ETV Bharat / bharat

ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন, ঝলসে মৃত্যু রোগীর - Kozhikode Ambulance Fire - KOZHIKODE AMBULANCE FIRE

Ambulance Caught Fire: হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে আগুন লেগে ঝলসে মৃত্যু রোগীর ৷ কেরলের কোঝিকোড়ের ঘটনা ৷

Ambulance Caught Fire
অ্যাম্বুলেন্সে আগুন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 2:49 PM IST

অ্যাম্বুলেন্সে আগুন (ইটিভি ভারত)

কোঝিকোড়ে, 14 মে: মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কেরলের কোঝিকোড়েতে ৷ রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে আগুন লেগে গেল অ্যাম্বুলেন্সে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রোগীর ৷ গুরুতর জখম হন আরও 6 জন ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷

মঙ্গলবার সকালে রোগী-সহ 7 জনকে নিয়ে স্থানীয় অ্যাস্টার মিমস্ হাসপাতালে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স ৷ ভোর 3টা 50 মিনিট নাগাদ কোঝিকোড়ের মিনি বাইপাসের উপর অ্যাস্টার মিমস্ হাসপাতালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি ৷ নিমেষের মধ্যেই আগুন লেগে যায় গাড়িতে ৷ দাউদাউ করে জ্বলতে থাকে অ্যাম্বুলেন্সটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 58 বছর বয়সি নাদাপুরামের বাসিন্দা সুলচনার ৷ গুরুতর জখম হন গাড়িতে থাকা বাকি 6 জন ৷

জানা গিয়েছে, মালাবার মেডিক্যাল কলেজে ভরতি ছিলেন সুলচনা ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে অ্যাস্টার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল ৷ আজ সকালে সুলচনা দেবীকে অ্যাস্টার হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালের 6 কর্মী ৷ কিন্তু অ্যাস্টার মিমস্ হাসপাতালের কাছে রাস্তাতেই বিপত্তি ঘটে ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ কীভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ আহতদের অবিলম্বে অ্যাস্টার মিমস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ খবর দেওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছয় মীনচান্থার দমকল বাহিনী ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় অ্যাম্বুলেন্সের আগুন নেভানো হয় ৷ দুর্ঘটনায় জখম 6 জনের ওই হাসপাতালে চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন:

অ্যাম্বুলেন্সে আগুন (ইটিভি ভারত)

কোঝিকোড়ে, 14 মে: মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কেরলের কোঝিকোড়েতে ৷ রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে আগুন লেগে গেল অ্যাম্বুলেন্সে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রোগীর ৷ গুরুতর জখম হন আরও 6 জন ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷

মঙ্গলবার সকালে রোগী-সহ 7 জনকে নিয়ে স্থানীয় অ্যাস্টার মিমস্ হাসপাতালে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স ৷ ভোর 3টা 50 মিনিট নাগাদ কোঝিকোড়ের মিনি বাইপাসের উপর অ্যাস্টার মিমস্ হাসপাতালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি ৷ নিমেষের মধ্যেই আগুন লেগে যায় গাড়িতে ৷ দাউদাউ করে জ্বলতে থাকে অ্যাম্বুলেন্সটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 58 বছর বয়সি নাদাপুরামের বাসিন্দা সুলচনার ৷ গুরুতর জখম হন গাড়িতে থাকা বাকি 6 জন ৷

জানা গিয়েছে, মালাবার মেডিক্যাল কলেজে ভরতি ছিলেন সুলচনা ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে অ্যাস্টার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল ৷ আজ সকালে সুলচনা দেবীকে অ্যাস্টার হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালের 6 কর্মী ৷ কিন্তু অ্যাস্টার মিমস্ হাসপাতালের কাছে রাস্তাতেই বিপত্তি ঘটে ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ কীভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ আহতদের অবিলম্বে অ্যাস্টার মিমস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ খবর দেওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছয় মীনচান্থার দমকল বাহিনী ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় অ্যাম্বুলেন্সের আগুন নেভানো হয় ৷ দুর্ঘটনায় জখম 6 জনের ওই হাসপাতালে চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.