ETV Bharat / bharat

'দেশ গঠনে দান করুন', দলকে 2000 টাকা দিয়ে নাগরিকদের কাছে আর্জি মোদির - নরেন্দ্র মোদি

PM Modi contributes দলকে 2000 টাকা দান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, 'বিকশিত ভারত' গড়তে তিনি এটুকু সহযোগিতা করলেন ৷ দেশ গঠনের লক্ষ্যে নাগরিকদের কাছেও দান করার আর্জি জানিয়েছেন মোদি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 3:55 PM IST

Updated : Mar 3, 2024, 4:18 PM IST

নয়াদিল্লি, 3 মার্চ: দলকে 2000 টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে দলের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতেই তাঁর এই উদ্যোগ ৷ 'দেশ গঠনের এই কাজে' নমোঅ্যাপের মাধ্যমে দান করার জন্য প্রত্যেক নাগরিকের কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করে দেওয়ার পর, লোকসভা ভোটের মুখে দলের অনুদান বৃদ্ধিতে নমোর এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷

বিজেপিকে তাঁর করা দানের রিসিপ্ট কপি আজ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই কপিতে দেখা যাচ্ছে যে, তিনি রবিবার বেলা 2টো নাগাদ ভারতীয় জনতা পার্টিকে 2000 টাকা দান করেছেন ৷ ছবিটার ক্যাপশনে মোদি লেখেন, "বিকশিত ভারত গড়ায় আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করতে বিজেপিতে আমার অবদান রাখতে পেরে আমি খুশি ৷ আমি সবাইকে নমোঅ্যাপের মাধ্যমে ডোনেশন ফর নেশন বিল্ডিং-এর অংশ হতে অনুরোধ করছি ৷"

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ঠিক মুখেই কেন্দ্রকে জোরালো ধাক্কা দিয়ে কেন্দ্রীয় সরকারি প্রকল্প নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্ট ৷ নির্বাচনী বন্ডকে বাতিল ঘোষণা করে শীর্ষ আদালত জানায়, সংবিধানের অধীনে তথ্যের অধিকার এবং বাক ও মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করে । 2018 সালের 2 জানুয়ারি এই নির্বাচনী বন্ড প্রকল্পটি শুরু করেছিল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রের যুক্তি ছিল, এই বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলি অনুদান নিলে, তাদের রাজনৈতিক তহবিলে স্বচ্ছতা বাড়বে ৷ এই প্রকল্পের অধীনে ভারতের যে কোনও নাগরিক বা দেশে নিযুক্ত বা প্রতিষ্ঠিত কোনও সংস্থা নির্বাচনী বন্ড কিনতে পারত ৷

সুপ্রিম কোর্ট ঠিক লোকসভা ভোটের মুখে এই বন্ড বাতিল করে দেওয়ায় দলগুলির আয়ের একটা বড় উৎসে তালা পড়ে যায় ৷ বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, মোটা অঙ্কের নির্বাচনী বন্ডের মাধ্যমে ফুলেফেঁপে উঠেছে ভারতীয় জনতা পার্টির তহবিল ৷ কাজেই ভোটের মুখে দলের আয়ের উৎস বাড়াতে দানের মাধ্যমে স্বয়ং প্রধানমন্ত্রীই দেশবাসীকে পথ দেখালেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ আর তিনি দেশবাসীর কাছে দানের আহ্বান জানানোয়, মোদি-ম্যাজিকে ভর করে ভোটের মুখে বিজেপির আয়ের কিছুটা সংস্থান নিঃসন্দেহে হবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. কেন সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনী বন্ড অসাংবিধানিক, জেনে নিন 10টি কারণ
  2. লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক; রায় সুপ্রিম কোর্টের
  3. 'নির্বাচনী বন্ড আসলে বৈধ ঘুষ', বিজেপি সরকারকে তোপ চিদম্বরমের

নয়াদিল্লি, 3 মার্চ: দলকে 2000 টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে দলের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতেই তাঁর এই উদ্যোগ ৷ 'দেশ গঠনের এই কাজে' নমোঅ্যাপের মাধ্যমে দান করার জন্য প্রত্যেক নাগরিকের কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করে দেওয়ার পর, লোকসভা ভোটের মুখে দলের অনুদান বৃদ্ধিতে নমোর এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷

বিজেপিকে তাঁর করা দানের রিসিপ্ট কপি আজ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই কপিতে দেখা যাচ্ছে যে, তিনি রবিবার বেলা 2টো নাগাদ ভারতীয় জনতা পার্টিকে 2000 টাকা দান করেছেন ৷ ছবিটার ক্যাপশনে মোদি লেখেন, "বিকশিত ভারত গড়ায় আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করতে বিজেপিতে আমার অবদান রাখতে পেরে আমি খুশি ৷ আমি সবাইকে নমোঅ্যাপের মাধ্যমে ডোনেশন ফর নেশন বিল্ডিং-এর অংশ হতে অনুরোধ করছি ৷"

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ঠিক মুখেই কেন্দ্রকে জোরালো ধাক্কা দিয়ে কেন্দ্রীয় সরকারি প্রকল্প নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্ট ৷ নির্বাচনী বন্ডকে বাতিল ঘোষণা করে শীর্ষ আদালত জানায়, সংবিধানের অধীনে তথ্যের অধিকার এবং বাক ও মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করে । 2018 সালের 2 জানুয়ারি এই নির্বাচনী বন্ড প্রকল্পটি শুরু করেছিল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রের যুক্তি ছিল, এই বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলি অনুদান নিলে, তাদের রাজনৈতিক তহবিলে স্বচ্ছতা বাড়বে ৷ এই প্রকল্পের অধীনে ভারতের যে কোনও নাগরিক বা দেশে নিযুক্ত বা প্রতিষ্ঠিত কোনও সংস্থা নির্বাচনী বন্ড কিনতে পারত ৷

সুপ্রিম কোর্ট ঠিক লোকসভা ভোটের মুখে এই বন্ড বাতিল করে দেওয়ায় দলগুলির আয়ের একটা বড় উৎসে তালা পড়ে যায় ৷ বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, মোটা অঙ্কের নির্বাচনী বন্ডের মাধ্যমে ফুলেফেঁপে উঠেছে ভারতীয় জনতা পার্টির তহবিল ৷ কাজেই ভোটের মুখে দলের আয়ের উৎস বাড়াতে দানের মাধ্যমে স্বয়ং প্রধানমন্ত্রীই দেশবাসীকে পথ দেখালেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ আর তিনি দেশবাসীর কাছে দানের আহ্বান জানানোয়, মোদি-ম্যাজিকে ভর করে ভোটের মুখে বিজেপির আয়ের কিছুটা সংস্থান নিঃসন্দেহে হবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. কেন সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনী বন্ড অসাংবিধানিক, জেনে নিন 10টি কারণ
  2. লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক; রায় সুপ্রিম কোর্টের
  3. 'নির্বাচনী বন্ড আসলে বৈধ ঘুষ', বিজেপি সরকারকে তোপ চিদম্বরমের
Last Updated : Mar 3, 2024, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.