ETV Bharat / bharat

রাজ্যের মর্যাদা ফিরিয়ে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট শীঘ্রই, উধমপুর থেকে বার্তা প্রধানমন্ত্রীর - PM Narendra Modi

PM Narendra Modi: নির্বাচনী প্রচারে জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার তিনি জনসভা করেন ভূস্বর্গের উধমপুরে ৷ সেই জনসভা থেকে তিনি আশ্বাস দেন যে শীঘ্রই রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর ৷ সেখানে বিধানসভা ভোট হতেও আর বেশি দেরি নেই ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 12:15 PM IST

Updated : Apr 12, 2024, 1:20 PM IST

উধমপুর (জম্মু ও কাশ্মীর), 12 এপ্রিল: জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিয়ে সেখানে খুব শিগগিরই বিধানসভা নির্বাচন করা হবে বলে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে এক নির্বাচনী জনসভায় এই আশ্বাস দিয়েছেন তিনি ৷

প্রধানমন্ত্রী বলেন, "মোদি অনেক এগিয়ে চিন্তা করেন । তাই এখন পর্যন্ত যা হয়েছে, তা শুধুই ট্রেলার । নতুন জম্মু ও কাশ্মীরের একটি নতুন এবং চমৎকার ছবি তৈরি করতে আমাকে ব্যস্ত থাকতে হবে । সেই সময় বেশি দূরে নয়, যখন জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা পাবে । আপনি আপনার বিধায়ক এবং আপনারা মন্ত্রীদের সঙ্গে আপনাদের স্বপ্ন শেয়ার করতে পারবেন... ৷"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা সরিয়ে দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল ৷ সেই মামলায় কেন্দ্রের সিদ্ধান্তের উপরই সিলমোহর দেয় শীর্ষ আদালত ৷ তবে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি সেখানে বিধানসভা নির্বাচন করার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয় আদালতের তরফে ৷ অনেকের ধারণা ছিল যে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিয়ে লোকসভার সঙ্গে ভূস্বর্গে বিধানসভার ভোট করে নিতে পারে সরকার ৷ কিন্তু সেটা হয়নি ৷ ফলে প্রশ্ন উঠছিল, তাহলে কবে বিধানসভা ভোট হবে জম্মু ও কাশ্মীরে ? এ দিন কার্যত সেই প্রশ্নেরই জবাব দিলেন প্রধানমন্ত্রী ৷

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে শেষবার ভোট হয়েছে 2019 সালে ৷ তার পর সেখানে অনেক পরিবর্তন হয়েছে ৷ দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে নরেন্দ্র মোদির সরকার সংবিধানের ধারা 370 এর অবলুপ্তি ঘটায় ৷ ফলে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা চলে যায় ৷ সেই সময়ই জম্মু ও কাশ্মীরকে ভেঙে লাদাখ আলাদা করে দেওয়া হয় ৷ দু’টি অঞ্চলকেই কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয় ৷

এর পর থেকে প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এবং বিজেপি নেতারা বারবার দাবি করেছেন যে 370 ধারা তুলে দেওয়ার পরই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ৷ সেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপে নিয়ন্ত্রণ আনা গিয়েছে ৷ পাশাপাশি প্রতিবেশী দেশকে বারবার কড়া জবাব দেওয়ার পর সীমান্তের ওপার থেকে হামলাও এখন অনেক কমেছে ৷ শুক্রবার উধমপুরে প্রধানমন্ত্রীর ভাষণে সেই বিষয়টিও উঠে এসেছে ৷ তিনি বলেন, ‘‘কয়েক দশক পর জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের ভয় ও সীমান্তপারের গোলাগুলি ছাড়া ভোট হতে চলেছে ৷’’

