ETV Bharat / bharat

উচ্চশিক্ষায় বাধা, বাবা-মায়ের চাপে বিয়ে; অষ্টমঙ্গলায় এসে আত্মঘাতী তরুণী - Suicide for Higher Studies - SUICIDE FOR HIGHER STUDIES

Died By Suicide: বাবা-মা বুঝিয়েছিলেন, শারীরিক সমস্যা রয়েছে তাই উচ্চশিক্ষার চেয়ে বিয়ে করে নেওয়াই ভাল ৷ এরপর কিছু না বলে অনিচ্ছা সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসেন তরুণী ৷ তারপর অষ্টমঙ্গলায় এসে আত্মঘাতী হলেন তিনি...

Newly Wed Woman Dies, Telangana News
নববধূর আত্মহত্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 6:04 PM IST

কোথাগুড়েম (তেলেঙ্গানা), 23 এপ্রিল: ইচ্ছে ছিল উচ্চশিক্ষার ৷ কিন্তু পরিবার জোর করে বিয়ে দেওয়ায় আত্মঘাতী হলেন তরুণী ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভদ্রদ্রি কোঠাগুডেম জেলার চন্দ্রু গোন্ডা মণ্ডলের মাঙ্গাইয়া বাঞ্জার গ্রামে ।

স্থানীয় থানার একজন কর্মকর্তা জানান, ওই তরুণী কীটনাশক খেয়েছিলেন ৷ আট দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার মারা যান তিনি । সাব-ইন্সপেক্টর মেশিনেনি রবি জানান, যুবতির নাম দেবকী (23) ৷ মাঙ্গাইয়াবাঞ্জার গ্রামের কৃষক শ্রীনু ও পদ্মার মেয়ে । দেবকী সম্প্রতি তার বিএসসি সম্পন্ন করেন ৷ তাঁর ভাই ইঞ্জিনিয়ারিং পড়ে । উচ্চ শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন দেবকী । তরুণী তাঁর মাকে এই ইচ্ছার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু পরবর্তীতে তাঁকে বোঝানো হয়েছিল যে, বিয়েই তার জন্য সবচেয়ে ভালো বিকল্প ৷ কারণ, তিনি স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন । তরুণীর বাবা-মা কোনও ভাবে মেয়েকে বিয়েতে রাজি করান ৷

28 মার্চ দুবতান্ডা গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় দেবকীর । এরপর 14 এপ্রিল বিয়ের আচার পালন করতে বাবা-মায়ের বাড়িতে এসেছিলেন নবদম্পতি । রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর দেবকী কীটনাশক খান বলে জানা গিয়েছে ৷ দেবকীর স্বাস্থ্যের অবস্থার অবনতি হতে দেখে পরিবারের সদস্যরা তাঁকে কোথাগুড়েম হাসপাতালে নিয়ে যান ৷ সেখান তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দেবকীকে খাম্মাম হাসপাতালে রেফার করা হয় । তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয় ৷ মেয়েকে এভাবে হারাতে হবে, তা কখনও ভাবেননি শ্রীনু ও পদ্মা ৷ বিয়ের করার অনিচ্ছে যে এভাবে মৃত্যুতে পরিণত হবে তা কেউই বুঝতে পারেননি ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে ৷

আরও পড়ুন :

  1. হস্টেলের ঘর থেকে উদ্ধার পলিটেকনিক ছাত্রীর ঝুলন্ত দেহ, পাশেই মিলল সুইসাইড নোট
  2. বেঙ্গালুরুর সংশোধনাগারে আত্মঘাতী দুই সন্তানকে 'হত্যাকারী' মা
  3. একসঙ্গে পৃথিবী ছাড়ার প্রতিশ্রুতি, মায়ের মৃত্যুর পর কথা রাখলেন মেয়ে

কোথাগুড়েম (তেলেঙ্গানা), 23 এপ্রিল: ইচ্ছে ছিল উচ্চশিক্ষার ৷ কিন্তু পরিবার জোর করে বিয়ে দেওয়ায় আত্মঘাতী হলেন তরুণী ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভদ্রদ্রি কোঠাগুডেম জেলার চন্দ্রু গোন্ডা মণ্ডলের মাঙ্গাইয়া বাঞ্জার গ্রামে ।

স্থানীয় থানার একজন কর্মকর্তা জানান, ওই তরুণী কীটনাশক খেয়েছিলেন ৷ আট দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার মারা যান তিনি । সাব-ইন্সপেক্টর মেশিনেনি রবি জানান, যুবতির নাম দেবকী (23) ৷ মাঙ্গাইয়াবাঞ্জার গ্রামের কৃষক শ্রীনু ও পদ্মার মেয়ে । দেবকী সম্প্রতি তার বিএসসি সম্পন্ন করেন ৷ তাঁর ভাই ইঞ্জিনিয়ারিং পড়ে । উচ্চ শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন দেবকী । তরুণী তাঁর মাকে এই ইচ্ছার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু পরবর্তীতে তাঁকে বোঝানো হয়েছিল যে, বিয়েই তার জন্য সবচেয়ে ভালো বিকল্প ৷ কারণ, তিনি স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন । তরুণীর বাবা-মা কোনও ভাবে মেয়েকে বিয়েতে রাজি করান ৷

28 মার্চ দুবতান্ডা গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় দেবকীর । এরপর 14 এপ্রিল বিয়ের আচার পালন করতে বাবা-মায়ের বাড়িতে এসেছিলেন নবদম্পতি । রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর দেবকী কীটনাশক খান বলে জানা গিয়েছে ৷ দেবকীর স্বাস্থ্যের অবস্থার অবনতি হতে দেখে পরিবারের সদস্যরা তাঁকে কোথাগুড়েম হাসপাতালে নিয়ে যান ৷ সেখান তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দেবকীকে খাম্মাম হাসপাতালে রেফার করা হয় । তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয় ৷ মেয়েকে এভাবে হারাতে হবে, তা কখনও ভাবেননি শ্রীনু ও পদ্মা ৷ বিয়ের করার অনিচ্ছে যে এভাবে মৃত্যুতে পরিণত হবে তা কেউই বুঝতে পারেননি ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে ৷

আরও পড়ুন :

  1. হস্টেলের ঘর থেকে উদ্ধার পলিটেকনিক ছাত্রীর ঝুলন্ত দেহ, পাশেই মিলল সুইসাইড নোট
  2. বেঙ্গালুরুর সংশোধনাগারে আত্মঘাতী দুই সন্তানকে 'হত্যাকারী' মা
  3. একসঙ্গে পৃথিবী ছাড়ার প্রতিশ্রুতি, মায়ের মৃত্যুর পর কথা রাখলেন মেয়ে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.