ETV Bharat / bharat

তথ্য গোপন-জালিয়াতি করে আইএএস ! মহারাষ্ট্র সরকারের রিপোর্ট তলব পিএমও-র - Pooja Khedkar Controversy

Pooja Khedkar Controversy: মহারাষ্ট্রে এক শিক্ষানবীশ আইএএস আধিকারিক পূজা খেড়করকে নিয়ে বিতর্ক চরমে উঠেছে ৷ তাঁকে শাস্তি হিসেবে বদলি করা হয়েছে ৷ এই নিয়ে মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট তলব করেছে পিএমও ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 3:37 PM IST

Pooja Khedkar Controversy
পূজা খেড়কর, এই আধিকারিককে নিয়েই বিতর্ক তৈরি হয়েছে৷ (ইটিভি ভারত)

পুনে, 11 জুলাই: বিতর্কে শিক্ষানবীশ আইএএস আধিকারিক পূজা খেড়কর ৷ একদিকে তাঁর বিরুদ্ধে জালিয়াতি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে ৷ অন্যদিকে চাকরির প্রশিক্ষণের পর্যায়ে তাঁরা ‘আবদার’ নিয়ে নাজেহাল আমলারা ৷ পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে তাঁর বিরুদ্ধে মহারাষ্ট্র প্রশাসনের শীর্ষস্তরে অভিযোগ জমা পড়ে ৷ তার পর তাঁকে শাস্তি হিসেবে বদলি করা হয় ৷ পুরো ঘটনা নিয়ে মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় সরকার ৷

কে এই পূজা খেড়কর: 2022 সালের ব্যাচের আইএএস অফিসার ৷ এখন প্রশিক্ষণ পর্বে রয়েছেন ৷ শুরুতে তাঁকে পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে নিযুক্ত করা হয় ৷ বিতর্ক শুরু হওয়ার পর গত মঙ্গলবার তাঁকে মহারাষ্ট্রের ওয়াসিমে একই পদে বদলি করা হয়েছে ৷ মহারাষ্ট্র সরকারের নির্দেশ, প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন ৷ পূজার বাবা দিলীপ খেড়করও প্রাক্তন আমলা ৷ তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কমিশনারের দায়িত্ব সামলেছেন ৷ সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে তিনি আহমেদনর পূর্ব আসন থেকে প্রার্থী হয়েছিলেন ৷ পূজার মা মনোরমা খেড়কর মহারাষ্ট্রের ভালগাঁও-এর সরপঞ্চ ৷

Probationary IAS officer Pooja Khedkar
শিক্ষানবীশ আইএএস আধিকারিক পূজা খেড়কর (ইটিভি ভারত)

কী নিয়ে বিতর্ক: চাকরি পাওয়ার পর পূজার একাধিক আচরণ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ অভিযোগ, প্রশিক্ষণের সময় আইএএস আধিকারিকদের যে সুযোগ সুবিধা দেওয়া হয় না, তিনি সেগুলি দাবি করেছিলেন ৷ এমনকী, কিছুক্ষেত্রে জোর করে তা ব্য়বহার করেছিলেন৷ সেই কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে মহারাষ্ট্র সরকারের শীর্ষস্তরে ৷ তার পরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ৷ তাঁকে ওয়াসিম জেলায় বদলি করে দেওয়া হয় ৷

Probationary IAS officer Pooja Khedkar
শিক্ষানবীশ আইএএস আধিকারিক পূজা খেড়কর (ইটিভি ভারত)

বিতর্কের সূত্রপাত হয় কোথায়: চাকরি পাওয়ার সময়ই বিতর্কের সূত্রপাত৷ অভিযোগ, চাকরির পরীক্ষা দেওয়ার সময় তথ্য গোপন করেছেন তিনি ৷ ইউপিএসসি পরীক্ষার সময় তিনি ওবিসির নন-ক্রিমি লেয়ারের শংসাপত্র জমা দিয়েছিলেন ৷ সেখানে তাঁর বাবার রোজগার অনেক কম দেখানো হয় ৷ সম্প্রতি ভোটে প্রার্থী হয়ে যে হলফনামা জমা দিয়েছেন পূজার বাবা দিলীপ খেড়কর, সেই হলফনামায় সম্পত্তি সংক্রান্তের তথ্য (40 কোটি টাকার সম্পত্তি দেখানো হয়েছে) অনুযায়ী পূজার ওবিসির নন-ক্রিমি লেয়ারের শংসাপত্র পাওয়ার কথা নয় ৷

