ETV Bharat / bharat

শিশুকে অপহরণ করে খুন প্রতিবেশীর ! সরষে খেতে দেহ ছিঁড়ে খেল বন্য পশুরা - ক্ষতবিক্ষত দেহ

Neighbor Kills Child: আলিগড়ে মদের নেশায় এক শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে । সরষে ক্ষেত থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার । অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ । শোকের ছায়া নেমে এসেছে শিশুটির পরিবারে ৷

Neighbor Kills Child
শিশুকে খুন প্রতিবেশীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 3:04 PM IST

আলিগড়, 10 ফেব্রুয়ারি: 6 বছরের শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে । সরষে খেত থেকে মিলল ক্ষতবিক্ষত দেহ ৷ বন্য পশুরা নাবালকের দেহটি খুবলে খেয়েছে বলে অনুমান পুলিশের ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের আকারাবাদের কৌরিয়াগঞ্জে ৷ মৃত শিশুর নাম মুদাসির ৷ ঘটনার সময় অভিযুক্ত মদ্যপান করছিল বলে খবর। পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে । তবে ঠিক কেন এমন ঘটেছে তা এখনও পরিষ্কার নয় । পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে ।

স্থানীয় থানার আধিকারিক সারজানা সিং জানান, কৌরিয়াগঞ্জের বাসিন্দা গুলসেরের 6 বছরের ছেলে মুদাসির 6 ফেব্রুয়ারি সন্ধ্যায় দোকানে জিনিস কিনতে গিয়েছিল । এরপর সে আর বাড়ি ফেরেনি । পরিবারের সদস্যরা তাক খোঁজ করেন । তবে তার সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি । এরপর গত 7 ফেব্রুয়ারি শিশুটির বাবা গুলশের আকরাবাদ থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। প্রতিবেশী আনিসের উপর সন্দেহ ছিল পরিবারের সদস্যদের । সন্দেহের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ৷ সে সময় অভিযুক্ত শিশুটিকে হত্যার কথা স্বীকার করে বলে পুলিশের দাবি ।

জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পুলিশকে জানায় সে মদ্যপ অবস্থায় ছিল। মুদাসির রাস্তা দিয়ে যাচ্ছিল ৷ তখনই সে মুদাসিরকে অপহরণ করে ৷ এরপর জঙ্গলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে । তারপর সরষে ক্ষেতে দেহ ফেলে পালিয়ে যায়। অভিযুক্তের বয়ান অনুযায়ী শুক্রবার শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। ততক্ষণে দেহের বেশ কিছু অংশ পশুরা খুবলে খেয়েছে। মুদাসির ছিলেন তার ভাইবোনের মধ্যে সপ্তম । পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. মা-দাদাকে শাবল দিয়ে পিটিয়ে খুন করে গ্রেফতার যুবক
  2. স্কুল ছুটি পেতে প্রথম শ্রেণির পড়ুয়াকে মাথা থেঁতলে খুন করল ক্লাস এইটের ছাত্র !
  3. সন্তানদের হত্যা করে আত্মঘাতী স্কুল শিক্ষক, নেপথ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক! উত্তর খুঁজছে পুলিশ

আলিগড়, 10 ফেব্রুয়ারি: 6 বছরের শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে । সরষে খেত থেকে মিলল ক্ষতবিক্ষত দেহ ৷ বন্য পশুরা নাবালকের দেহটি খুবলে খেয়েছে বলে অনুমান পুলিশের ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের আকারাবাদের কৌরিয়াগঞ্জে ৷ মৃত শিশুর নাম মুদাসির ৷ ঘটনার সময় অভিযুক্ত মদ্যপান করছিল বলে খবর। পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে । তবে ঠিক কেন এমন ঘটেছে তা এখনও পরিষ্কার নয় । পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে ।

স্থানীয় থানার আধিকারিক সারজানা সিং জানান, কৌরিয়াগঞ্জের বাসিন্দা গুলসেরের 6 বছরের ছেলে মুদাসির 6 ফেব্রুয়ারি সন্ধ্যায় দোকানে জিনিস কিনতে গিয়েছিল । এরপর সে আর বাড়ি ফেরেনি । পরিবারের সদস্যরা তাক খোঁজ করেন । তবে তার সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি । এরপর গত 7 ফেব্রুয়ারি শিশুটির বাবা গুলশের আকরাবাদ থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। প্রতিবেশী আনিসের উপর সন্দেহ ছিল পরিবারের সদস্যদের । সন্দেহের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ৷ সে সময় অভিযুক্ত শিশুটিকে হত্যার কথা স্বীকার করে বলে পুলিশের দাবি ।

জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পুলিশকে জানায় সে মদ্যপ অবস্থায় ছিল। মুদাসির রাস্তা দিয়ে যাচ্ছিল ৷ তখনই সে মুদাসিরকে অপহরণ করে ৷ এরপর জঙ্গলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে । তারপর সরষে ক্ষেতে দেহ ফেলে পালিয়ে যায়। অভিযুক্তের বয়ান অনুযায়ী শুক্রবার শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। ততক্ষণে দেহের বেশ কিছু অংশ পশুরা খুবলে খেয়েছে। মুদাসির ছিলেন তার ভাইবোনের মধ্যে সপ্তম । পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. মা-দাদাকে শাবল দিয়ে পিটিয়ে খুন করে গ্রেফতার যুবক
  2. স্কুল ছুটি পেতে প্রথম শ্রেণির পড়ুয়াকে মাথা থেঁতলে খুন করল ক্লাস এইটের ছাত্র !
  3. সন্তানদের হত্যা করে আত্মঘাতী স্কুল শিক্ষক, নেপথ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক! উত্তর খুঁজছে পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.