বেঙ্গালুরু, 16 এপ্রিল: বিশ্বের স্পেস কমিউনিটির উচিত পৃথিবী-চাঁদ সিস্টেম ও সৌর গ্রহ অনুসন্ধানের মতো পৃথিবীর কক্ষপথের বাইরে যাওয়ার মতো দক্ষতা অর্জন করা ৷ এমনটাই মনে করেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷ মঙ্গলবার তিনি একথা জানান ৷
42 তম ইন্টার-এজেন্সি স্পেস ডেব্রিস কো-অর্ডিনেশন কমিটির উদ্বোধনী বৈঠকে এ দিন ভাষণ এস সোমনাথ ৷ সেখানে তিনি বলেন, "আমাদেরও দক্ষতা বিকাশ করতে হবে, বিশেষ করে যখন আপনি ভবিষ্যতের অন্বেষণের দিকে তাকাচ্ছেন ৷ সম্ভবত পৃথিবীর কক্ষপথের মধ্যে নয়, বরং আরও দূরে পৃথিবীর কক্ষপথের বাইরে ৷ বিশেষ করে পৃথিবী-চাঁদ সিস্টেম ও সৌর গ্রহের অন্বেষণের বিষয়টিতে ৷ আমি মনে করি এই জায়গাগুলিতে ক্রমশ ভিড় বাড়বে ৷ চাঁদে তো ভিড় বেড়েছে ৷ আমি মনে করি যে এই গোষ্ঠী সেই দিকটি দেখবে, সেই সঙ্গে আগামিদিনে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে ।"
এস সোমনাথ জানান, মহাকাশে মহাকাশযানের ধ্বংসাবশেষ যাতে খুব বেশি না থাকে, সেই বিষয়ে নিশ্চিত করার কাজ করছে ইসরো ৷ ভারতের লক্ষ্য 2030 সালের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ মিশন তৈরি করা । ইসরোর কাছে মহাকাশে অনুসন্ধান ও মহাকাশ ব্যবহারে সুস্পষ্ট কর্মসূচি রয়েছে । বর্তমানে কক্ষপথে 54টি মহাকাশযান রয়েছে ৷ এছাড়াও সেখানে অকার্যকর বস্তুগুলিকে কক্ষপথে নিয়ে এসে নিরাপদ স্থানে ফিরিয়ে আনার চেষ্টাও চলছে ৷
ইসরো প্রধান 400 কিলোমিটারের কক্ষপথ সুরক্ষিত রাখার জন্যও প্রস্তাব দিয়েছেন, যাতে মহাকাশে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করতে আরও স্পেস স্টেশন আসতে পারে । সোমানাথ মহাকাশে কম ধ্বংসাবশেষ উৎপাদন নিশ্চিত করার জন্য সমস্ত মহাকাশ চুক্তির পুনর্বিবেচনার উপর জোর দিয়েছেন ।
(এএনআই ইনপুট-সহ)
আরও পড়ুন: