ETV Bharat / bharat

'দেশ গঠনে দান করুন', দলকে 2000 টাকা দিয়ে নাগরিকদের কাছে আর্জি মোদির

PM Modi contributes দলকে 2000 টাকা দান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, 'বিকশিত ভারত' গড়তে তিনি এটুকু সহযোগিতা করলেন ৷ দেশ গঠনের লক্ষ্যে নাগরিকদের কাছেও দান করার আর্জি জানিয়েছেন মোদি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 3:55 PM IST

Updated : Mar 3, 2024, 4:18 PM IST

নয়াদিল্লি, 3 মার্চ: দলকে 2000 টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে দলের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতেই তাঁর এই উদ্যোগ ৷ 'দেশ গঠনের এই কাজে' নমোঅ্যাপের মাধ্যমে দান করার জন্য প্রত্যেক নাগরিকের কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করে দেওয়ার পর, লোকসভা ভোটের মুখে দলের অনুদান বৃদ্ধিতে নমোর এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷

বিজেপিকে তাঁর করা দানের রিসিপ্ট কপি আজ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই কপিতে দেখা যাচ্ছে যে, তিনি রবিবার বেলা 2টো নাগাদ ভারতীয় জনতা পার্টিকে 2000 টাকা দান করেছেন ৷ ছবিটার ক্যাপশনে মোদি লেখেন, "বিকশিত ভারত গড়ায় আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করতে বিজেপিতে আমার অবদান রাখতে পেরে আমি খুশি ৷ আমি সবাইকে নমোঅ্যাপের মাধ্যমে ডোনেশন ফর নেশন বিল্ডিং-এর অংশ হতে অনুরোধ করছি ৷"

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ঠিক মুখেই কেন্দ্রকে জোরালো ধাক্কা দিয়ে কেন্দ্রীয় সরকারি প্রকল্প নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্ট ৷ নির্বাচনী বন্ডকে বাতিল ঘোষণা করে শীর্ষ আদালত জানায়, সংবিধানের অধীনে তথ্যের অধিকার এবং বাক ও মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করে । 2018 সালের 2 জানুয়ারি এই নির্বাচনী বন্ড প্রকল্পটি শুরু করেছিল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রের যুক্তি ছিল, এই বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলি অনুদান নিলে, তাদের রাজনৈতিক তহবিলে স্বচ্ছতা বাড়বে ৷ এই প্রকল্পের অধীনে ভারতের যে কোনও নাগরিক বা দেশে নিযুক্ত বা প্রতিষ্ঠিত কোনও সংস্থা নির্বাচনী বন্ড কিনতে পারত ৷

সুপ্রিম কোর্ট ঠিক লোকসভা ভোটের মুখে এই বন্ড বাতিল করে দেওয়ায় দলগুলির আয়ের একটা বড় উৎসে তালা পড়ে যায় ৷ বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, মোটা অঙ্কের নির্বাচনী বন্ডের মাধ্যমে ফুলেফেঁপে উঠেছে ভারতীয় জনতা পার্টির তহবিল ৷ কাজেই ভোটের মুখে দলের আয়ের উৎস বাড়াতে দানের মাধ্যমে স্বয়ং প্রধানমন্ত্রীই দেশবাসীকে পথ দেখালেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ আর তিনি দেশবাসীর কাছে দানের আহ্বান জানানোয়, মোদি-ম্যাজিকে ভর করে ভোটের মুখে বিজেপির আয়ের কিছুটা সংস্থান নিঃসন্দেহে হবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. কেন সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনী বন্ড অসাংবিধানিক, জেনে নিন 10টি কারণ
  2. লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক; রায় সুপ্রিম কোর্টের
  3. 'নির্বাচনী বন্ড আসলে বৈধ ঘুষ', বিজেপি সরকারকে তোপ চিদম্বরমের

নয়াদিল্লি, 3 মার্চ: দলকে 2000 টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে দলের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতেই তাঁর এই উদ্যোগ ৷ 'দেশ গঠনের এই কাজে' নমোঅ্যাপের মাধ্যমে দান করার জন্য প্রত্যেক নাগরিকের কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করে দেওয়ার পর, লোকসভা ভোটের মুখে দলের অনুদান বৃদ্ধিতে নমোর এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷

বিজেপিকে তাঁর করা দানের রিসিপ্ট কপি আজ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই কপিতে দেখা যাচ্ছে যে, তিনি রবিবার বেলা 2টো নাগাদ ভারতীয় জনতা পার্টিকে 2000 টাকা দান করেছেন ৷ ছবিটার ক্যাপশনে মোদি লেখেন, "বিকশিত ভারত গড়ায় আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করতে বিজেপিতে আমার অবদান রাখতে পেরে আমি খুশি ৷ আমি সবাইকে নমোঅ্যাপের মাধ্যমে ডোনেশন ফর নেশন বিল্ডিং-এর অংশ হতে অনুরোধ করছি ৷"

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ঠিক মুখেই কেন্দ্রকে জোরালো ধাক্কা দিয়ে কেন্দ্রীয় সরকারি প্রকল্প নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্ট ৷ নির্বাচনী বন্ডকে বাতিল ঘোষণা করে শীর্ষ আদালত জানায়, সংবিধানের অধীনে তথ্যের অধিকার এবং বাক ও মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করে । 2018 সালের 2 জানুয়ারি এই নির্বাচনী বন্ড প্রকল্পটি শুরু করেছিল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রের যুক্তি ছিল, এই বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলি অনুদান নিলে, তাদের রাজনৈতিক তহবিলে স্বচ্ছতা বাড়বে ৷ এই প্রকল্পের অধীনে ভারতের যে কোনও নাগরিক বা দেশে নিযুক্ত বা প্রতিষ্ঠিত কোনও সংস্থা নির্বাচনী বন্ড কিনতে পারত ৷

সুপ্রিম কোর্ট ঠিক লোকসভা ভোটের মুখে এই বন্ড বাতিল করে দেওয়ায় দলগুলির আয়ের একটা বড় উৎসে তালা পড়ে যায় ৷ বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, মোটা অঙ্কের নির্বাচনী বন্ডের মাধ্যমে ফুলেফেঁপে উঠেছে ভারতীয় জনতা পার্টির তহবিল ৷ কাজেই ভোটের মুখে দলের আয়ের উৎস বাড়াতে দানের মাধ্যমে স্বয়ং প্রধানমন্ত্রীই দেশবাসীকে পথ দেখালেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ আর তিনি দেশবাসীর কাছে দানের আহ্বান জানানোয়, মোদি-ম্যাজিকে ভর করে ভোটের মুখে বিজেপির আয়ের কিছুটা সংস্থান নিঃসন্দেহে হবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. কেন সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনী বন্ড অসাংবিধানিক, জেনে নিন 10টি কারণ
  2. লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক; রায় সুপ্রিম কোর্টের
  3. 'নির্বাচনী বন্ড আসলে বৈধ ঘুষ', বিজেপি সরকারকে তোপ চিদম্বরমের
Last Updated : Mar 3, 2024, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.