ETV Bharat / bharat

দিল্লির 40 টিরও বেশি স্কুলে বোমাতঙ্ক ! মেইল করে চাওয়া হল 30000 ডলার - DELHI SCHOOLS BOMB THREAT

ডিপিএস আরকে পুরমে সকাল 7টা এবং জিডি গোয়েঙ্কায় সকাল 6টা নাগাদ বোমার হুমকির ফোন আসে।

DELHI SCHOOLS BOMB THREAT
দিল্লির 40 টিরও বেশি স্কুলে বোমাতঙ্ক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2024, 11:12 AM IST

নয়াদিল্লি, 9 ডিসেম্বর: দিল্লির 40 টিরও বেশি স্কুলে বোমাতঙ্ক ৷ মেইল করে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে বলে খবর ৷ একই সঙ্গে 30 হাজার মার্কিন ডলারও দাবি করে বোমার হুমকি দেওয়া হয়েছে বলে দিল্লি পুলিশ সোমবার জানিয়েছে।

মেইলে লেখা হয়েছে, "আমি বিল্ডিংয়ের ভিতরে একাধিক বোমা পুঁতে রেখেছিলাম। বোমাগুলি ছোট তাই খুব ভালভাবে লোকানো হয়েছে। এটি ভবনের খুব বেশি ক্ষতি না করলেও, বোমাগুলির বিস্ফোরণে অনেক মানুষই আহত হবেন ৷ যদি আমাকে 30000 মার্কিন ডলার না দেওয়া হয় তাহলে আপনারা সকলেই ক্ষতিগ্রস্থ হবেন ৷" এই মেইলটি 8 ডিসেম্বর রাত 11টা 38 মিনিট নাগাদ পাঠানো হয়েছিল বলে খবর। আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) এবং জিডি গোয়েঙ্কায় হুমকি মেইল করা হয়েছিল ৷

দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক জানিয়েছেন, ডিপিএস আরকে পুরমে সকাল 7টা এবং জিডি গোয়েঙ্কায় সকাল 6টা নাগাদ বোমার হুমকির ফোন আসে। ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড এবং স্থানীয় পুলিশ-সহ দমকল কর্মীরাও স্কুলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। তবে এখনও পর্যন্ত, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। তবে তল্লাশি চলছে। মাদার মেরি স্কুল, ব্রিটিশ স্কুল, সালওয়ান পাবলিক স্কুল এবং কেমব্রিজ স্কুল-সহ অন্যান্য স্কুলগুলিও মেইলের মাধ্যমে বোমার হুমকি পেয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

মাদার মেরি'স স্কুলের তরফে জানানো হয়েছে, এদিন সকালে স্কুলে বোমার হুমকির বিষয়ে একটি মেইল আসে ৷ এক বার্তায় স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, "সকালে স্কুলে বোমার হুমকির বিষয়ে একটি মেইল এসেছে ৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শিক্ষার্থীদের অবিলম্বে ছুটি দেওয়া হচ্ছে। অনুগ্রহ করে আপনাদের নিজ নিজ বাস স্টপ থেকে আপনার বাচ্চাদের নিয়ে যাবেন।”

দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে জানান, তারা নিরাপত্তা দেওয়ার কাজে ব্যর্থ হয়েছে। অতীশী এক্স-হ্যান্ডেলে লিখেছেন, "দিল্লিতে প্রতিদিন মুক্তিপণ, খুন, গুলি চালানোর ঘটনার পর এখন স্কুলে বোমা হামলার হুমকিও পাওয়া যাচ্ছে। দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ আগে কখনও ছিল না। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তার একমাত্র কাজ দিল্লির জনগণকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে ৷”

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে লিখেছেন, "দিল্লির মানুষ আইনশৃঙ্খলার এত খারাপ অবস্থা কখনও দেখেনি। অমিত শাহজির এসে দিল্লির জনগণকে জবাব দেওয়া উচিত।"

নয়াদিল্লি, 9 ডিসেম্বর: দিল্লির 40 টিরও বেশি স্কুলে বোমাতঙ্ক ৷ মেইল করে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে বলে খবর ৷ একই সঙ্গে 30 হাজার মার্কিন ডলারও দাবি করে বোমার হুমকি দেওয়া হয়েছে বলে দিল্লি পুলিশ সোমবার জানিয়েছে।

মেইলে লেখা হয়েছে, "আমি বিল্ডিংয়ের ভিতরে একাধিক বোমা পুঁতে রেখেছিলাম। বোমাগুলি ছোট তাই খুব ভালভাবে লোকানো হয়েছে। এটি ভবনের খুব বেশি ক্ষতি না করলেও, বোমাগুলির বিস্ফোরণে অনেক মানুষই আহত হবেন ৷ যদি আমাকে 30000 মার্কিন ডলার না দেওয়া হয় তাহলে আপনারা সকলেই ক্ষতিগ্রস্থ হবেন ৷" এই মেইলটি 8 ডিসেম্বর রাত 11টা 38 মিনিট নাগাদ পাঠানো হয়েছিল বলে খবর। আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) এবং জিডি গোয়েঙ্কায় হুমকি মেইল করা হয়েছিল ৷

দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক জানিয়েছেন, ডিপিএস আরকে পুরমে সকাল 7টা এবং জিডি গোয়েঙ্কায় সকাল 6টা নাগাদ বোমার হুমকির ফোন আসে। ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড এবং স্থানীয় পুলিশ-সহ দমকল কর্মীরাও স্কুলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। তবে এখনও পর্যন্ত, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। তবে তল্লাশি চলছে। মাদার মেরি স্কুল, ব্রিটিশ স্কুল, সালওয়ান পাবলিক স্কুল এবং কেমব্রিজ স্কুল-সহ অন্যান্য স্কুলগুলিও মেইলের মাধ্যমে বোমার হুমকি পেয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

মাদার মেরি'স স্কুলের তরফে জানানো হয়েছে, এদিন সকালে স্কুলে বোমার হুমকির বিষয়ে একটি মেইল আসে ৷ এক বার্তায় স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, "সকালে স্কুলে বোমার হুমকির বিষয়ে একটি মেইল এসেছে ৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শিক্ষার্থীদের অবিলম্বে ছুটি দেওয়া হচ্ছে। অনুগ্রহ করে আপনাদের নিজ নিজ বাস স্টপ থেকে আপনার বাচ্চাদের নিয়ে যাবেন।”

দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে জানান, তারা নিরাপত্তা দেওয়ার কাজে ব্যর্থ হয়েছে। অতীশী এক্স-হ্যান্ডেলে লিখেছেন, "দিল্লিতে প্রতিদিন মুক্তিপণ, খুন, গুলি চালানোর ঘটনার পর এখন স্কুলে বোমা হামলার হুমকিও পাওয়া যাচ্ছে। দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ আগে কখনও ছিল না। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তার একমাত্র কাজ দিল্লির জনগণকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে ৷”

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে লিখেছেন, "দিল্লির মানুষ আইনশৃঙ্খলার এত খারাপ অবস্থা কখনও দেখেনি। অমিত শাহজির এসে দিল্লির জনগণকে জবাব দেওয়া উচিত।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.