বারণসী, 14 মে: মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার সকালে দশাশ্বমেধ ঘাট ও কালভৈরব মন্দিরে পুজো দিয়ে বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়ন পেশ করেন তিনি ৷ কালেক্টেরেটের কাছে মনোনয়ন পেশ করার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ 2014 সালে প্রথমবার এই আসন থেকে জিতেছিলেন নমো । এ বার হ্যাটট্রিকের লক্ষ্যে লড়ছেন তিনি ৷
মঙ্গলবার বারাণসীর জেলাশাসক এস রাজালিঙ্গমের কাছে নরেন্দ্র মোদির মনোনয়ন পেশের সময় তাঁর নাম প্রস্তাব করেন চার প্রস্তাবক ৷ তাঁরা হলেন, পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী, বৈজনাথ প্যাটেল, লালচাঁদ কুশওয়াহা ও সঞ্জয় সোনকর ৷ প্রধানমন্ত্রীর মনোনয়ন পেশের সময় পাশে থাকতে আগেই বারাণসীতে পৌঁছে গিয়েছেন এনডিএ শরিক দলের নেতারা ৷ ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, চন্দ্রবাবু নাইডু, জিতন রাম মাঁঝি, ওমপ্রকাশ রাজভর, সঞ্জয় নিশাদ ও রামদাস আটওয়ালে ৷
তাঁর এক্স হ্যান্ডেলে হিন্দিতে একটি পোস্টে মোদি বলেছেন, "কাশীর সঙ্গে আমার সম্পর্ক আশ্চর্যজনক, অবিচ্ছেদ্য এবং অতুলনীয়...আমি শুধু বলতে পারি যে, এটি ভাষায় প্রকাশ করা যায় না !"
মনোনয়ন পেশের আগের দিনই বারাণসীতে একটি জমকালো রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর তৃতীয় মেয়াদে এই শহরের সেবা করার জন্য আরও অনেক কিছু করার অঙ্গীকার করেন নমো । তাঁর এক্স হ্যান্ডেলে সোমবারের রোড শো থেকে একটি ক্লিপ পোস্ট করে মোদি লেখেন, "কাশীতে আমার পরিবারের সদস্যরা রোড শো চলাকালীন আমার প্রতি যে ভালোবাসা দিয়েছেন এবং আশীর্বাদ করেছেন তা আমার জীবনের একটি অবিস্মরণীয় মুহূর্ত হয়ে উঠেছে ।"
বারাণসীতে ভোটগ্রহণ সপ্তম দফা ৷ ভোট হবে 1 জুন । (পিটিআই)
আরও পড়ুন: