উধমপুর (জম্মু ও কাশ্মীর), 12 এপ্রিল: জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিয়ে সেখানে খুব শিগগিরই বিধানসভা নির্বাচন করা হবে বলে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে এক নির্বাচনী জনসভায় এই আশ্বাস দিয়েছেন তিনি ৷
প্রধানমন্ত্রী বলেন, "মোদি অনেক এগিয়ে চিন্তা করেন । তাই এখন পর্যন্ত যা হয়েছে, তা শুধুই ট্রেলার । নতুন জম্মু ও কাশ্মীরের একটি নতুন এবং চমৎকার ছবি তৈরি করতে আমাকে ব্যস্ত থাকতে হবে । সেই সময় বেশি দূরে নয়, যখন জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা পাবে । আপনি আপনার বিধায়ক এবং আপনারা মন্ত্রীদের সঙ্গে আপনাদের স্বপ্ন শেয়ার করতে পারবেন... ৷"
জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা সরিয়ে দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল ৷ সেই মামলায় কেন্দ্রের সিদ্ধান্তের উপরই সিলমোহর দেয় শীর্ষ আদালত ৷ তবে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি সেখানে বিধানসভা নির্বাচন করার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয় আদালতের তরফে ৷ অনেকের ধারণা ছিল যে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিয়ে লোকসভার সঙ্গে ভূস্বর্গে বিধানসভার ভোট করে নিতে পারে সরকার ৷ কিন্তু সেটা হয়নি ৷ ফলে প্রশ্ন উঠছিল, তাহলে কবে বিধানসভা ভোট হবে জম্মু ও কাশ্মীরে ? এ দিন কার্যত সেই প্রশ্নেরই জবাব দিলেন প্রধানমন্ত্রী ৷
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে শেষবার ভোট হয়েছে 2019 সালে ৷ তার পর সেখানে অনেক পরিবর্তন হয়েছে ৷ দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে নরেন্দ্র মোদির সরকার সংবিধানের ধারা 370 এর অবলুপ্তি ঘটায় ৷ ফলে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা চলে যায় ৷ সেই সময়ই জম্মু ও কাশ্মীরকে ভেঙে লাদাখ আলাদা করে দেওয়া হয় ৷ দু’টি অঞ্চলকেই কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয় ৷
এর পর থেকে প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এবং বিজেপি নেতারা বারবার দাবি করেছেন যে 370 ধারা তুলে দেওয়ার পরই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ৷ সেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপে নিয়ন্ত্রণ আনা গিয়েছে ৷ পাশাপাশি প্রতিবেশী দেশকে বারবার কড়া জবাব দেওয়ার পর সীমান্তের ওপার থেকে হামলাও এখন অনেক কমেছে ৷ শুক্রবার উধমপুরে প্রধানমন্ত্রীর ভাষণে সেই বিষয়টিও উঠে এসেছে ৷ তিনি বলেন, ‘‘কয়েক দশক পর জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের ভয় ও সীমান্তপারের গোলাগুলি ছাড়া ভোট হতে চলেছে ৷’’
এ দিন মোদির ভাষণে ধারা 370-এর প্রসঙ্গও উঠে এসেছে ৷ তিনি বলেন, "ক্ষমতার স্বার্থে তারা (বিরোধীরা) জম্মু ও কাশ্মীরে 370 এর একটি প্রাচীর তৈরি করেছিল... আপনাদের আশীর্বাদে মোদি 370 ধারার প্রাচীর ভেঙে দিয়েছে । আমি সেই দেওয়ালের ধ্বংসাবশেষও মাটিতে পুঁতে দিয়েছি । ভারতের রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস ঘোষণা করুক যে তারা 370 ধারা ফিরিয়ে আনবে । তাহলে এই দেশ তাদের দিকে তাকাবেও না ।"
এ দিন কংগ্রেসকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ন্যাশনাল কনফারেন্স, পিডিপি-সহ বিরোধী দলগুলির সমালোচনা করেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "...কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এবং অন্য সব দল জম্মু ও কাশ্মীরকে সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে চায় । জম্মু ও কাশ্মীরের এতটা ক্ষতি কেউ করেনি, যতটা পরিবার পরিচালিত দলগুলো করেছে ।’’ জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলি শুধু পরিবারের জন্য কাজ করে বলেও তিনি দাবি করেন ৷ একই সঙ্গে এ দিন তাঁর ভাষণে মোদির গ্যারান্টির কথা উঠে এসেছে ৷ দেশ গঠনের জন্য তিনি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেছেন ৷
প্রসঙ্গত, উধমপুর লোকসভা আসন বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ, এই আসনে 2014 সালে তৎকালীন কংগ্রেস প্রার্থী গুলাম নবি আজাদকে হারিয়ে সাংসদ হন বিজেপির জিতেন্দ্র সিং ৷ 2019 সালেও তিনি এই আসনে জিতেছেন ৷ মোদির মন্ত্রিসভার সদস্য জিতেন্দ্রকে আবার প্রার্থী করেছে ৷ আগামী 19 এপ্রিল প্রথম দফায় ওই আসনে ভোট ৷
(এএনআই)
আরও পড়ুন: