ETV Bharat / bharat

NEET পেপার ফাঁসে নয়া মোড় ! আগের রাতেই মিলেছিল উত্তরপত্র, স্বীকারোক্তি বিহারের এক ছাত্রের - NEET Paper Leak Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 5:06 PM IST

NEET Paper Leak: নিট প্রশ্নপত্র ফাঁসে প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে ৷ এবার বিহারের এক ছাত্র জানাল, পরীক্ষার একদিন আগেই তাঁর কাছে প্রশ্নপত্র ও উত্তরপত্র পৌঁছে গিয়েছিল ৷

NEET Paper Leak
নিট পরীক্ষার্থী (ইটিভি ভারত)

পটনা, 20 জুন: বিহারের ইকোনমিক অফেন্সেস ইউনিট নিট (মেডিক্যাল জয়েন্ট) পেপার ফাঁস মামলার তদন্ত করছে। তাতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ মঙ্গলবার এবং বুধবার 9 জন ছাত্রকে তাঁদের অভিভাবকদের সঙ্গে পাটনায় ডাকা হয়েছিল। এক শিক্ষার্থী জানিয়েছেন, পরীক্ষার আগেরদিন রাতেই তাঁর কাছে প্রশ্নপত্র ও উত্তরপত্র চলে এসেছিল ৷

পটনার ছাত্রের স্বীকারোক্তি: অনুরাগ যাদব নামে ওই ছাত্র জানান, কোটায় তিনি নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ তাঁর কাকা সিকন্দর প্রসাদ যাদভেন্দু দানাপুর পৌরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার ৷ তাঁকে কোটা থেকে ফিরে আসতে বলা হয়। পটনায় আসার পর তাঁকে উত্তরপত্র মুখস্ত করানো হয় ৷ ওই ছাত্রের কথায়, ‘‘আমাকে নিট প্রশ্নপত্রের উত্তর মুখস্ত করার জন্য তৈরি করা হয়েছিল ৷ 4 মে সিকন্দর প্রসাদ অমিত আনন্দ এবং নীতীশ কুমারের কাছে রেখে যান। যেখানে নিট পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্রও দেওয়া হয়েছিল । সারারাত সেটি মুখস্থ করানো হয় । ডিওয়াই পাতিল স্কুলে পরীক্ষাকেন্দ্র পড়েছিল । পরীক্ষায় একই প্রশ্ন এসেছিল ৷’’

NEET Paper Leak
পরীক্ষার একদিন আগেই তাঁর কাছে প্রশ্নপত্র ও উত্তরপত্র পৌঁছে গিয়েছিল (ইটিভি ভারত)

অন্যদিকে আজই নিট-ইউজি 2024 বাতিলের আবেদন মামলায় কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট ৷ মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষায় অংশ নেওয়া 20 জন শিক্ষার্থীর দায়ের করা আবেদনের মধ্যে একটি আবেদন, এনটিএ এবং অন্যান্যদের কাছে নতুন করে পরীক্ষা পরিচালনা করার নির্দেশ চেয়েছে । আদালতের নজরদারিতে তার তদন্তের বিষয়েও প্রতিক্রিয়া চেয়েছে শীর্ষ আদালত ৷

এনটিএ আগেই জানিয়েছিল, সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি 2024-এ অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের নম্বর বাতিল করা হবে ৷ তার বদলে পরীক্ষার্থীরা আরও একবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন । 23 জুন হবে ওই পরীক্ষা ৷ প্রসঙ্গত, 5 মে 4,750টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রায় 24 লাখ পরীক্ষার্থী এতে অংশ নেয়।

পটনা, 20 জুন: বিহারের ইকোনমিক অফেন্সেস ইউনিট নিট (মেডিক্যাল জয়েন্ট) পেপার ফাঁস মামলার তদন্ত করছে। তাতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ মঙ্গলবার এবং বুধবার 9 জন ছাত্রকে তাঁদের অভিভাবকদের সঙ্গে পাটনায় ডাকা হয়েছিল। এক শিক্ষার্থী জানিয়েছেন, পরীক্ষার আগেরদিন রাতেই তাঁর কাছে প্রশ্নপত্র ও উত্তরপত্র চলে এসেছিল ৷

পটনার ছাত্রের স্বীকারোক্তি: অনুরাগ যাদব নামে ওই ছাত্র জানান, কোটায় তিনি নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ তাঁর কাকা সিকন্দর প্রসাদ যাদভেন্দু দানাপুর পৌরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার ৷ তাঁকে কোটা থেকে ফিরে আসতে বলা হয়। পটনায় আসার পর তাঁকে উত্তরপত্র মুখস্ত করানো হয় ৷ ওই ছাত্রের কথায়, ‘‘আমাকে নিট প্রশ্নপত্রের উত্তর মুখস্ত করার জন্য তৈরি করা হয়েছিল ৷ 4 মে সিকন্দর প্রসাদ অমিত আনন্দ এবং নীতীশ কুমারের কাছে রেখে যান। যেখানে নিট পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্রও দেওয়া হয়েছিল । সারারাত সেটি মুখস্থ করানো হয় । ডিওয়াই পাতিল স্কুলে পরীক্ষাকেন্দ্র পড়েছিল । পরীক্ষায় একই প্রশ্ন এসেছিল ৷’’

NEET Paper Leak
পরীক্ষার একদিন আগেই তাঁর কাছে প্রশ্নপত্র ও উত্তরপত্র পৌঁছে গিয়েছিল (ইটিভি ভারত)

অন্যদিকে আজই নিট-ইউজি 2024 বাতিলের আবেদন মামলায় কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট ৷ মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষায় অংশ নেওয়া 20 জন শিক্ষার্থীর দায়ের করা আবেদনের মধ্যে একটি আবেদন, এনটিএ এবং অন্যান্যদের কাছে নতুন করে পরীক্ষা পরিচালনা করার নির্দেশ চেয়েছে । আদালতের নজরদারিতে তার তদন্তের বিষয়েও প্রতিক্রিয়া চেয়েছে শীর্ষ আদালত ৷

এনটিএ আগেই জানিয়েছিল, সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি 2024-এ অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের নম্বর বাতিল করা হবে ৷ তার বদলে পরীক্ষার্থীরা আরও একবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন । 23 জুন হবে ওই পরীক্ষা ৷ প্রসঙ্গত, 5 মে 4,750টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রায় 24 লাখ পরীক্ষার্থী এতে অংশ নেয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.