এ দিন মোদির ভাষণে ধারা 370-এর প্রসঙ্গও উঠে এসেছে ৷ তিনি বলেন, "ক্ষমতার স্বার্থে তারা (বিরোধীরা) জম্মু ও কাশ্মীরে 370 এর একটি প্রাচীর তৈরি করেছিল... আপনাদের আশীর্বাদে মোদি 370 ধারার প্রাচীর ভেঙে দিয়েছে । আমি সেই দেওয়ালের ধ্বংসাবশেষও মাটিতে পুঁতে দিয়েছি । ভারতের রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস ঘোষণা করুক যে তারা 370 ধারা ফিরিয়ে আনবে । তাহলে এই দেশ তাদের দিকে তাকাবেও না ।"

এ দিন কংগ্রেসকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ন্যাশনাল কনফারেন্স, পিডিপি-সহ বিরোধী দলগুলির সমালোচনা করেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "...কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এবং অন্য সব দল জম্মু ও কাশ্মীরকে সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে চায় । জম্মু ও কাশ্মীরের এতটা ক্ষতি কেউ করেনি, যতটা পরিবার পরিচালিত দলগুলো করেছে ।’’ জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলি শুধু পরিবারের জন্য কাজ করে বলেও তিনি দাবি করেন ৷ একই সঙ্গে এ দিন তাঁর ভাষণে মোদির গ্যারান্টির কথা উঠে এসেছে ৷ দেশ গঠনের জন্য তিনি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেছেন ৷

প্রসঙ্গত, উধমপুর লোকসভা আসন বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ, এই আসনে 2014 সালে তৎকালীন কংগ্রেস প্রার্থী গুলাম নবি আজাদকে হারিয়ে সাংসদ হন বিজেপির জিতেন্দ্র সিং ৷ 2019 সালেও তিনি এই আসনে জিতেছেন ৷ মোদির মন্ত্রিসভার সদস্য জিতেন্দ্রকে আবার প্রার্থী করেছে ৷ আগামী 19 এপ্রিল প্রথম দফায় ওই আসনে ভোট ৷

(এএনআই)

আরও পড়ুন:

  1. রাম মন্দিরকে ঘৃণা করে 'ইন্ডিয়া' জোট, কংগ্রেসকে নিশানা মোদির
  2. 'কাশ্মীর দেশের মাথা', ইন্ডিয়া জোটকে বিঁধে জলপাইগুড়ি থেকে খাড়গেকে পালটা মোদির
  3. জেতার জন্য নয় দুর্নীতিগ্রস্তদের বাঁচাতেই ভোটের প্রচারে কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রীর

উধমপুর (জম্মু ও কাশ্মীর), 12 এপ্রিল: জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিয়ে সেখানে খুব শিগগিরই বিধানসভা নির্বাচন করা হবে বলে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে এক নির্বাচনী জনসভায় এই আশ্বাস দিয়েছেন তিনি ৷

প্রধানমন্ত্রী বলেন, "মোদি অনেক এগিয়ে চিন্তা করেন । তাই এখন পর্যন্ত যা হয়েছে, তা শুধুই ট্রেলার । নতুন জম্মু ও কাশ্মীরের একটি নতুন এবং চমৎকার ছবি তৈরি করতে আমাকে ব্যস্ত থাকতে হবে । সেই সময় বেশি দূরে নয়, যখন জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা পাবে । আপনি আপনার বিধায়ক এবং আপনারা মন্ত্রীদের সঙ্গে আপনাদের স্বপ্ন শেয়ার করতে পারবেন... ৷"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা সরিয়ে দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল ৷ সেই মামলায় কেন্দ্রের সিদ্ধান্তের উপরই সিলমোহর দেয় শীর্ষ আদালত ৷ তবে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি সেখানে বিধানসভা নির্বাচন করার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয় আদালতের তরফে ৷ অনেকের ধারণা ছিল যে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিয়ে লোকসভার সঙ্গে ভূস্বর্গে বিধানসভার ভোট করে নিতে পারে সরকার ৷ কিন্তু সেটা হয়নি ৷ ফলে প্রশ্ন উঠছিল, তাহলে কবে বিধানসভা ভোট হবে জম্মু ও কাশ্মীরে ? এ দিন কার্যত সেই প্রশ্নেরই জবাব দিলেন প্রধানমন্ত্রী ৷

