নয়াদিল্লি, 19 এপ্রিল: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হওয়ার পরই গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি ঘৃণাকে পরাজিত করে দেশের কোণে কোণে 'মহব্বত কি দুকান' খোলার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। শুক্রবার প্রথম পর্বের ভোটগ্রহণ চলছে দেশজুড়ে ৷ তার মাঝেই ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করতে ভোট দেওয়ার জন্য মানুষকে আবেদন করেছেন রাহুল ৷
এদিন টুইট করে রাহুল লিখেছেন, "মনে রাখবেন, আপনার প্রতিটি ভোট ভারতের গণতন্ত্র এবং এর প্রজন্মের ভবিষ্যত নির্ধারণ করবে ৷" রাহুল এক্স-হ্যান্ডেলে হিন্দিতে একটি পোস্টে আরও লিখেছেন, "বিগত 10 বছরে দেশের আত্মায় যে ক্ষত হয়েছে তাতে আপনার ভোটের মলম প্রয়োগ করে গণতন্ত্রকে শক্তিশালী করুন ৷" কংগ্রেস নেতা যোগ করেছেন, "ঘৃণাকে পরাজিত করে দেশের প্রতিটি কোণায় 'মহব্বত কি দুকান' খুলুন।"
রাহুল গান্ধি জনগণের কাছে কংগ্রেসের মূল গ্যারান্টিগুলির একটি গ্রাফিকও ভাগ করে নিয়েছেন এদিন ৷ যার মধ্যে শিক্ষানবিশের অধিকার, এমএসপি'র আইনি গ্যারান্টি এবং দেশব্যাপী জাতিশুমারির মতো বিষয় রয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচন এদিন শুরু হয়েছে ৷ 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মোট 102টি আসনে নির্ধারিত প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠান চলছে ৷
প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, সর্বানন্দ সোনওয়াল এবং ভূপেন্দ্র যাদব, কংগ্রেসের গৌরব গগৈ, ডিএমকে-র কানিমোঝি এবং বিজেপির কে আন্নামালাই। অরুণাচল প্রদেশ (60টি আসন) এবং সিকিমের (32টি আসন) বিধানসভা নির্বাচনও একই সাথে অনুষ্ঠিত হচ্ছে। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা চাইছে, বিরোধী ভারত ব্লকের অংশীদাররা 2014 এবং 2019 সালের নির্বাচনে বিপরীতমুখী হওয়ার পরে একটি প্রত্যাবর্তনের আশা করছে। (পিটিআই)
আরও পড়ুন: