নয়াদিল্লি, 26 জুলাই: ফের নিট-ইউজির চূড়ান্ত ফল প্রকাশ করল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষা পরিচালন সংস্থা এনটিএ ৷ এই রেজাল্টে বিরাট রদবদল দেখা গেল ৷ এর আগে 4 জুন প্রকাশিত ফলাফল অনুযায়ী 2024 সালের নিট-ইউজি পরীক্ষায় প্রথম স্থানে ছিল 61 জন ৷ এবার সেই সংখ্যা কমে হল 17 । পাশাপাশি আরও বহু পড়ুয়ার নম্বরও বদলে গিয়েছে ৷ স্বভাবতই মেধাতালিকায় তাঁদের নম্বরও বদলে গিয়েছে ৷
দেশজোড়া আন্দোলন এবং তারপর:
জুন মাসে শুরুতে পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই দেশজুড়ে আন্দোলন শুরু হয় । ঘটনার তদন্ত শুরু করে সিবিআই । অভিযোগ ওঠে, পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে । ওঠে পরীক্ষা বাতিলের দাবি । শীর্ষ আদালতে মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয় । দীর্ঘ শুনানির একটি পর্বে আদালত নির্দেশ দেয়, পরীক্ষা ঘিরে যে চরম অনিয়ম হয়েছে তা যদি প্রমাণিত হয় একমাত্র তাহলেই আবারও পরীক্ষা নেওয়া হবে । আরও পরে শুনানি শেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, নতুন করে পরীক্ষা নেওয়ার কোনও দরাকার নেই । একইসঙ্গে এনটিএ-কে চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশও দেয় আদালত। সেভাবেই ফল প্রকাশিত হল ।
পদার্থবিদ্যার সেই প্রশ্ন:
শুনানির একটি অংশে পদার্থবিদ্যার একটি প্রশ্ন নিয়ে সংশয় দেখা দেয় । আপাতভাবে সেই প্রশ্নের দু়টি উত্তর ছিল । এই প্রশ্ন ঘিরে বিতর্ক তৈরি হয় । পরে তিন সদস্যের এক বিশেষজ্ঞ কমিটি সুপ্রিম কোর্টকে ঠিক উত্তর সম্পর্কে বিস্তারিত জানায় । এমনই নানা ঘটনার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশ দেয় ।
পরীক্ষা ঘিরে রাজনীতি:
আদালতের রায় প্রকাশ্যে আসার পরই শুরু হয় রাজনৈতিক বিতর্ক । পরীক্ষা বাতিল না হওয়ায় কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে আক্রমণ করতে থাকে বিজেপি । কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেন নিট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য রাহুল গান্ধির ক্ষমা চাওয়া উচিত । প্রসঙ্গত, পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই রাহুল নিট নিয়ে সরব । বিরোধী দলনেতা হিসেবে লোকসভাতেও এই বিষয়টি তোলার চেষ্টা করেছিলেন তিনি। তবে তা হয়নি । অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনও কোনও বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী দাবি করেছেন এই পরীক্ষা আয়োজনের ভার রাজ্যের হাতে দেওয়া উচিত । শুধু তাই নয়, তামিলনাড়ু এবং কেরলের পর পশ্চিমবঙ্গ বিধানসভাতেও পাশ হয়েছে নিট বিরোধী প্রস্তাব। এবার আদালতের রায় মেনে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করল এনটিএ ।