ETV Bharat / bharat

মোদির প্রধানমন্ত্রীত্বে বাধা হবে না বিজেপির সংবিধান, কেজরির দাবি উড়িয়ে মন্তব্য শাহর - LOK SABHA ELECTION - LOK SABHA ELECTION

Amit Shah Replied Arvind Kejriwal: কয়েক ঘণ্টার মধ্য়েই আপ প্রধানের দাবি খারিজ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । মোদি মন্ত্রিসভার 'নম্বর টু' জানিয়ে দিলেন বয়স 75 পেরলেই নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকবেন না, এমন ভাবার কোনও কারণ নেই।

Amit Shah
অমিত শাহ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 10:36 PM IST

নয়াদিল্লি, 11 মে: ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। দিল্লির মুখ্যমন্ত্রীকে কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার জামিন পাওয়ার একদিন পর শনিবার আপ প্রধান জানান, এবার বিজেপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যে দেশের প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। এই বক্তব্য প্রকাশ্যে আসার অব্যবহিত পরেই জবাব দিলেন শাহ। স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপির সংবিধানে এমন কোনও কথা লেখা নেই যার জেরে কারও বয়স 75 বছর পেরিয়ে গেলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিজেপির ইতিহাসের সফলতম সভাপতি আরও জানান, নরেন্দ্র মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে কোনও সংশয় নেই। পাশাপাশি আপ-সহ বিরোধী শিবিরকে কড়া আক্রমণও করেন তিনি।

শাহ বলেন,"অরবিন্দ-সহ বিরোধী জোটের নেতাদের বলতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স 75 হতে চলেছে বলে আনন্দিত হওয়ার কিছু নেই। বিজেপির সংবিধানে এমন কোনও কথা বলা নেই যার ফলে 75 বয়স পেরিয়ে গেলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। নরেন্দ্র মোদি নিজের মেয়াদ শেষ করবেন। আগামিদিনে তিনিই দেশকে নেতৃত্ব দেবেন। বিজেপি কর্মীদের মধ্যে এ নিয়ে কোনও সংশয় নেই।"

শাহের বক্তব্য প্রকাশ্যে আসার আগে এ নিয়ে সরব হন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন,"বিজেপি জানতে চায় ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? আমি জানতে চাই বিজেপির প্রধানমন্ত্রীর মুখ কে? আগামী বছরের সেপ্টেম্বর মাসে মোদিজির বয়স 75 হচ্ছে। তিনিই নিজেই ঠিক করেছেন এই বয়সে পৌঁছলে একজন নেতাকে অবসর নিতে হবে। লালকৃষ্ণ আদবানী থেকে মুরলী মনোহর যোশী, সুমিত্রা মহাজনদের অবসরে পাঠিয়েছেন। সেভাবেই নরেন্দ্র মোদিকেও অবসর নিতে হবে। তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে ভোট চাইছেন। এখানেই প্রশ্ন, শাহ কি মোদির প্রতিশ্রুতি পূরণের দায়িত্ব নেবেন। "

নয়াদিল্লি, 11 মে: ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। দিল্লির মুখ্যমন্ত্রীকে কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার জামিন পাওয়ার একদিন পর শনিবার আপ প্রধান জানান, এবার বিজেপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যে দেশের প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। এই বক্তব্য প্রকাশ্যে আসার অব্যবহিত পরেই জবাব দিলেন শাহ। স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপির সংবিধানে এমন কোনও কথা লেখা নেই যার জেরে কারও বয়স 75 বছর পেরিয়ে গেলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিজেপির ইতিহাসের সফলতম সভাপতি আরও জানান, নরেন্দ্র মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে কোনও সংশয় নেই। পাশাপাশি আপ-সহ বিরোধী শিবিরকে কড়া আক্রমণও করেন তিনি।

শাহ বলেন,"অরবিন্দ-সহ বিরোধী জোটের নেতাদের বলতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স 75 হতে চলেছে বলে আনন্দিত হওয়ার কিছু নেই। বিজেপির সংবিধানে এমন কোনও কথা বলা নেই যার ফলে 75 বয়স পেরিয়ে গেলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। নরেন্দ্র মোদি নিজের মেয়াদ শেষ করবেন। আগামিদিনে তিনিই দেশকে নেতৃত্ব দেবেন। বিজেপি কর্মীদের মধ্যে এ নিয়ে কোনও সংশয় নেই।"

শাহের বক্তব্য প্রকাশ্যে আসার আগে এ নিয়ে সরব হন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন,"বিজেপি জানতে চায় ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? আমি জানতে চাই বিজেপির প্রধানমন্ত্রীর মুখ কে? আগামী বছরের সেপ্টেম্বর মাসে মোদিজির বয়স 75 হচ্ছে। তিনিই নিজেই ঠিক করেছেন এই বয়সে পৌঁছলে একজন নেতাকে অবসর নিতে হবে। লালকৃষ্ণ আদবানী থেকে মুরলী মনোহর যোশী, সুমিত্রা মহাজনদের অবসরে পাঠিয়েছেন। সেভাবেই নরেন্দ্র মোদিকেও অবসর নিতে হবে। তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে ভোট চাইছেন। এখানেই প্রশ্ন, শাহ কি মোদির প্রতিশ্রুতি পূরণের দায়িত্ব নেবেন। "

আরও পড়ুন:

1. বিজেপি জিতলে এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি অরবিন্দ কেজরিওয়ালের
2. এবারও প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে না কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রী মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.