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে শেষবার ভোট হয়েছে 2019 সালে ৷ তার পর সেখানে অনেক পরিবর্তন হয়েছে ৷ দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে নরেন্দ্র মোদির সরকার সংবিধানের ধারা 370 এর অবলুপ্তি ঘটায় ৷ ফলে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা চলে যায় ৷ সেই সময়ই জম্মু ও কাশ্মীরকে ভেঙে লাদাখ আলাদা করে দেওয়া হয় ৷ দু’টি অঞ্চলকেই কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয় ৷

এর পর থেকে প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এবং বিজেপি নেতারা বারবার দাবি করেছেন যে 370 ধারা তুলে দেওয়ার পরই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ৷ সেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপে নিয়ন্ত্রণ আনা গিয়েছে ৷ পাশাপাশি প্রতিবেশী দেশকে বারবার কড়া জবাব দেওয়ার পর সীমান্তের ওপার থেকে হামলাও এখন অনেক কমেছে ৷ শুক্রবার উধমপুরে প্রধানমন্ত্রীর ভাষণে সেই বিষয়টিও উঠে এসেছে ৷ তিনি বলেন, ‘‘কয়েক দশক পর জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের ভয় ও সীমান্তপারের গোলাগুলি ছাড়া ভোট হতে চলেছে ৷’’

এ দিন মোদির ভাষণে ধারা 370-এর প্রসঙ্গও উঠে এসেছে ৷ তিনি বলেন, "ক্ষমতার স্বার্থে তারা (বিরোধীরা) জম্মু ও কাশ্মীরে 370 এর একটি প্রাচীর তৈরি করেছিল... আপনাদের আশীর্বাদে মোদি 370 ধারার প্রাচীর ভেঙে দিয়েছে । আমি সেই দেওয়ালের ধ্বংসাবশেষও মাটিতে পুঁতে দিয়েছি । ভারতের রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস ঘোষণা করুক যে তারা 370 ধারা ফিরিয়ে আনবে । তাহলে এই দেশ তাদের দিকে তাকাবেও না ।"

এ দিন কংগ্রেসকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ন্যাশনাল কনফারেন্স, পিডিপি-সহ বিরোধী দলগুলির সমালোচনা করেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "...কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এবং অন্য সব দল জম্মু ও কাশ্মীরকে সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে চায় । জম্মু ও কাশ্মীরের এতটা ক্ষতি কেউ করেনি, যতটা পরিবার পরিচালিত দলগুলো করেছে ।’’ জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলি শুধু পরিবারের জন্য কাজ করে বলেও তিনি দাবি করেন ৷ একই সঙ্গে এ দিন তাঁর ভাষণে মোদির গ্যারান্টির কথা উঠে এসেছে ৷ দেশ গঠনের জন্য তিনি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেছেন ৷

প্রসঙ্গত, উধমপুর লোকসভা আসন বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ, এই আসনে 2014 সালে তৎকালীন কংগ্রেস প্রার্থী গুলাম নবি আজাদকে হারিয়ে সাংসদ হন বিজেপির জিতেন্দ্র সিং ৷ 2019 সালেও তিনি এই আসনে জিতেছেন ৷ মোদির মন্ত্রিসভার সদস্য জিতেন্দ্রকে আবার প্রার্থী করেছে ৷ আগামী 19 এপ্রিল প্রথম দফায় ওই আসনে ভোট ৷

(এএনআই)

আরও পড়ুন:

  1. রাম মন্দিরকে ঘৃণা করে 'ইন্ডিয়া' জোট, কংগ্রেসকে নিশানা মোদির
  2. 'কাশ্মীর দেশের মাথা', ইন্ডিয়া জোটকে বিঁধে জলপাইগুড়ি থেকে খাড়গেকে পালটা মোদির
  3. জেতার জন্য নয় দুর্নীতিগ্রস্তদের বাঁচাতেই ভোটের প্রচারে কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রীর
Last Updated : Apr 12, 2024, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.