Probationary IAS officer Pooja Khedkar
শিক্ষানবীশ আইএএস আধিকারিক পূজা খেড়কর (ইটিভি ভারত)

অন্যদিকে পূজা নিজেকে মানসিকভাবে অসুস্থ ও চোখে কিছুটা কম দেখেন বলে দাবি করেন পরীক্ষার সময় ৷ এই নিয়ে শংসাপত্রও পেশ করেছিলেন তিনি ৷ কিন্তু তিনি বারবার এই নিয়ে শারীরিক পরীক্ষা এড়িয়ে গিয়েছেন বলেও অভিযোগ উঠেছে ৷

পূজা ও তাঁর পরিবারের সম্পত্তির হিসেব-নিকেশ: পূজার সম্পত্তির পরিমাণ 17 কোটি টাকা ৷ তাঁর পরিবারের 110 একর কৃষিজমি আছে ৷ 1.6 লাখ স্কোয়ার ফুটের 6টি দোকান রয়েছে তাঁদের ৷ হিরানন্দানিতে 7টি ফ্ল্যাট, 900 গ্রাম সোনা, হিরে, 17 লক্ষ টাকার সোনার ঘড়ি, চারটে গাড়ি, দু’টো বেসরকারি সংস্থায় অংশীদারিত্ব এবং একটি অটোমোবাইল কোম্পানিতেও অংশীদারিত্ব আছে তাঁদের ৷

Probationary IAS officer Pooja Khedkar
শিক্ষানবীশ আইএএস আধিকারিক পূজা খেড়কর (ইটিভি ভারত)

তদন্তের দাবি: এই নিয়ে তদন্তের দাবি তুলেছেন সমাজকর্মী বিজয় কুমহার ৷ তিনি প্রশ্ন তুলেছেন, এই নিয়ে কি তদন্ত হবে না ? তাঁর আরও অভিযোগ, পূজার পরিবারের কাছে যে পরিমাণ কৃষিজমি আছে, তাতে কৃষিজমির ঊর্ধ্বসীমা সংক্রান্ত আইন লঙ্ঘন করা হচ্ছে ৷

রিপোর্ট তলব: পূজা খেড়করের নিয়োগ থেকে চাকরি পাওয়ার পর পর্যন্ত একাধিক অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধে রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রীর দফতর ৷ মহারাষ্ট্র সরকারের কাছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে ৷ একই সঙ্গে এই নিয়ে মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট চেয়েছে লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্য়াডমিনিস্ট্রেটিভ অ্যাকাডেমিও ৷ এই অ্যাকাডেমি আইএএস আধিকারিকদের প্রশিক্ষণ দেয় ৷

পুনে, 11 জুলাই: বিতর্কে শিক্ষানবীশ আইএএস আধিকারিক পূজা খেড়কর ৷ একদিকে তাঁর বিরুদ্ধে জালিয়াতি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে ৷ অন্যদিকে চাকরির প্রশিক্ষণের পর্যায়ে তাঁরা ‘আবদার’ নিয়ে নাজেহাল আমলারা ৷ পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে তাঁর বিরুদ্ধে মহারাষ্ট্র প্রশাসনের শীর্ষস্তরে অভিযোগ জমা পড়ে ৷ তার পর তাঁকে শাস্তি হিসেবে বদলি করা হয় ৷ পুরো ঘটনা নিয়ে মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় সরকার ৷

কে এই পূজা খেড়কর: 2022 সালের ব্যাচের আইএএস অফিসার ৷ এখন প্রশিক্ষণ পর্বে রয়েছেন ৷ শুরুতে তাঁকে পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে নিযুক্ত করা হয় ৷ বিতর্ক শুরু হওয়ার পর গত মঙ্গলবার তাঁকে মহারাষ্ট্রের ওয়াসিমে একই পদে বদলি করা হয়েছে ৷ মহারাষ্ট্র সরকারের নির্দেশ, প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন ৷ পূজার বাবা দিলীপ খেড়করও প্রাক্তন আমলা ৷ তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কমিশনারের দায়িত্ব সামলেছেন ৷ সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে তিনি আহমেদনর পূর্ব আসন থেকে প্রার্থী হয়েছিলেন ৷ পূজার মা মনোরমা খেড়কর মহারাষ্ট্রের ভালগাঁও-এর সরপঞ্চ ৷

Probationary IAS officer Pooja Khedkar
শিক্ষানবীশ আইএএস আধিকারিক পূজা খেড়কর (ইটিভি ভারত)

