ETV Bharat / bharat

ভোটের আগে শেষ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি - BJP

PM Modi chairs Union Council of Ministers: প্রধানমন্ত্রী মোদি বিভিন্ন মন্ত্রকের কাজ যেমন পর্যালোচনা করবেন, তেমনই মন্ত্রীদের নয়া কোনও দিশাও দিতে পারেন বলে মনে করা হচ্ছে। পরবর্তী 100 দিনের রোডম্যাপ নিয়েও আলোচনা করতে পারেন বলেও মনে করা হচ্ছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Mar 3, 2024, 5:43 PM IST

নয়াদিল্লি, 3 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 'বিকশিত ভারত' এবং আসন্ন লোকসভা নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করতে মন্ত্রিসভার বৈঠক করবেন। বিজেপি সূত্রে খবর, বৈঠকটি দিল্লির চাণক্যপুরীর সুষমা স্বরাজ ভবনে অনুষ্ঠিত হবে ৷ বর্তমান কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় মেয়াদে এটিই শেষ মন্ত্রিসভার বৈঠক হতে পারে বলে খবর। আগামী সপ্তাহের পর যেকোনও সময় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বিভিন্ন মন্ত্রকের কাজ যেমন পর্যালোচনা করবেন, তেমনই মন্ত্রীদের নয়া কোনও দিশাও দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তিনি সাধারণ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলেও জানা গিয়েছে ৷ পরবর্তী 100 দিনের রোডম্যাপ নিয়েও আলোচনা করতে পারেন বলেও মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদি নিয়মিতভাবে তাঁর মন্ত্রী পরিষদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। অন্তর্বর্তী বাজেটে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা করেছিলেন, সরকার জুলাই মাসে বাজেটে বিকশিত ভারত-এর জন্য একটি বিশদ রোডম্যাপ দেবেন।

নরেন্দ্র মোদি সরকার ক্ষমতা ধরে রাখার ব্যাপারে এক প্রকার নিশ্চিত ৷ বৈঠকে উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজধানীতে সুষমা স্বরাজ ভবনে 3 মার্চ কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন। লোকসভা নির্বাচনের আগে এই সমাবেশ চূড়ান্ত হতে পারে বলে আশা করছে বিজেপি শিবির ৷ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিজেপির নেতৃত্বে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) কেন্দ্রে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী ৷ (এএনআই)

নয়াদিল্লি, 3 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 'বিকশিত ভারত' এবং আসন্ন লোকসভা নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করতে মন্ত্রিসভার বৈঠক করবেন। বিজেপি সূত্রে খবর, বৈঠকটি দিল্লির চাণক্যপুরীর সুষমা স্বরাজ ভবনে অনুষ্ঠিত হবে ৷ বর্তমান কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় মেয়াদে এটিই শেষ মন্ত্রিসভার বৈঠক হতে পারে বলে খবর। আগামী সপ্তাহের পর যেকোনও সময় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বিভিন্ন মন্ত্রকের কাজ যেমন পর্যালোচনা করবেন, তেমনই মন্ত্রীদের নয়া কোনও দিশাও দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তিনি সাধারণ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলেও জানা গিয়েছে ৷ পরবর্তী 100 দিনের রোডম্যাপ নিয়েও আলোচনা করতে পারেন বলেও মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদি নিয়মিতভাবে তাঁর মন্ত্রী পরিষদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। অন্তর্বর্তী বাজেটে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা করেছিলেন, সরকার জুলাই মাসে বাজেটে বিকশিত ভারত-এর জন্য একটি বিশদ রোডম্যাপ দেবেন।

নরেন্দ্র মোদি সরকার ক্ষমতা ধরে রাখার ব্যাপারে এক প্রকার নিশ্চিত ৷ বৈঠকে উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজধানীতে সুষমা স্বরাজ ভবনে 3 মার্চ কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন। লোকসভা নির্বাচনের আগে এই সমাবেশ চূড়ান্ত হতে পারে বলে আশা করছে বিজেপি শিবির ৷ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিজেপির নেতৃত্বে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) কেন্দ্রে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী ৷ (এএনআই)

আরও পড়ুন

প্রথম প্রার্থী তালিকায় নেই বর্তমান 33 সাংসদ, নতুন মুখে আস্থা রাখছে বিজেপি

চালক-সহকারী ফোনে ক্রিকেট দেখায় মত্ত ছিলেন, অন্ধ্রে রেল দুর্ঘটনার কারণ দর্শালেন রেলমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.