ETV Bharat / bharat

মরণোত্তর ডিগ্রি দিয়ে নজির শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 6:10 PM IST

Shree Somnath Sanskrut University: শুক্রবার সমাবর্তন হল গুজরাতের গিরসোমনাথে অবস্থিত শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ৷ এটা ওই বিশ্ববিদ্যালয়ের 16তম সমাবর্তন ৷ সেখানে হাজির ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত ৷ সেখানে একজনকে মরণোত্তর ডিগ্রি দেওয়া হয় ৷ প্রথমবার এমন নজির তৈরি হল ৷

Shree Somnath Sanskrut University
Shree Somnath Sanskrut University

গিরসোমনাথ (গুজরাত), 16 ফেব্রুয়ারি: মরণোত্তর ডিগ্রি প্রদান করা হল গুজরাতের গিরসোমনাথে অবস্থিত শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ৷ এই প্রথম মরণোত্তর ডিগ্রি প্রদানের এই নজির তৈরি হল ৷ শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে শুক্রবার 16তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সেখানেই মরণোত্তর ডিগ্রি প্রদান করা হয় ৷

প্রাচীর বাসিন্দা জয়েশ মেহতাকে দেওয়া হয়েছে এই মরণোত্তর ডিগ্রি ৷ তিনি শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় পড়াশোনা চলাকালীন হঠাৎ মারা যান । মৃত্যুর আগে জয়েশ মেহতা তাঁকে দেওয়া সমস্ত পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছিলেন । প্রয়াত জয়েশ মেহতা বিশ্ববিদ্যালয়ের আচার্যে তথা রাজ্যপাল আচার্য দেবব্রতের বিশেষ অনুমোদনে সফলতার সঙ্গে পড়াশোনা শেষ করেছিলেন ৷

Shree Somnath Sanskrut University
শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে শুক্রবার 16তম সমাবর্তন অনুষ্ঠান

প্রয়াত জয়েশ মেহতার স্ত্রী হিরাল মেহতা বলেন, ‘‘আজ আমার প্রয়াত স্বামীর পিএইচডি করার স্বপ্ন পূরণ হয়েছে । আমি শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাতে চাই ৷’’ শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক দশরথ যাদব হিরাল মেহতার হাতে জয়েশ মেহতার মরণোত্তর ডিগ্রি তুলে দেওয়া হয় ৷

Shree Somnath Sanskrut University
শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে শুক্রবার 16তম সমাবর্তন অনুষ্ঠান

এ দিনের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত ৷ তিনি সংস্কৃত বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পড়ুয়াদের ডিগ্রি প্রদান করেন ৷ মোট 697 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয় । যার মধ্যে রয়েছে শাস্ত্রী, আচার্য ও পিএইচডি স্তরের ডিগ্রি । সংস্কৃত ভাষায় বিশেষ অবদানের সঙ্গে পড়াশোনা শেষ করার জন্য মোট 31 জন শিক্ষার্থীকে সোনা ও রুপোর পদকও দেওয়া হয়েছে । শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংস্কৃত ভাষায় পড়াশোনার প্রশংসা করেন ।

আরও পড়ুন:

  1. আইআইটি খড়গপুরের সমাবর্তনে এসে প্রযুক্তিতে মহিলাদের এগিয়ে যাওয়ার বার্তা রাষ্ট্রপতির
  2. দেখতে এক, নম্বরও এক ! সমাবর্তনে নজর কাড়লেন গোল্ড মেডেল প্রাপক শুভেন্দু-দিব্যেন্দু
  3. স্বর্ণপদক প্রত্যাখান, সমাবর্তন অনুষ্ঠানে বাদ কৃতি ছাত্রী

গিরসোমনাথ (গুজরাত), 16 ফেব্রুয়ারি: মরণোত্তর ডিগ্রি প্রদান করা হল গুজরাতের গিরসোমনাথে অবস্থিত শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ৷ এই প্রথম মরণোত্তর ডিগ্রি প্রদানের এই নজির তৈরি হল ৷ শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে শুক্রবার 16তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সেখানেই মরণোত্তর ডিগ্রি প্রদান করা হয় ৷

প্রাচীর বাসিন্দা জয়েশ মেহতাকে দেওয়া হয়েছে এই মরণোত্তর ডিগ্রি ৷ তিনি শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় পড়াশোনা চলাকালীন হঠাৎ মারা যান । মৃত্যুর আগে জয়েশ মেহতা তাঁকে দেওয়া সমস্ত পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছিলেন । প্রয়াত জয়েশ মেহতা বিশ্ববিদ্যালয়ের আচার্যে তথা রাজ্যপাল আচার্য দেবব্রতের বিশেষ অনুমোদনে সফলতার সঙ্গে পড়াশোনা শেষ করেছিলেন ৷

Shree Somnath Sanskrut University
শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে শুক্রবার 16তম সমাবর্তন অনুষ্ঠান

প্রয়াত জয়েশ মেহতার স্ত্রী হিরাল মেহতা বলেন, ‘‘আজ আমার প্রয়াত স্বামীর পিএইচডি করার স্বপ্ন পূরণ হয়েছে । আমি শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাতে চাই ৷’’ শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক দশরথ যাদব হিরাল মেহতার হাতে জয়েশ মেহতার মরণোত্তর ডিগ্রি তুলে দেওয়া হয় ৷

Shree Somnath Sanskrut University
শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে শুক্রবার 16তম সমাবর্তন অনুষ্ঠান

এ দিনের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত ৷ তিনি সংস্কৃত বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পড়ুয়াদের ডিগ্রি প্রদান করেন ৷ মোট 697 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয় । যার মধ্যে রয়েছে শাস্ত্রী, আচার্য ও পিএইচডি স্তরের ডিগ্রি । সংস্কৃত ভাষায় বিশেষ অবদানের সঙ্গে পড়াশোনা শেষ করার জন্য মোট 31 জন শিক্ষার্থীকে সোনা ও রুপোর পদকও দেওয়া হয়েছে । শ্রী সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংস্কৃত ভাষায় পড়াশোনার প্রশংসা করেন ।

আরও পড়ুন:

  1. আইআইটি খড়গপুরের সমাবর্তনে এসে প্রযুক্তিতে মহিলাদের এগিয়ে যাওয়ার বার্তা রাষ্ট্রপতির
  2. দেখতে এক, নম্বরও এক ! সমাবর্তনে নজর কাড়লেন গোল্ড মেডেল প্রাপক শুভেন্দু-দিব্যেন্দু
  3. স্বর্ণপদক প্রত্যাখান, সমাবর্তন অনুষ্ঠানে বাদ কৃতি ছাত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.