নয়াদিল্লি, 16 মার্চ: 'প্রধানমন্ত্রী-সূর্য ঘর: বিনামূল্য বিদ্যুৎ যোজনা'-এর অধীনে বিপুল সংখ্যক রেজিস্ট্রেশন দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে শনিবার পোস্ট করে বিনামূল্য বিদ্যুৎ যোজনায় মানুষের বিপুল সাড়া দেখে নিজের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন, এক কোটিরও বেশি পরিবার সৌর প্রকল্পের অধীনে বিনামূল্যে বিদ্যুতের জন্য নিবন্ধিত হয়েছে। তিনি লিখেছেন, "অসাধারণ খবর ! এটি চালু হওয়ার প্রায় এক মাসে, এক কোটিরও বেশি পরিবার ইতিমধ্যেই প্রধানমন্ত্রী-সূর্য ঘর: বিনামূল্য বিদ্যুৎ যোজনার জন্য নিজেদের নিবন্ধিত করেছেন। দেশের সব জায়গা থেকে নিবন্ধন করা হচ্ছে। অসম, বিহার, গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশে পাঁচ লক্ষেরও বেশি নিবন্ধন দেখা গিয়েছে ৷"
প্রধানমন্ত্রী মোদি আরও লিখেছেন, "যারা এখনও নিবন্ধন করেননি তাদেরও তাড়াতাড়ি করা উচিত। এই উদ্যোগটি শক্তি উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি পরিবারের জন্য বিদ্যুতের ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করার প্রতিশ্রুতি দেয়। এটি পরিবেশের জীবনধারাকে আরও উৎসাহিত করার জন্য প্রস্তুত।"
পিএম সূর্য ঘর: বিনামূল্য বিদ্যুৎ যোজনা অনুযায়ী, 1 ফেব্রুয়ারি, 2022 সালের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত প্রধানমন্ত্রীর 'সৌর যোজনা', 'প্রধানমন্ত্রী সূর্য ঘর: বিনামূল্য বিদ্যুৎ যোজনা' নামে পরিচিত। সাত হাজার 500 কোটি টাকারও বেশি বিনিয়োগের সঙ্গে, এই প্রকল্পের লক্ষ্য প্রতি মাসে বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ দিয়ে এক কোটি পরিবারকে বিদ্যুতায়িত করা। তৃণমূল স্তরে প্রকল্পটি ছড়িয়ে দেওয়ার জন্য, শহুরে স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েতগুলিকে তাদের এখতিয়ারে ছাদে সৌর ব্যবস্থার প্রচারের জন্য উৎসাহিত করা হবে।
সরকারের মতে, এই সোলারাইজেশন থেকে যে সুবিধাগুলি প্রত্যাশিত তা হল বিনামূল্যে সৌর বিদ্যুৎ থেকে পরিবারের জন্য বার্ষিক 15 হাজার থেকে 18 হাজার কোটি টাকা সাশ্রয় এবং বিতরণ সংস্থাগুলির কাছে উদ্বৃত্ত বিক্রি করা ৷ বৈদ্যুতিক গাড়ির চার্জিং, সরবরাহ এবং ইনস্টলেশনের জন্য বিপুল সংখ্যক বিক্রেতার জন্য উদ্যোক্তা সুযোগ এবং উৎপাদন, ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণে প্রযুক্তিগত দক্ষতা-সহ যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগও আসবে।
আরও পড়ুন
লোকসভা ভোটের প্রাকক্কালে জাতির উদ্দেশে খোলা চিঠি প্রধানমন্ত্রী মোদির
'পাক-অধিকৃত কাশ্মীরের হিন্দু-মুসলিমরা ভারতীয়', সিএএ চালুর পর মন্তব্য শাহের