ETV Bharat / bharat

জম্মুতে জঙ্গি হামলার তদন্ত শুরু এনআইএ'র, আর্থিক সাহায্য ঘোষণা লেফটেন্যান্ট গভর্নরের - Jammu Terror Attack

NIA Probe on Reasi Terror Attack: জম্মুর রিয়াসিতে জঙ্গি হামলার তদন্ত শুরু করল এনআইএ ৷ মৃতের পরিবার ও আহতের আর্থিক সাহায্য ঘোষণা লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার ৷ ঘটনাস্থলের আশেপাশে চলছে জোরকদমে তল্লাশি ৷

Jammu Terror Attack
জম্মুতে জঙ্গি হামলার তদন্তে এনআইএ (নিজস্ব ছবি)
author img

By ANI

Published : Jun 10, 2024, 6:34 PM IST

জম্মু, 10 জুন: উপত্যকার রিয়াসিতে জঙ্গি হামলার তদন্তে নামল এনআইএ ৷ ঘটনাস্থল রিয়াসি জেলার পনি এলাকার তেরিয়াথ গ্রামে পৌঁছে তল্লাশি শুরু করেছেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ পাশাপাশি ঘটনায় মৃতদের পরিবার প্রতি 10 লক্ষ ও আহতদের জন্য 50 হাজার টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ৷

তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "রিয়াসি জঙ্গি হামলায় মৃত তীর্থযাত্রীদের পরিবারকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ আহতদের দেওয়া হবে 50 হাজার টাকা করে ৷ আহত তীর্থযাত্রীদের জম্মু ও রিয়াসির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রয়োজনীয় সাহায্য দেওয়ার জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে ৷ জঙ্গিদের ধরার জন্য জম্মু ও কাশ্মীরের পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ জওয়ানেরা যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছে ৷"

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র একটি দল জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বাসে সন্ত্রাসবাদী হামলার তদন্ত করতে এসেছে ৷ ওই জঙ্গি হামলায় এখনও পর্যন্ত 10 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন প্রায় 33 জন ৷ ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা 6টা 15 নাগাদ ৷ 53 সিটের পুণ্যার্থী বোঝাই বাসটি শিবখোরি মন্দির থেকে কাটরা যাচ্ছিল ৷ সেই সময় জঙ্গিরা বাসটির উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে শুরু করে ৷ গোলাগুলির ফলে বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায় ৷ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, সেনা ও সিআরপিএফের জওয়ানেরা ৷

তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নিয়েছেন রবিবার ৷ তার এক ঘণ্টা আগে জম্মুতে এই জঙ্গি হামলার ঘটনা ঘটে ৷ ঘটনার পর থেকেই সেনাবাহিনী এলাকা ঘিরে রেখেছে ৷ জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ৷ সোমবার সকালে ড্রোন উড়িয়ে চলে চিরুনি তল্লাশি ৷ যদিও এখনও কাউকেই ধরতে পারা যায়নি ৷ 2-3 জন জঙ্গির একটি দল রিয়াসি বাস হামলায় জড়িত বলে মনে করা হচ্ছে ৷ গত মাসে রাজৌরি এবং পুঞ্চ-সহ জম্মু-কাশ্মীরের অন্য জায়গাগুলিতে হামলার ঘটনায় যারা জড়িত ছিল, এই ঘটনার জঙ্গিরাও সেই দলের সদস্য । জানা গিয়েছে, জঙ্গিরা ঘন জঙ্গলে গাছপালার আড়ালে লুকিয়ে ছিল এবং সুযোগ বুঝে রবিবার তীর্থযাত্রী বোঝাই বাসটিতে অতর্কিতে হামলা চালায় ।

জম্মু, 10 জুন: উপত্যকার রিয়াসিতে জঙ্গি হামলার তদন্তে নামল এনআইএ ৷ ঘটনাস্থল রিয়াসি জেলার পনি এলাকার তেরিয়াথ গ্রামে পৌঁছে তল্লাশি শুরু করেছেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ পাশাপাশি ঘটনায় মৃতদের পরিবার প্রতি 10 লক্ষ ও আহতদের জন্য 50 হাজার টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ৷

তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "রিয়াসি জঙ্গি হামলায় মৃত তীর্থযাত্রীদের পরিবারকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ আহতদের দেওয়া হবে 50 হাজার টাকা করে ৷ আহত তীর্থযাত্রীদের জম্মু ও রিয়াসির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রয়োজনীয় সাহায্য দেওয়ার জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে ৷ জঙ্গিদের ধরার জন্য জম্মু ও কাশ্মীরের পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ জওয়ানেরা যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছে ৷"

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র একটি দল জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বাসে সন্ত্রাসবাদী হামলার তদন্ত করতে এসেছে ৷ ওই জঙ্গি হামলায় এখনও পর্যন্ত 10 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন প্রায় 33 জন ৷ ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা 6টা 15 নাগাদ ৷ 53 সিটের পুণ্যার্থী বোঝাই বাসটি শিবখোরি মন্দির থেকে কাটরা যাচ্ছিল ৷ সেই সময় জঙ্গিরা বাসটির উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে শুরু করে ৷ গোলাগুলির ফলে বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায় ৷ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, সেনা ও সিআরপিএফের জওয়ানেরা ৷

তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নিয়েছেন রবিবার ৷ তার এক ঘণ্টা আগে জম্মুতে এই জঙ্গি হামলার ঘটনা ঘটে ৷ ঘটনার পর থেকেই সেনাবাহিনী এলাকা ঘিরে রেখেছে ৷ জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ৷ সোমবার সকালে ড্রোন উড়িয়ে চলে চিরুনি তল্লাশি ৷ যদিও এখনও কাউকেই ধরতে পারা যায়নি ৷ 2-3 জন জঙ্গির একটি দল রিয়াসি বাস হামলায় জড়িত বলে মনে করা হচ্ছে ৷ গত মাসে রাজৌরি এবং পুঞ্চ-সহ জম্মু-কাশ্মীরের অন্য জায়গাগুলিতে হামলার ঘটনায় যারা জড়িত ছিল, এই ঘটনার জঙ্গিরাও সেই দলের সদস্য । জানা গিয়েছে, জঙ্গিরা ঘন জঙ্গলে গাছপালার আড়ালে লুকিয়ে ছিল এবং সুযোগ বুঝে রবিবার তীর্থযাত্রী বোঝাই বাসটিতে অতর্কিতে হামলা চালায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.