বারণসী,9 মার্চ: আসন্ন লোকসভা ভোটে ফের বারাণসী থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন নরেন্দ্র মোদি। ভোটের ভারতে তাই সময় নষ্ট না-করেই একের পর এক চমক দিয়ে চলেছেন তিনি। যার প্রমাণ বারাণসীতে শিবরাত্রির দিনই পৌঁছে যাওয়া। শুধু পৌঁছে যাওয়াই নয়, কাশী বিশ্বনাথ মন্দিরে শনিবার পুজোও দিলেন প্রধানমন্ত্রী।
নিয়ম মেনে শিবরাত্রির দিনেই কাশী বিশ্বনাথ মন্দিরে গেলেন মোদি। ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। পুজো করেই থামলেন না। বারাণসীর রাজপথে করলেন রোড শো-ও। মোদির সেই রোড শো ছিল চোখে পড়ার মতোই । বারাণসীতে যাওয়ার আগে উত্তরবঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী। শিলিগুড়িতে জনসভা করার পরই সরাসরি পৌঁছে যান যোগীরাজ্যে । পুজো দেন সাড়ম্বরে ।
এদিন বারাণসীতে রোড শো'য়ে মোদি জানান, তৃতীয়বার বারণসীর সেবা করতে চান তিনি । পাশাপাশি বিজেপির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "2014 সাল থেকে আমার উপর বিশ্বাস রাখার জন্য আমি কৃতজ্ঞ । এই দেশ, আমার উপর বিশ্বাস রেখেছে, বারাণসীর মানুষও সেই ভরসা বজায় রেখেছে । আমি আপনাদের নিরাশ করব না ।"
গত দশ বছরে উন্নতির চরম শিখরে পৌঁছেছে কাশী। উন্নয়নের অনেক পথ বাকি বলে এদিন জানান তিনি । ভিড়ে ঠাসা বারাণসীর রাস্তায় মোদিকে দেখে আপ্লুত জনতা । ভোটের দিন ঘোষণা হতে পারে আগামী সপ্তাহেই । তার আগে বারাণসীর প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদি পালন করলেন নিজের দায়িত্ব ,বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
গুজরাতের মতোই বারাণসীও যে মোদিরই গড়, তা বার বার প্রমাণ করেছন নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই বিজেপির প্রথম তালিকায় 195 জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে ৷ যেখানে প্রথমেই নাম ছিল নরেন্দ্র মোদির ৷ ঘোষণা করা হয়, বারাণসী থেকে ভোটে দাঁড়াচ্ছেন নরেন্দ্র মোদি ৷ হয়তো বিজেপি থেকে বিরোধী মহল, প্রত্যেকেই তাঁর বারাণসী থেকে প্রার্থী হওয়ার বিষয়টিতে অবগত ছিল ৷ এবার, সেই বারাণসীতে প্রার্থী ঘোষণা হওয়ার পরই পৌঁছে গেলেন মোদি ৷
আরও পড়ুন: