শ্রীনগর, 16 অক্টোবর: কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ৷ বুধবার সকালে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ওমর আবদুল্লাকে শপথবাক্য পাঠ করান উপ-রাজ্যপাল মনোজ সিনহা ৷
মুখ্যমন্ত্রী ছাড়া নয়া সরকারের আরও পাঁচ মন্ত্রী শপথ নেন ৷ কেন্দ্রীয় শাসিত অঞ্চল হওয়ার পর এই প্রথম ভোট হয়েছে উপত্যকায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷
তাঁরা ছাড়াও 'ইন্ডিয়া' ব্লকের তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সিপিএম নেতা প্রকাশ কারাত, ডি রাজা, ডিএমকে'র কানিমোঝি, এনসিপি-এসপি সাংসদ সুপ্রিয়া সুলে। ছিলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতিও ৷ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বাবা ফারুক আবদুল্লা, মা মলি আবদুল্লা এবং ওমরের দুই বোন ও দুই সন্তানও শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন ৷
Congratulations to Shri Omar Abdullah Ji on taking oath as the Chief Minister of Jammu and Kashmir. Wishing him the very best in his efforts to serve the people. The Centre will work closely with him and his team for J&K's progress. @OmarAbdullah
— Narendra Modi (@narendramodi) October 16, 2024
ওমর আবদুল্লাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানিয়েছেন, "শ্রী ওমর আবদুল্লাজিকে অভিনন্দন ৷ তিনি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ জম্মু-কাশ্মীরের উন্নতিতে কেন্দ্রীয় সরকার তাঁর এবং তাঁর দলের সঙ্গে একযোগে কাজ করবে ৷"
I congratulate Mr. Omar Abdullah @OmarAbdullah on his being sworn in as the Chief Minister of Jammu and Kashmir today.
— Mamata Banerjee (@MamataOfficial) October 16, 2024
This is his second stint at the helm of the public life in the State, but the juncture today is more historic. I welcome his triumphal return through the…
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওমর আবদুল্লাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাই। এই নিয়ে দ্বিতীয়বার তিনি ক্ষমতায় এলেন। তবে এবারের পরিস্থিতি অনেক বেশি ঐতিহাসিক। যেভাবে তিনি ক্ষমতায় ফিরলেন তা ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যকেই তুলে ধরে। এই পরিবর্তনের মূলে রয়েছে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ । আমি তাঁদেরও শুভেচ্ছা জানাই। "
I have spoken to the DG @JmuKmrPolice that there is to be no “green corridor” or traffic stoppage when I move anywhere by road. I have instructed him to minimise public inconvenience & the use of sirens is to be minimal. The use of any stick waving or aggressive gestures is to be…
— Omar Abdullah (@OmarAbdullah) October 16, 2024
গ্রিন করিডর চান না নয়া মুখ্যমন্ত্রী ওমর
তাঁর যাতায়াতের জন্য কোনও আলাদা করিডর করতে হবে না বলে জানিয়ে দিলেন নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ শপথ নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, "আমি জম্মু-কাশ্মীর পুলিশের ডিজির সঙ্গে কথা বলেছি ৷ আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনও গ্রিন করিডর করা অথবা ট্রাফিক স্টপেজের প্রয়োজন নেই ৷ আমার যাতায়াতের সময় যত কম সম্ভব সাইরেনের ব্যবহার করার নির্দেশ দিয়েছি ৷ সাধারণ মানুষর যেন অসুবিধে না হয় ৷ অকারণে লাঠি দেখানো বা আগ্রাসী মনোভাব একেবারে বর্জন করতে হবে ৷ আমার মন্ত্রিসভার সদস্যদেরও এই কাজ অনুসরণের জন্য বলব ৷ আমরা যাই করি না কেন, তা মানুষের জন্য বন্ধুত্বপূর্ণ হোক ৷"
#WATCH | Srinagar: Jammu and Kashmir CM-designate Omar Abdullah says, " we have a lot to do. we have to give people the hope that this is their government and they will be heard. they were not being heard for the last 5-6 years. it will be our responsibility to listen to them and… pic.twitter.com/FdDuCiPZJN
— ANI (@ANI) October 16, 2024
এদিন উপত্যকার নয়া মন্ত্রিসভা থেকে দূরে রইল কংগ্রেস ৷ জম্মু-কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে না--দেওয়ার প্রতিবাদে ওমর আবদুল্লার সরকারে থাকছে না জাতীয় দলটি ৷ জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেসের তরফে সভাপতি তারিক হামিদ কাররা একটি বিবৃতিতে জানিয়েছেন, কংগ্রেস বারংবার জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে ৷ প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন জনসভায় এই প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু বাস্তবে তা হয়নি ৷ তাই আমরা অখুশি এবং এই মুহূর্তে সরকারে থাকছি না ৷
এদিন সকালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে ওমর সাংবাদিকদের বলেন, "আমাদের অনেক কিছু করতে হবে ৷ মানুষকে আস্থা দিতে হবে যে এটা তাদের সরকার ৷ তাদের কথা শোনা হবে ৷ গত 5-6 বছর ধরে তাদের কথা শোনা হয়নি ৷ এবার এটা আমাদের দায়িত্ব ৷"
2019 সালের 5 অগস্ট সংবিধানের 370 ধারা বিলোপ হয়। তার জেরে বিশেষ রাজ্যের তকমা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হয় জম্মু-কাশ্মীর এবং লাদাখ ৷ এক দশক পর উপত্যকার 90টি বিধানসভা আসনে তিন দফায় প্রথম নির্বাচন হয় সেপ্টেম্বর-অক্টোবরে ৷ ভোটগণনায় জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি) 42টি আসনে জয়ী হয় ৷ 29টি আসন যায় বিজেপির ঝুলিতে ৷ কংগ্রেস জয়ী হয় মাত্র 6টি আসনে ৷