ETV Bharat / bharat

জি7 সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিতে ইতালি যাচ্ছেন মোদি - PM Modi to join G7 summit

author img

By PTI

Published : Jun 12, 2024, 7:29 PM IST

PM Modi to join G7 summit: জি7 সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিদেশসচিব বিনয় কোয়াত্রা ৷

ETV BHARAT
বৃহস্পতিবার ইতালি যাচ্ছেন মোদি (নিজস্ব চিত্র)

নয়াদিল্লি, 12 জুন: তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বিদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার তিনি ইতালি যাচ্ছেন ৷ জি7 উন্নত অর্থনীতির দেশগুলির বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তাঁর এই সফর ৷

বিদেশসচিব বিনয় কোয়াত্রা বুধবার বলেন যে, জি7 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এর ফলে গত বছর ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত জি20 সম্মেলনের থেকে বেরিয়ে আসা বিষয়গুলি অনুসরণ করার সুযোগ মিলবে । 13 থেকে 15 জুন ইতালির আপুলিয়া রিজিয়নে বোরগো এগনাজিয়ার বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হতে চলেছে জি7 শীর্ষ সম্মেলন ৷ সেই আলোচনায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এবং গাজার সংঘাতের বিষয়টি নিঃসন্দেহে প্রাধান্য পাবে ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন । ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তাঁর দেশে রাশিয়ার আক্রমণের বিষয়টি একটি অধিবেশনে তুলে ধরবেন ৷ বিদেশসচিব বিনয় কোয়াত্রাকে ইউক্রেন সংঘাত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমরা সবসময় এই অবস্থানই বজায় রেখেছি যে এই সমস্যার সমাধানের জন্য আলোচনা এবং কূটনীতিই সর্বোত্তম বিকল্প ৷"

বিদেশসচিব কোয়াত্রা বলেন যে, জি7 শীর্ষ সম্মেলনে ভারতের নিয়মিত অংশগ্রহণ বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নয়াদিল্লির প্রচেষ্টার স্বীকৃতি বৃদ্ধির দিকে নির্দেশ করে । এক প্রশ্নের জবাবে কোয়াত্রা জানান, সুইৎজারল্যান্ডে শান্তি সম্মেলনে ভারত উপযুক্ত পর্যায়ে অংশগ্রহণ করবে । এই সম্মেলনে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন তা এদিন উল্লেখ করেননি কোয়াত্রা । (সংবাদসংস্থা পিটিআই)

নয়াদিল্লি, 12 জুন: তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বিদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার তিনি ইতালি যাচ্ছেন ৷ জি7 উন্নত অর্থনীতির দেশগুলির বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তাঁর এই সফর ৷

বিদেশসচিব বিনয় কোয়াত্রা বুধবার বলেন যে, জি7 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এর ফলে গত বছর ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত জি20 সম্মেলনের থেকে বেরিয়ে আসা বিষয়গুলি অনুসরণ করার সুযোগ মিলবে । 13 থেকে 15 জুন ইতালির আপুলিয়া রিজিয়নে বোরগো এগনাজিয়ার বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হতে চলেছে জি7 শীর্ষ সম্মেলন ৷ সেই আলোচনায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এবং গাজার সংঘাতের বিষয়টি নিঃসন্দেহে প্রাধান্য পাবে ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন । ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তাঁর দেশে রাশিয়ার আক্রমণের বিষয়টি একটি অধিবেশনে তুলে ধরবেন ৷ বিদেশসচিব বিনয় কোয়াত্রাকে ইউক্রেন সংঘাত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমরা সবসময় এই অবস্থানই বজায় রেখেছি যে এই সমস্যার সমাধানের জন্য আলোচনা এবং কূটনীতিই সর্বোত্তম বিকল্প ৷"

বিদেশসচিব কোয়াত্রা বলেন যে, জি7 শীর্ষ সম্মেলনে ভারতের নিয়মিত অংশগ্রহণ বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নয়াদিল্লির প্রচেষ্টার স্বীকৃতি বৃদ্ধির দিকে নির্দেশ করে । এক প্রশ্নের জবাবে কোয়াত্রা জানান, সুইৎজারল্যান্ডে শান্তি সম্মেলনে ভারত উপযুক্ত পর্যায়ে অংশগ্রহণ করবে । এই সম্মেলনে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন তা এদিন উল্লেখ করেননি কোয়াত্রা । (সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.