব্য করেন, যা আতঙ্কের ৷ বিমানে ওঠার আগে নিরাপত্তা সংক্রান্ত চেকিং প্রক্রিয়ায় মনোজ কুমার ওই সিআইএসএফ আধিকারিককে বলেন, "আমার ব্যাগে কি বোমা আছে ?" তাঁর এমন মন্তব্যে সঙ্গে সঙ্গে হইচই বেঁধে যায় ৷ বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা দ্রুত পদক্ষেপ করতে বাধ্য হয় ৷

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের কেবিন এবং জিনিসপত্র সবকিছু ভালোভাবে তল্লাশি করে বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড ৷ প্রয়োজনীয় তল্লাশি চালানোর পর আতঙ্কের কিছু খুঁজে পাওয়া যায়নি ৷ মনোজ কুমারকে তদন্তের জন্য স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়, বিবৃতিতে জানিয়েছে সিআইএএল ৷

বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি (বিটিএসি) এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, এটি বিশ্বাসযোগ্য না হলেও নিরাপত্তার স্বার্থে তল্লাশির প্রয়োজন ছিল ৷ বিটিএসি আরও জানিয়েছে, বিমানটি যথাসময়ে ছেড়েছে ৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 15 অগস্ট উপলক্ষ্যে সব বিমান বন্দরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷

কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করেছে ৷ তাতে যাত্রীদের প্রতি আর্জি জানানো হয়েছে, যাত্রীদের চেকিং প্রক্রিয়ায় আগের থেকে বেশি সময় লাগছে ৷ তাই বিমান ছাড়ার সময়ের বেশ খানিকক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছতে হবে, যাতে দেরি না হয়ে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.