নয়াদিল্লি, 1 অগস্ট: নবনির্মিত রামমন্দিরের ছাদ থেকে জল পড়ছিল ৷ এবার সেন্ট্রাল ভিস্তায় সংসদ ভবনের লবিতে ছাদ চুঁইয়ে জল পড়ছে ৷ তাই লবির ওই জায়গাটিতে একটি নীল রঙের বালতি রাখা রয়েছে ৷ এই অবস্থার ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ মণিকম টেগোর ৷ একই ভিডিয়ো শেয়ার করেছেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব ৷
কংগ্রেস নেতা ভিডিয়োটি পোস্ট করে বিজেপির নেতৃত্বে গঠিত তৃতীয় এনডিএ সরকারকে কটাক্ষ করে লিখেছেন, "বাইরে পেপারলিক, ভিতরে ওয়াটার লিকেজ ৷ নির্মাণের একবছর পরেই এই অবস্থা হয়েছে ৷ এই লবিটি দেশের রাষ্ট্রপতির জন্য নির্দিষ্ট ৷" তিনি এবিষয়টি খতিয়ে দেখতে লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করেছেন ৷ একটি বিশেষ কমিটি তৈরি হোক, যে কমিটি সংসদ ভবনের অন্দরে লবিতে জল পড়ার বিষয়টি ভালো করে খতিয়ে দেখুন, আলোচনার জন্য আবেদন জানিয়েছে কংগ্রেস সাংসদ ৷
Paper leakage outside,
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 1, 2024
water leakage inside. The recent water leakage in the Parliament lobby used by the President highlights urgent weather resilience issues in the new building, just a year after completion.
Moving Adjournment motion on this issue in Loksabha. #Parliament pic.twitter.com/kNFJ9Ld21d
বৃহস্পতিবার তিনি বলেন, "গতকাল ভারী বৃষ্টি হয়েছিল ৷ তার জন্য সংসদ ভবনের লবিতে জল পড়ছে ৷ ওই রাস্তা দিয়েই দেশের রাষ্ট্রপতি সংসদ ভবনে প্রবেশ করেন ৷ এনিয়ে আমি কথা বলতে চাই ৷" এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করে ওয়াটারলিকেজ সরকার বলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ৷ এদিন তিনি সাংবাদিকদের বলেন, "ওয়াটার লিক সরকার তো ওয়াটার লিক সরকারই হবে ৷ সংসদ ভবন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অহঙ্কারের প্রাসাদ ৷ ভারতের মানুষ তাঁকে শিক্ষা দিয়েছে ৷ এদিকে স্বাভাবিক ভাবে হওয়া এই লিকেজও তাঁকে একই কথা বলছে ৷"
#ParliamentMonsoonSession | Congress MP Manickam Tagore gives adjournment motion notice in Lok Sabha to " form a specialized committee, comprising all party mps, to inspect the parliament building thoroughly following water leaks inside the parliament lobby yesterday due to heavy… pic.twitter.com/fr8OKNumFb
— ANI (@ANI) August 1, 2024
সাংবাদিকরা বলেন, খুব তাড়াহুড়ো করে তৈরি হয়েছে বলে মনে হচ্ছে ৷ তার উত্তরে মহুয়া বলেন, "আমরা তো প্রথম দিন থেকে এটা বলে এসেছি ৷ ভারত মণ্ডপমের অবস্থা দেখেছেন ? কোনও সভ্য দেশে এরকম দেখেছেন যে, দেশের প্রধান শোপিস দিয়ে এরকম করে জল পড়ছে ? আর এটা তো সংসদ নয়, এ তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অহং ৷ এমনিতেই লোকভা ভোটে তিনি যা ধাক্কা খেয়েছেন, এটা তো স্বাভাবিক যে হবেই ৷"
New parliament lobby is leaking water. Given the building is a monstrous edifice to @narendramodi ‘s ego it is only fitting that it has got shaky post 2024 lok sabha results. Bharat Mandapam leaks another case in point. pic.twitter.com/3WUO0xokzr
— Mahua Moitra (@MahuaMoitra) August 1, 2024