ETV Bharat / bharat

পটনায় প্রমাণ সংগ্রহ সিবিআইয়ের, নিট মামলায় ধৃতদের আনা হতে পারে দিল্লি - CBI Visits Patna in NEET Case - CBI VISITS PATNA IN NEET CASE

CBI Visits Patna in NEET Case: পটনায় গিয়ে নিট-ইউজি-তে অনিয়মের অভিযোগের প্রমাণ সংগ্রহ করছে সিবিআইয়ের একটি দল ৷ এই মামলায় এখনও পর্যন্ত যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি আনা হতে পারে ৷

ETV BHARAT
পটনায় গিয়ে প্রমাণ সংগ্রহ সিবিআইয়ের (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 12:31 PM IST

পটনা, 24 জুন: মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি-তে অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার সকালে দিল্লি থেকে সিবিআইয়ের একটি দল পৌঁছল পটনায় ৷ তারা বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিটের (ইকোনমিক অফেন্সেস ইউনিট বা ইওইউ) অফিসে গিয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা । তাঁরা জানিয়েছেন, সিবিআই তদন্তের ভার নেওয়ার আগে পর্যন্ত এই মামলার সঙ্গে জড়িত 18 জনকে গ্রেফতার করেছে ইওইউ ৷ একজন আধিকারিক বলেছেন, "সিবিআই অফিসাররা ইওইউ থেকে মামলা সম্পর্কিত প্রমাণ সংগ্রহ করছেন ।"

ছাত্রদের দেশব্যাপী বিক্ষোভ এবং মামলার মধ্যে রবিবার সিবিআই 5 মে অনুষ্ঠিত নিট-ইউজি-তে অনিয়মের অভিযোগে একটি এফআইআর দায়ের করেছে ৷ একজন ইওইউ আধিকারিক জানিয়েছেন, "তদন্তের সময় ইওইউ দ্বারা সংগৃহীত প্রমাণগুলির মধ্যে রয়েছে পটনার একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া পোড়া প্রশ্নপত্রের টুকরো, ধৃতদের মোবাইল ফোন, সিম কার্ড, ল্যাপটপ, পোস্ট-ডেটেড চেক এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ-র দেওয়া রেফারেন্স প্রশ্নপত্র । ধৃতরা সকলেই পটনায় বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এবং সিবিআইয়ের দল তাঁদের এখানকার আদালত থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যেতে পারে ৷"

সিবিআই প্রমাণ ধ্বংসের তদন্তের জন্য এই মামলার সঙ্গে একাধিক এফআইআর দায়ের করতে পারে এবং অভিযুক্তদের মধ্যে কিছু সরকারি কর্মচারীর বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ (ডিএ) মামলাও নথিভুক্ত করা হবে বলে জানা গিয়েছে ৷ ইওইউ-এর আধিকারিক জানিয়েছেন, "ধৃত অভিযুক্ত সিকন্দার প্রসাদ যাদভেন্দু, দানাপুর টাউন কাউন্সিলের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার, তাঁর বিরুদ্ধে একটি ডিএ মামলা নথিভুক্ত করা যেতে পারে ৷ কারণ তিনি তাঁর পরিচিত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদ অর্জন করেছেন বলে জানা গিয়েছে ৷"

তিনি বলেন, সমস্তিপুরের যাদভেন্দুকে এই মামলার প্রধান সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা হয়েছে । ওই আধিকারিকের কথায়, "তাঁর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার ইতিহাস রয়েছে । 2012 সালে জুনিয়র ইঞ্জিনিয়ার হওয়ার আগে, তিনি রাঁচিতে একজন ঠিকাদার হিসাবে কাজ করেছিলেন । এর আগে তিনি 3 কোটি টাকার একটি এলইডি কেলেঙ্কারিতে জড়িত ছিলেন । সেখানে তিনি তাঁর ভূমিকার জন্য জেলের সাজা ভোগ করেছেন ।" (পিটিআই)

পটনা, 24 জুন: মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি-তে অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার সকালে দিল্লি থেকে সিবিআইয়ের একটি দল পৌঁছল পটনায় ৷ তারা বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিটের (ইকোনমিক অফেন্সেস ইউনিট বা ইওইউ) অফিসে গিয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা । তাঁরা জানিয়েছেন, সিবিআই তদন্তের ভার নেওয়ার আগে পর্যন্ত এই মামলার সঙ্গে জড়িত 18 জনকে গ্রেফতার করেছে ইওইউ ৷ একজন আধিকারিক বলেছেন, "সিবিআই অফিসাররা ইওইউ থেকে মামলা সম্পর্কিত প্রমাণ সংগ্রহ করছেন ।"

ছাত্রদের দেশব্যাপী বিক্ষোভ এবং মামলার মধ্যে রবিবার সিবিআই 5 মে অনুষ্ঠিত নিট-ইউজি-তে অনিয়মের অভিযোগে একটি এফআইআর দায়ের করেছে ৷ একজন ইওইউ আধিকারিক জানিয়েছেন, "তদন্তের সময় ইওইউ দ্বারা সংগৃহীত প্রমাণগুলির মধ্যে রয়েছে পটনার একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া পোড়া প্রশ্নপত্রের টুকরো, ধৃতদের মোবাইল ফোন, সিম কার্ড, ল্যাপটপ, পোস্ট-ডেটেড চেক এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ-র দেওয়া রেফারেন্স প্রশ্নপত্র । ধৃতরা সকলেই পটনায় বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এবং সিবিআইয়ের দল তাঁদের এখানকার আদালত থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যেতে পারে ৷"

সিবিআই প্রমাণ ধ্বংসের তদন্তের জন্য এই মামলার সঙ্গে একাধিক এফআইআর দায়ের করতে পারে এবং অভিযুক্তদের মধ্যে কিছু সরকারি কর্মচারীর বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ (ডিএ) মামলাও নথিভুক্ত করা হবে বলে জানা গিয়েছে ৷ ইওইউ-এর আধিকারিক জানিয়েছেন, "ধৃত অভিযুক্ত সিকন্দার প্রসাদ যাদভেন্দু, দানাপুর টাউন কাউন্সিলের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার, তাঁর বিরুদ্ধে একটি ডিএ মামলা নথিভুক্ত করা যেতে পারে ৷ কারণ তিনি তাঁর পরিচিত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদ অর্জন করেছেন বলে জানা গিয়েছে ৷"

তিনি বলেন, সমস্তিপুরের যাদভেন্দুকে এই মামলার প্রধান সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা হয়েছে । ওই আধিকারিকের কথায়, "তাঁর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার ইতিহাস রয়েছে । 2012 সালে জুনিয়র ইঞ্জিনিয়ার হওয়ার আগে, তিনি রাঁচিতে একজন ঠিকাদার হিসাবে কাজ করেছিলেন । এর আগে তিনি 3 কোটি টাকার একটি এলইডি কেলেঙ্কারিতে জড়িত ছিলেন । সেখানে তিনি তাঁর ভূমিকার জন্য জেলের সাজা ভোগ করেছেন ।" (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.