ETV Bharat / bharat

কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠা পেয়ে জয়ী হয়েছে ফারুক আবদুল্লার জেকেএনসি ৷ বুধবার শপথ নিলেন তাঁর পুত্র ওমর আবদুল্লা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Updated : 3 hours ago

Omar Abdullah Takes Oath As First CM
শপথ নিচ্ছেন ওমর আবদুল্লা (ছবি সৌজন্য: দূরদর্শনের ভিডিয়ো)

শ্রীনগর, 16 অক্টোবর: কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেকেএনসি নেতা ওমর আবদুল্লা ৷ বুধবার সকালে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-এ (এসকেআইসিসি) ওমর আবদুল্লাকে শপথবাক্য পাঠ করান উপ-রাজ্যপাল মনোজ সিনহা ৷ মুখ্যমন্ত্রী ছাড়া নয়া জম্মু-কাশ্মীর সরকারের আরও পাঁচ মন্ত্রী শপথ নেন ৷

ওমর আবদুল্লাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানিয়েছেন, "শ্রী ওমর আবদুল্লাজিকে অভিনন্দন ৷ তিনি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ জম্মু-কাশ্মীরের উন্নতিতে কেন্দ্রীয় সরকার তাঁর সঙ্গে এবং তাঁর দলের সঙ্গে একযোগে কাজ করবে ৷"

এদিন উপত্যকার নয়া মন্ত্রিসভা থেকে দূরে রইল কংগ্রেস ৷ জম্মু-কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে না--দেওয়ার প্রতিবাদে ওমর আবদুল্লার সরকারে থাকছে না জাতীয় দলটি ৷ জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেসের তরফে সভাপতি তারিক হামিদ কাররা একটি বিবৃতিতে জানিয়েছেন, কংগ্রেস বারংবার জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে ৷ প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন জনসভায় এই প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু বাস্তবে তা হয়নি ৷ তাই আমরা অখুশি এবং এই মুহূর্তে সরকারে থাকছি না ৷

এদিন সকালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে ওমর সাংবাদিকদের বলেন, "আমাদের অনেক কিছু করতে হবে ৷ মানুষকে আস্থা দিতে হবে যে এটা তাদের সরকার ৷ তাদের কথা শোনা হবে ৷ গত 5-6 বছর ধরে তাদের কথা শোনা হয়নি ৷ এবার এটা আমাদের দায়িত্ব ৷"

2019 সালের 5 অগস্ট জম্মু-কাশ্মীরের 370 ধারা বিলোপের ঘটে বিশেষ রাজ্যের তকমা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হয় জম্মু-কাশ্মীর এবং লাদাখ ৷ এক দশক পর উপত্যকার 90টি বিধানসভা আসনে তিন দফায় প্রথম নির্বাচন হয় সেপ্টেম্বর-অক্টোবরে ৷ ভোটগণনায় জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি) 42 আসনে জয়ী হয় ৷ 29টি আসন যায় বিজেপির ঝুলিতে ৷ কংগ্রেস জয়ী হয় মাত্র 6টি আসনে ৷

এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ তাঁরা ছাড়াও 'ইন্ডিয়া' ব্লকের তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সিপিআই(এম) নেতা প্রকাশ কারাত, ডি রাজা, ডিএমকে'র কানিমোঝি, এনসিপি-এসপি সাংসদ সুপ্রিয়া সুলে, পিডিপি প্রধান মেহবুবা মুফতি ৷ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বাবা ফারুক আবদুল্লা, মা মলি আবদুল্লা এবং ওমরের দুই বোন ও দুই সন্তানও এদিন এসকেআইসিসি-তে শপথ বাক্য অনুষ্ঠানে হাজির ছিলেন ৷

শ্রীনগর, 16 অক্টোবর: কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেকেএনসি নেতা ওমর আবদুল্লা ৷ বুধবার সকালে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-এ (এসকেআইসিসি) ওমর আবদুল্লাকে শপথবাক্য পাঠ করান উপ-রাজ্যপাল মনোজ সিনহা ৷ মুখ্যমন্ত্রী ছাড়া নয়া জম্মু-কাশ্মীর সরকারের আরও পাঁচ মন্ত্রী শপথ নেন ৷

ওমর আবদুল্লাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানিয়েছেন, "শ্রী ওমর আবদুল্লাজিকে অভিনন্দন ৷ তিনি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ জম্মু-কাশ্মীরের উন্নতিতে কেন্দ্রীয় সরকার তাঁর সঙ্গে এবং তাঁর দলের সঙ্গে একযোগে কাজ করবে ৷"

এদিন উপত্যকার নয়া মন্ত্রিসভা থেকে দূরে রইল কংগ্রেস ৷ জম্মু-কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে না--দেওয়ার প্রতিবাদে ওমর আবদুল্লার সরকারে থাকছে না জাতীয় দলটি ৷ জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেসের তরফে সভাপতি তারিক হামিদ কাররা একটি বিবৃতিতে জানিয়েছেন, কংগ্রেস বারংবার জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে ৷ প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন জনসভায় এই প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু বাস্তবে তা হয়নি ৷ তাই আমরা অখুশি এবং এই মুহূর্তে সরকারে থাকছি না ৷

এদিন সকালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে ওমর সাংবাদিকদের বলেন, "আমাদের অনেক কিছু করতে হবে ৷ মানুষকে আস্থা দিতে হবে যে এটা তাদের সরকার ৷ তাদের কথা শোনা হবে ৷ গত 5-6 বছর ধরে তাদের কথা শোনা হয়নি ৷ এবার এটা আমাদের দায়িত্ব ৷"

2019 সালের 5 অগস্ট জম্মু-কাশ্মীরের 370 ধারা বিলোপের ঘটে বিশেষ রাজ্যের তকমা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হয় জম্মু-কাশ্মীর এবং লাদাখ ৷ এক দশক পর উপত্যকার 90টি বিধানসভা আসনে তিন দফায় প্রথম নির্বাচন হয় সেপ্টেম্বর-অক্টোবরে ৷ ভোটগণনায় জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি) 42 আসনে জয়ী হয় ৷ 29টি আসন যায় বিজেপির ঝুলিতে ৷ কংগ্রেস জয়ী হয় মাত্র 6টি আসনে ৷

এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ তাঁরা ছাড়াও 'ইন্ডিয়া' ব্লকের তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সিপিআই(এম) নেতা প্রকাশ কারাত, ডি রাজা, ডিএমকে'র কানিমোঝি, এনসিপি-এসপি সাংসদ সুপ্রিয়া সুলে, পিডিপি প্রধান মেহবুবা মুফতি ৷ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বাবা ফারুক আবদুল্লা, মা মলি আবদুল্লা এবং ওমরের দুই বোন ও দুই সন্তানও এদিন এসকেআইসিসি-তে শপথ বাক্য অনুষ্ঠানে হাজির ছিলেন ৷

Last Updated : 3 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.