শ্রীনগর, 21 জুন: দেশ তথা সারা বিশ্ব জুড়ে 10 তম যোগ দিবস পালিত হচ্ছে আজ, 21 জুন ৷ জম্মু ও কাশ্মীর থেকে এই বিশেষ দিনটি উদযাপন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শ্রীনগরের ডাল লেকের তীরে স্থিত শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনসন কমপ্লেক্সে এই বিশেষ দিনটির আয়োজন করা হয়েছে ৷ সেই আয়োজনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই বছর যোগ দিবসের প্রধান বিষয় হল, 'নিজের এবং সমাজের জন্য যোগ' ৷ ব্যক্তি মঙ্গল এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে যোগের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর অধিক জোর দেওয়া হয়েছে এই বছর ৷ এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মোদি ৷ পোস্টে তিনি লেখেন, "আজ 10 তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করছি ৷ যোগব্যায়ামকে দৈনন্দিন জীবনের একটি অংশ করার জন্য সকলের কাছে আমি অনুরোধ করছি ৷ যোগব্যায়াম শক্তি, সুস্বাস্থ্য এবং সুস্থতা বৃদ্ধি করে । শ্রীনগরে এই বছরের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আনন্দিত ।"
শুক্রবার যোগ দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা এবং আয়ুষ মন্ত্রী প্রতাপরাও গণপতরাও যাদব ৷ শ্রীনগর থেকে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ শ্রীনগরকে যোগ ও সাধনার ভূমি বলে উল্লেখ করে তিনি বলেন, "আজকের এই দৃশ্য সারা বিশ্বের মানুষের উপর বিশেষ প্রভাব ফেলেছে ৷ 10 বছরের একটি ঐতিহাসিক যাত্রা পূর্ণ হল আজ ৷ মনযোগ সহকারে যে কোনও কাজ করার ক্ষেত্রে যোগব্যায়ামের অপরিসীম গুরুত্ব রয়েছে ৷ তাই দৈনন্দিন জীবনের আর পাঁচটা কাজের মতো যোগব্যায়ামের অভ্যাস করুন ৷"
তিনি আরও বলেন, "গত 10 বছরে যোগব্যায়ামের মাধ্যমে নতুন অর্থনীতির পথ প্রশস্ত হয়েছে । ঋষিকেশ এবং কাশী থেকে কেরল পর্যন্ত যোগের মাধ্যমে পর্যটনের একটি নতুন সংযোগ দেখা গিয়েছে । সঠিক পদ্ধতিতে যোগব্যায়াম শেখার জন্য সারা বিশ্ব থেকে পর্যটকরা ভারতে আসছেন ।" সেইসঙ্গে তাঁর বক্তব্যে ফ্রান্সের 101 বছরের বৃদ্ধার প্রসঙ্গও তুলে ধরেছেন মোদি ৷ যোগব্যায়ামের প্রশিক্ষক ওই বৃদ্ধাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে ভারতের তরফে ।
2014 সালের 27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য প্রস্তাব দেন । এরপর 2014 সালের 11 ডিসেম্বর 193টি দেশের মধ্যে 175টি দেশের সমর্থনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালনে রাষ্ট্রসংঘের সম্মতি পাওয়া যায় । সম্মতি পাওয়ার পর 2015 সালর 21 জুন প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় । তারপর থেকে 21 জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করে সারা বিশ্ব ৷ প্রতিবছরের মতো এবছরও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সারা বিশ্বে যোগ শিবির এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ রাজনীতিক থেকে সেলিব্রিটি, এই বিশেষ দিনটি উদযাপনের জন্য বিভিন্ন যোগ শিবিরে অংশগ্রহণ করেছেন সকলেই ৷