ETV Bharat / bharat

দু'জনার দু'টি পথ... দিল্লির লক্ষ্যে একই বিমানে নীতীশ-তেজস্বী - Lok Sabha Election Results 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 1:35 PM IST

Updated : Jun 5, 2024, 3:17 PM IST

Nitish-Tejashwi in Same Flight: একই বিমানে দিল্লিতে গেলেন নীতীশ কুমার ও তেজস্বী যাদব ৷ তাঁরা যথাক্রমে এনডিএ ও ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ৷ তবে তাঁদের একই বিমানে দিল্লি সফরে তৈরি হয়েছে নয়া জল্পনা ৷

ETV BHARAT
একই বিমানে নীতীশ-তেজস্বীর দিল্লি যাত্রা (ছবি: পিটিআই)

নয়াদিল্লি, 5 জুন: একই বিমানে দিল্লিযাত্রা ৷ তাও আবার খুব কাছাকাছি ৷ একেবারে মুখোমুখি দেখা দুই রাজনৈতিক 'শত্রু' জেডিইউ প্রধান নীতীশ কুমার ও আরজেডি নেতা তেজস্বী যাদবের ৷ দু'জনেরই গন্তব্য দিল্লি ৷ দু'জনেই যোগ দেবেন সরকার গঠনের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে ৷ নীতীশ যোগ দিতে যাচ্ছেন এনডিএ-র বৈঠকে ৷ আর তেজস্বী যাচ্ছেন ইন্ডিয়া জোটের বৈঠকে ৷ তবে যুযুধান দুই নেতার একই বিমানে যাত্রা ফের জল্পনা উসকে দিয়েছে রাজনৈতিক মহলে ৷

লোকসভার ভোটপর্ব শেষ ৷ ফলাফল সবার চোখের সামনে ৷ এবার পালা সরকার গঠনের ৷ তারই তৎপরতা তুঙ্গে রাজধানীর অলিন্দে ৷ জনতার রায় যা এসেছে, তাতে তৃতীয়বার সরকার গঠনের জন্য প্রয়োজনীয় অংক এনডিএ-র হাতে থাকলেও তাদের নির্ভরশীল থাকতে হচ্ছে জোট শরিকদের উপর ৷ আর এখানেই গুরুত্ব একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে নীতীশ কুমারের দল জেডিউ-এর ৷ নতুন সরকার গঠনের আগে বুধবারই শরিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে এনডিএ ও বিরোধী জোট ইন্ডিয়া ৷ এই দুই বৈঠকে যোগ দিতেই আজ একই বিমানে দিল্লিতে যান বিহারের মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সকাল 10.40-এর পটনা-দিল্লি বিমানে তাঁদের আসন ছিল একেবারে সামনে-পিছনে ৷ দু'জনে মুখোমুখি হতেই সৌজন্য বিনিময়ও করেন ৷

নীতীশ ও তেজস্বীর একই বিমানে সফরের ভিডিয়ো ভাইরাল হওয়ায় এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ৷ এ প্রসঙ্গে লালুপুত্রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমরা একে-অপরকে অভিবাদন জানিয়েছি । বাকি কেয়া হোতা হ্যায়, আগে দেখতে রহিয়ে ।" ইন্ডিয়া জোট সরকার গঠনের প্রচেষ্টা করবে কি না, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, "একটু ধৈর্য ধরুন । অপেক্ষা করুন এবং দেখুন কী হয় !"

অপরদিকে, বিহারের মুখ্যমন্ত্রী দিল্লি পৌঁছনোর পর তাঁকে সরকার গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে তাঁকে নিয়ে রহস্য বজায় রাখেন নীতীশ কুমার ৷ তিনি খুব কৌশল একটা জবাব দিয়ে বলেন, "সরকার তো এবার গঠন হবেই ৷"

নয়াদিল্লি, 5 জুন: একই বিমানে দিল্লিযাত্রা ৷ তাও আবার খুব কাছাকাছি ৷ একেবারে মুখোমুখি দেখা দুই রাজনৈতিক 'শত্রু' জেডিইউ প্রধান নীতীশ কুমার ও আরজেডি নেতা তেজস্বী যাদবের ৷ দু'জনেরই গন্তব্য দিল্লি ৷ দু'জনেই যোগ দেবেন সরকার গঠনের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে ৷ নীতীশ যোগ দিতে যাচ্ছেন এনডিএ-র বৈঠকে ৷ আর তেজস্বী যাচ্ছেন ইন্ডিয়া জোটের বৈঠকে ৷ তবে যুযুধান দুই নেতার একই বিমানে যাত্রা ফের জল্পনা উসকে দিয়েছে রাজনৈতিক মহলে ৷

লোকসভার ভোটপর্ব শেষ ৷ ফলাফল সবার চোখের সামনে ৷ এবার পালা সরকার গঠনের ৷ তারই তৎপরতা তুঙ্গে রাজধানীর অলিন্দে ৷ জনতার রায় যা এসেছে, তাতে তৃতীয়বার সরকার গঠনের জন্য প্রয়োজনীয় অংক এনডিএ-র হাতে থাকলেও তাদের নির্ভরশীল থাকতে হচ্ছে জোট শরিকদের উপর ৷ আর এখানেই গুরুত্ব একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে নীতীশ কুমারের দল জেডিউ-এর ৷ নতুন সরকার গঠনের আগে বুধবারই শরিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে এনডিএ ও বিরোধী জোট ইন্ডিয়া ৷ এই দুই বৈঠকে যোগ দিতেই আজ একই বিমানে দিল্লিতে যান বিহারের মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সকাল 10.40-এর পটনা-দিল্লি বিমানে তাঁদের আসন ছিল একেবারে সামনে-পিছনে ৷ দু'জনে মুখোমুখি হতেই সৌজন্য বিনিময়ও করেন ৷

নীতীশ ও তেজস্বীর একই বিমানে সফরের ভিডিয়ো ভাইরাল হওয়ায় এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ৷ এ প্রসঙ্গে লালুপুত্রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমরা একে-অপরকে অভিবাদন জানিয়েছি । বাকি কেয়া হোতা হ্যায়, আগে দেখতে রহিয়ে ।" ইন্ডিয়া জোট সরকার গঠনের প্রচেষ্টা করবে কি না, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, "একটু ধৈর্য ধরুন । অপেক্ষা করুন এবং দেখুন কী হয় !"

অপরদিকে, বিহারের মুখ্যমন্ত্রী দিল্লি পৌঁছনোর পর তাঁকে সরকার গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে তাঁকে নিয়ে রহস্য বজায় রাখেন নীতীশ কুমার ৷ তিনি খুব কৌশল একটা জবাব দিয়ে বলেন, "সরকার তো এবার গঠন হবেই ৷"

Last Updated : Jun 5, 2024, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.