ETV Bharat / bharat

'নির্বাচনী বন্ড বাতিলে বৃহত্তর ক্ষেত্রে স্বচ্ছতা আসবে', সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে বার্তা অমর্ত্য সেনের

Amartya Sen on Electoral Bonds: নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নির্বাচনী বন্ড প্রকল্পের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, এটি বাক ও মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি তথ্যের অধিকারের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 4:08 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করা নিয়ে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ একইসঙ্গে, সোমবার এটিকে অন্যতম একটি কেলেঙ্কারি হিসাবেও নিন্দা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিটিআই-এর সঙ্গে কথা বলার সময়, অমর্ত্য সেন জানান, এই পদক্ষেপটি নির্বাচনী প্রেক্ষাপটে মানুষের মধ্যে আরও বেশি স্বচ্ছতার দিকে নিয়ে যাবে। তিনি বলেন, "নির্বাচনী বন্ড একটি কেলেঙ্কারি ছিল ৷ আমি আনন্দিত যে, সেগুলি এখন বাদ দেওয়া হয়েছে। আমি আশা করি নির্বাচনী প্রেক্ষাপটে লোকেরা একে অপরকে যে সমর্থন দেয় তাতে আরও স্বচ্ছতা থাকবে ৷"

সুপ্রিম কোর্ট এই মাসের শুরুতেই ঐতিহাসিক রায়ে নির্বাচনী বন্ড স্কিম বাতিল করেছে ৷ বাক ও মত প্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকার লঙ্ঘনের পাশাপাশি তথ্যের অধিকারের উল্লেখও করেছে শীর্ষ আদালত ৷ সুপ্রিম কোর্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-কে নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলির দ্বারা নগদ লেনদেন এবং প্রতিটি নির্বাচনী বন্ডের বিশদ বিবরণ প্রকাশ করারও নির্দেশ দিয়েছে। এই তথ্যে নগদ লেনদেনের তারিখ এবং বন্ডের মূল্য অন্তর্ভুক্ত করা উচিৎ বলেও জানায় সুপ্রিম কোর্ট ৷ 6 মার্চের মধ্যে পোল প্যানেলে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

অমর্ত্য সেনের মতে, ভারতের নির্বাচনী ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে রাজনীতির প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়েছে ৷ যার ফলে সাধারণ মানুষের কথা শোনা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, "ভারতের নির্বাচনী ব্যবস্থা দলীয় রাজনীতির প্রকৃতির দ্বারা অনেক বেশি প্রভাবিত, যা সাধারণ মানুষের পক্ষে ভোট পাওয়া উচিৎ এমন মনোভাব খুব কঠিন করে তোলে ৷" অর্থনীতিবিদ জানান, সরকার বিরোধী দলগুলোর সঙ্গে কীভাবে আচরণ করে তার দ্বারা দেশের নির্বাচন ব্যবস্থা প্রভাবিত হয়। অমর্ত্য সেন বলেন, "এটি বিরোধী দলগুলির আচরণ দ্বারা প্রভাবিত হয় ৷ সরকার বিধিনিষেধের মধ্যে রাখতে চায় ৷ আমরা নাগরিকদের বাক ও কর্মের স্বাধীনতার পাশাপাশি যতটা সম্ভব একটি অবাধ নির্বাচনী ব্যবস্থা চাই ৷"

অমর্ত্য সেন জোর দিয়েছে বলেন, "ভারতীয় সংবিধান সমস্ত নাগরিককে যথেষ্ট রাজনৈতিক স্বাধীনতা দিতে চেয়েছিল ৷ যে কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের বিশেষাধিকার থাকুক সেটা চায় না।" প্রসঙ্গত, প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও নির্বাচনী বন্ড প্রকল্পটি বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷

আরও পড়ুন

কেন সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনী বন্ড অসাংবিধানিক, জেনে নিন 10টি কারণ

লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক; রায় সুপ্রিম কোর্টের

কলকাতা, 26 ফেব্রুয়ারি: নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করা নিয়ে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ একইসঙ্গে, সোমবার এটিকে অন্যতম একটি কেলেঙ্কারি হিসাবেও নিন্দা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিটিআই-এর সঙ্গে কথা বলার সময়, অমর্ত্য সেন জানান, এই পদক্ষেপটি নির্বাচনী প্রেক্ষাপটে মানুষের মধ্যে আরও বেশি স্বচ্ছতার দিকে নিয়ে যাবে। তিনি বলেন, "নির্বাচনী বন্ড একটি কেলেঙ্কারি ছিল ৷ আমি আনন্দিত যে, সেগুলি এখন বাদ দেওয়া হয়েছে। আমি আশা করি নির্বাচনী প্রেক্ষাপটে লোকেরা একে অপরকে যে সমর্থন দেয় তাতে আরও স্বচ্ছতা থাকবে ৷"

সুপ্রিম কোর্ট এই মাসের শুরুতেই ঐতিহাসিক রায়ে নির্বাচনী বন্ড স্কিম বাতিল করেছে ৷ বাক ও মত প্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকার লঙ্ঘনের পাশাপাশি তথ্যের অধিকারের উল্লেখও করেছে শীর্ষ আদালত ৷ সুপ্রিম কোর্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-কে নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলির দ্বারা নগদ লেনদেন এবং প্রতিটি নির্বাচনী বন্ডের বিশদ বিবরণ প্রকাশ করারও নির্দেশ দিয়েছে। এই তথ্যে নগদ লেনদেনের তারিখ এবং বন্ডের মূল্য অন্তর্ভুক্ত করা উচিৎ বলেও জানায় সুপ্রিম কোর্ট ৷ 6 মার্চের মধ্যে পোল প্যানেলে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

অমর্ত্য সেনের মতে, ভারতের নির্বাচনী ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে রাজনীতির প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়েছে ৷ যার ফলে সাধারণ মানুষের কথা শোনা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, "ভারতের নির্বাচনী ব্যবস্থা দলীয় রাজনীতির প্রকৃতির দ্বারা অনেক বেশি প্রভাবিত, যা সাধারণ মানুষের পক্ষে ভোট পাওয়া উচিৎ এমন মনোভাব খুব কঠিন করে তোলে ৷" অর্থনীতিবিদ জানান, সরকার বিরোধী দলগুলোর সঙ্গে কীভাবে আচরণ করে তার দ্বারা দেশের নির্বাচন ব্যবস্থা প্রভাবিত হয়। অমর্ত্য সেন বলেন, "এটি বিরোধী দলগুলির আচরণ দ্বারা প্রভাবিত হয় ৷ সরকার বিধিনিষেধের মধ্যে রাখতে চায় ৷ আমরা নাগরিকদের বাক ও কর্মের স্বাধীনতার পাশাপাশি যতটা সম্ভব একটি অবাধ নির্বাচনী ব্যবস্থা চাই ৷"

অমর্ত্য সেন জোর দিয়েছে বলেন, "ভারতীয় সংবিধান সমস্ত নাগরিককে যথেষ্ট রাজনৈতিক স্বাধীনতা দিতে চেয়েছিল ৷ যে কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের বিশেষাধিকার থাকুক সেটা চায় না।" প্রসঙ্গত, প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও নির্বাচনী বন্ড প্রকল্পটি বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷

আরও পড়ুন

কেন সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনী বন্ড অসাংবিধানিক, জেনে নিন 10টি কারণ

লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক; রায় সুপ্রিম কোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.