ETV Bharat / bharat

বন্ধ ক্লিনিকে ধর্ষণের চেষ্টা ! বাঁচতে অভিযুক্ত চিকিৎসকের গোপনাঙ্গ কাটলেন নার্স - Attempt to Rape - ATTEMPT TO RAPE

Attempt to Rape in Samastipur: আরজি কর আবহে দেশজুড়ে নির্যাতিতার বিচারের দাবিতে সরব মানুষ ৷ এদিকে ধর্ষণ ও যৌন হেনস্তার মতো ঘটনার বিরাম নেই ৷ এমনই একটি ঘটনায় নিজেকে বাঁচাতে এক চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দিলেন নার্স ৷

Attempt to Rape in Bihar
চিকিৎসকের গোপনাঙ্গ কাটলেন নার্স (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 11:03 PM IST

সমস্তিপুর, 12 সেপ্টেম্বর: চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দিলেন এক নার্স ৷ ওই চিকিৎসক তাঁর দুই সঙ্গীকে নিয়ে ওই নার্সকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে ৷ এমনকী চিকিৎসক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ ৷ তাই নিজেকে বাঁচাতে অগত্যা ব্লেড দিয়ে চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দিলেন নার্স ৷ ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুরের একটি চিকিৎসা কেন্দ্রে ৷

সূত্রের খবর, ওই বেসরকারি হাসপাতালটি বিহারের মুসরিঘরারি থানা এলাকায় ৷ ডিএসপি সঞ্জয় কুমার পাণ্ডে এই অভিযোগের কথা নিশ্চিত করেছেন ৷ অভিযোগ, ওই চিকিৎসক এবং তাঁর দুই সঙ্গী নার্সকে ধর্ষণ করতে চায় ৷ তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন ৷ এই পরিস্থিতিতে ওই নার্স প্রাণ বাঁচাতে ডাক্তারের গোপনাঙ্গ কেটে দেন ৷ এরপর পালিয়ে যান এবং 112 নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন ৷

ডিএসপি সঞ্জয় কুমার বলেন, "112-এর একটি দল ওই নার্সকে উদ্ধার করে মুসরিঘরারি থানায় নিয়ে আসে ৷ ইতিমধ্যে মুসরিঘরারি থানার প্রধান পুলিশের একটি দলকে নিয়ে ওই ক্লিনিকে পৌঁছান ৷ ঘটনাস্থল থেকে ডাক্তার ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয় ৷ ডাক্তার এখন পুলিশি হেফাজতে এবং হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷"

নির্যাতিতা নার্সের অভিযোগ , ওই দুষ্কর্মের সময় ডাক্তার ক্লিনিকের সিসিটিভিটি বন্ধ করে দেন ৷ ক্লিনিকটি ভিতর থেকে বন্ধ করা ছিল ৷ এই অবস্থায় ডাক্তার ও তাঁর দুই সহযোগী নার্সের উপর ঝাঁপিয়ে পড়ে ৷ তখন নিজের প্রাণ বাঁচাতে ক্লিনিকে রাখা ব্লেড দিয়ে ডাক্তারের গোপনাঙ্গ কেটে দেন নার্স ৷ এরপর ক্লিনিকের তালা খুলে পালিয়ে যান ৷ ভুট্টার ক্ষেত থেকে তিনি 112 নম্বরে ফোন করে সাহায্য চান ৷

এই ঘটনায় মুসরিঘরারি থানায় একটি অভিযোগ দায়ের হয় ৷ ডিএসপি জানিয়েছেন, অভিযুক্ত ডাক্তার তেঘরার বাসিন্দা ৷ তাঁর বাকি দুই সঙ্গী সমস্তিপুরে থাকেন ৷ তাঁদের সবাইকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে ৷

সমস্তিপুর, 12 সেপ্টেম্বর: চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দিলেন এক নার্স ৷ ওই চিকিৎসক তাঁর দুই সঙ্গীকে নিয়ে ওই নার্সকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে ৷ এমনকী চিকিৎসক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ ৷ তাই নিজেকে বাঁচাতে অগত্যা ব্লেড দিয়ে চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দিলেন নার্স ৷ ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুরের একটি চিকিৎসা কেন্দ্রে ৷

সূত্রের খবর, ওই বেসরকারি হাসপাতালটি বিহারের মুসরিঘরারি থানা এলাকায় ৷ ডিএসপি সঞ্জয় কুমার পাণ্ডে এই অভিযোগের কথা নিশ্চিত করেছেন ৷ অভিযোগ, ওই চিকিৎসক এবং তাঁর দুই সঙ্গী নার্সকে ধর্ষণ করতে চায় ৷ তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন ৷ এই পরিস্থিতিতে ওই নার্স প্রাণ বাঁচাতে ডাক্তারের গোপনাঙ্গ কেটে দেন ৷ এরপর পালিয়ে যান এবং 112 নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন ৷

ডিএসপি সঞ্জয় কুমার বলেন, "112-এর একটি দল ওই নার্সকে উদ্ধার করে মুসরিঘরারি থানায় নিয়ে আসে ৷ ইতিমধ্যে মুসরিঘরারি থানার প্রধান পুলিশের একটি দলকে নিয়ে ওই ক্লিনিকে পৌঁছান ৷ ঘটনাস্থল থেকে ডাক্তার ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয় ৷ ডাক্তার এখন পুলিশি হেফাজতে এবং হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷"

নির্যাতিতা নার্সের অভিযোগ , ওই দুষ্কর্মের সময় ডাক্তার ক্লিনিকের সিসিটিভিটি বন্ধ করে দেন ৷ ক্লিনিকটি ভিতর থেকে বন্ধ করা ছিল ৷ এই অবস্থায় ডাক্তার ও তাঁর দুই সহযোগী নার্সের উপর ঝাঁপিয়ে পড়ে ৷ তখন নিজের প্রাণ বাঁচাতে ক্লিনিকে রাখা ব্লেড দিয়ে ডাক্তারের গোপনাঙ্গ কেটে দেন নার্স ৷ এরপর ক্লিনিকের তালা খুলে পালিয়ে যান ৷ ভুট্টার ক্ষেত থেকে তিনি 112 নম্বরে ফোন করে সাহায্য চান ৷

এই ঘটনায় মুসরিঘরারি থানায় একটি অভিযোগ দায়ের হয় ৷ ডিএসপি জানিয়েছেন, অভিযুক্ত ডাক্তার তেঘরার বাসিন্দা ৷ তাঁর বাকি দুই সঙ্গী সমস্তিপুরে থাকেন ৷ তাঁদের সবাইকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.