কী নিয়ে বিতর্ক: চাকরি পাওয়ার পর পূজার একাধিক আচরণ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ অভিযোগ, প্রশিক্ষণের সময় আইএএস আধিকারিকদের যে সুযোগ সুবিধা দেওয়া হয় না, তিনি সেগুলি দাবি করেছিলেন ৷ এমনকী, কিছুক্ষেত্রে জোর করে তা ব্য়বহার করেছিলেন৷ সেই কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে মহারাষ্ট্র সরকারের শীর্ষস্তরে ৷ তার পরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ৷ তাঁকে ওয়াসিম জেলায় বদলি করে দেওয়া হয় ৷

Probationary IAS officer Pooja Khedkar
শিক্ষানবীশ আইএএস আধিকারিক পূজা খেড়কর (ইটিভি ভারত)

বিতর্কের সূত্রপাত হয় কোথায়: চাকরি পাওয়ার সময়ই বিতর্কের সূত্রপাত৷ অভিযোগ, চাকরির পরীক্ষা দেওয়ার সময় তথ্য গোপন করেছেন তিনি ৷ ইউপিএসসি পরীক্ষার সময় তিনি ওবিসির নন-ক্রিমি লেয়ারের শংসাপত্র জমা দিয়েছিলেন ৷ সেখানে তাঁর বাবার রোজগার অনেক কম দেখানো হয় ৷ সম্প্রতি ভোটে প্রার্থী হয়ে যে হলফনামা জমা দিয়েছেন পূজার বাবা দিলীপ খেড়কর, সেই হলফনামায় সম্পত্তি সংক্রান্তের তথ্য (40 কোটি টাকার সম্পত্তি দেখানো হয়েছে) অনুযায়ী পূজার ওবিসির নন-ক্রিমি লেয়ারের শংসাপত্র পাওয়ার কথা নয় ৷

Probationary IAS officer Pooja Khedkar
শিক্ষানবীশ আইএএস আধিকারিক পূজা খেড়কর (ইটিভি ভারত)

অন্যদিকে পূজা নিজেকে মানসিকভাবে অসুস্থ ও চোখে কিছুটা কম দেখেন বলে দাবি করেন পরীক্ষার সময় ৷ এই নিয়ে শংসাপত্রও পেশ করেছিলেন তিনি ৷ কিন্তু তিনি বারবার এই নিয়ে শারীরিক পরীক্ষা এড়িয়ে গিয়েছেন বলেও অভিযোগ উঠেছে ৷

পূজা ও তাঁর পরিবারের সম্পত্তির হিসেব-নিকেশ: পূজার সম্পত্তির পরিমাণ 17 কোটি টাকা ৷ তাঁর পরিবারের 110 একর কৃষিজমি আছে ৷ 1.6 লাখ স্কোয়ার ফুটের 6টি দোকান রয়েছে তাঁদের ৷ হিরানন্দানিতে 7টি ফ্ল্যাট, 900 গ্রাম সোনা, হিরে, 17 লক্ষ টাকার সোনার ঘড়ি, চারটে গাড়ি, দু’টো বেসরকারি সংস্থায় অংশীদারিত্ব এবং একটি অটোমোবাইল কোম্পানিতেও অংশীদারিত্ব আছে তাঁদের ৷

Probationary IAS officer Pooja Khedkar
শিক্ষানবীশ আইএএস আধিকারিক পূজা খেড়কর (ইটিভি ভারত)

তদন্তের দাবি: এই নিয়ে তদন্তের দাবি তুলেছেন সমাজকর্মী বিজয় কুমহার ৷ তিনি প্রশ্ন তুলেছেন, এই নিয়ে কি তদন্ত হবে না ? তাঁর আরও অভিযোগ, পূজার পরিবারের কাছে যে পরিমাণ কৃষিজমি আছে, তাতে কৃষিজমির ঊর্ধ্বসীমা সংক্রান্ত আইন লঙ্ঘন করা হচ্ছে ৷

রিপোর্ট তলব: পূজা খেড়করের নিয়োগ থেকে চাকরি পাওয়ার পর পর্যন্ত একাধিক অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধে রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রীর দফতর ৷ মহারাষ্ট্র সরকারের কাছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে ৷ একই সঙ্গে এই নিয়ে মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট চেয়েছে লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্য়াডমিনিস্ট্রেটিভ অ্যাকাডেমিও ৷ এই অ্যাকাডেমি আইএএস আধিকারিকদের প্রশিক্ষণ দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.