ETV Bharat / bharat

ফের হবে CUET-UG পরীক্ষা, নয়া তারিখ ঘোষণা করল এনটিএ - CUET UG

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 9:52 AM IST

NTA to conduct re-test: জুলাই মাসে CUET-UG-র জন্য এনটিএ ফের পরীক্ষা নিতে চলেছে ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা (CUET-UG) কবে অনুষ্ঠিত হবে ? জেনে নিন...

NTA to conduct re-test
ফের হবে CUET-UG পরীক্ষা (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 15 জুলাই: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা (CUET-UG)-র ক্ষতিগ্রস্থ প্রার্থীদের জন্য ফের পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ৷ রবিবার এনটিএ জানিয়েছে, আগামী 19 জুলাই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) মোডে এই ক্ষতিগ্রস্থ পরীক্ষার্থীদের জন্য ফের পরীক্ষা নেওয়া হবে ৷

এনটিএ 15, 16, 17, 18, 21, 22, 24, এবং 29 মে, 2024 বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে হাইব্রিড মোডে CUET (UG) পরীক্ষা নিয়েছিল ৷ 26টি শহরের প্রায় 13.48 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। এরপর গত 7 জুলাই পাবলিক নোটিফিকেশন জারি করে 7 জুলাই থেকে 9 জুলাই, 2024 পর্যন্ত পরীক্ষার্থীদের বিভিন্ন রিভিউ সংক্রান্ত অভিযোগ জমা নিয়েছিল এনটিএ ৷ অনলাইন মাধ্যমে পরীক্ষার্থীরা যে সব অভিযোগ দায়ের করেছিল তা সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদেরও দেখানো হয়।

এরপরই চূড়ান্ত সমীক্ষা এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ফের পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে এনটিএ ৷ জানানো হয়েছে, সূচি শীঘ্রই CUET (UG)-2024-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। CUET (UG) - 2024 পরীক্ষা সংক্রান্ত প্রার্থীদের কাছ থেকে গত 30 জুন পর্যন্ত এবং পরে 7 জুলাই থেকে 9 জুলাই অনলাইনে এবং মেইল মারফৎ পাঠানো যাবতীয় অভিযোগগুলি পর্যালোচনা করা হয়েছে বলেও সংস্থা জানিয়েছে।

এনটিএ'র সিনিয়র ডিরেক্টর রবিবার জারি করা এক পাবলিক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, "এই অভিযোগগুলির উপর ভিত্তি করে, 19 জুলাই, 2024 শুক্রবার, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) মোডে ক্ষতিগ্রস্থ প্রার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে ৷" এনটিএ জানিয়েছে, এই জাতীয় সমস্ত প্রভাবিত এবং ক্ষতিগ্রস্থ প্রার্থীদের তাদের বিষয় কোড-সহ ইমেইলের মাধ্যমে তথ্য পাঠানো হয়েছে। শীঘ্রই সমস্ত ক্ষতিগ্রস্ত প্রার্থীদের প্রবেশপত্র দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রার্থীরা ওয়েবসাইট (https://exams.nta.ac.in/CUET-UG/) থেকে CUET (UG)-2024 (তাদের আবেদন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে) তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন।

নয়াদিল্লি, 15 জুলাই: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা (CUET-UG)-র ক্ষতিগ্রস্থ প্রার্থীদের জন্য ফের পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ৷ রবিবার এনটিএ জানিয়েছে, আগামী 19 জুলাই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) মোডে এই ক্ষতিগ্রস্থ পরীক্ষার্থীদের জন্য ফের পরীক্ষা নেওয়া হবে ৷

এনটিএ 15, 16, 17, 18, 21, 22, 24, এবং 29 মে, 2024 বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে হাইব্রিড মোডে CUET (UG) পরীক্ষা নিয়েছিল ৷ 26টি শহরের প্রায় 13.48 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। এরপর গত 7 জুলাই পাবলিক নোটিফিকেশন জারি করে 7 জুলাই থেকে 9 জুলাই, 2024 পর্যন্ত পরীক্ষার্থীদের বিভিন্ন রিভিউ সংক্রান্ত অভিযোগ জমা নিয়েছিল এনটিএ ৷ অনলাইন মাধ্যমে পরীক্ষার্থীরা যে সব অভিযোগ দায়ের করেছিল তা সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদেরও দেখানো হয়।

এরপরই চূড়ান্ত সমীক্ষা এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ফের পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে এনটিএ ৷ জানানো হয়েছে, সূচি শীঘ্রই CUET (UG)-2024-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। CUET (UG) - 2024 পরীক্ষা সংক্রান্ত প্রার্থীদের কাছ থেকে গত 30 জুন পর্যন্ত এবং পরে 7 জুলাই থেকে 9 জুলাই অনলাইনে এবং মেইল মারফৎ পাঠানো যাবতীয় অভিযোগগুলি পর্যালোচনা করা হয়েছে বলেও সংস্থা জানিয়েছে।

এনটিএ'র সিনিয়র ডিরেক্টর রবিবার জারি করা এক পাবলিক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, "এই অভিযোগগুলির উপর ভিত্তি করে, 19 জুলাই, 2024 শুক্রবার, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) মোডে ক্ষতিগ্রস্থ প্রার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে ৷" এনটিএ জানিয়েছে, এই জাতীয় সমস্ত প্রভাবিত এবং ক্ষতিগ্রস্থ প্রার্থীদের তাদের বিষয় কোড-সহ ইমেইলের মাধ্যমে তথ্য পাঠানো হয়েছে। শীঘ্রই সমস্ত ক্ষতিগ্রস্ত প্রার্থীদের প্রবেশপত্র দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রার্থীরা ওয়েবসাইট (https://exams.nta.ac.in/CUET-UG/) থেকে CUET (UG)-2024 (তাদের আবেদন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে) তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.