ETV Bharat / bharat

‘মানুষ টিএমসির দুর্নীতিতে ক্লান্ত’, জলপাইগুড়ি সভার আগে বাংলায় টুইটবার্তা মোদির - Lok Sabha Election 2024

Narendra Modi tweets in Bengali: জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে নির্বাচনী সভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগেই বাংলায় লিখে টুইট বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 10:39 AM IST

Updated : Apr 7, 2024, 11:54 AM IST

নয়াদিল্লি, 7 এপ্রিল: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সম্প্রতি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ প্রাণহানি হয়েছে ৷ বৃহস্পতিবার কোচবিহারের জনসভা থেকে এই প্রসঙ্গে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা নিয়ে তাঁর সমালোচনা করতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূলও ৷ এসবের মধ্যেই আজ জলপাইগুড়িতে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী ৷ তার আগে বাংলায় টুইট করে জলপাইগুড়ির বাসিন্দাদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷

শুধু প্রচারই নয়, শেষ মুহূর্তে কর্মসূচির কোনও বদল না-হলে ধূপগুড়ির সভাস্থলের পিছনে ঝড়ে বিধ্বস্ত দশটি পরিবারের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী । তার আগে টুইটে মোদি লেখেন, ‘‘আজ বিকেলে, আমি জলপাইগুড়ির মানুষদের মধ্যে থাকব একটি সমাবেশে ভাষণ দিতে । ওখানে এর প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে । পশ্চিমবঙ্গের মানুষ টিএমসির দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত । একমাত্র বিজেপি ওঁদের স্বপ্ন পূরণ করতে পারে ।’’ এদিন ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী লাল স্কুল এলাকায় সভাস্থল করা হয়েছে ।

31 মার্চ বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা ৷ কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে রাতেই জলপাইগুড়িতে চলে আসেন । এরপর চালসাতে থেকে জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ও কোচবিহারে নির্বাচনী প্রচার সারেন । কোচবিহারে 4 এপ্রিল মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী, দু’জনেরই সভা ছিল । সে সভা থেকে প্রধানমন্ত্রী ঝড় নিয়ে একটি শব্দও খরচ করেননি ৷ যা নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । তারপরেই এদিন জানা গেল, জলপাইগুড়ি এসে শুধু প্রচার নয়, ঝড়-বিধ্বস্ত বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী মোদি ৷

আরও পড়ুন:

  1. মানুষ আবার বিজেপিকে বাছবে, দলের প্রতিষ্ঠাদিবসে বললেন মোদি
  2. এআই দ্বারা লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টায় চিন, দাবি মাইক্রোসফটের
  3. কয়েক কোটির সম্পত্তি, কম নয় সোনার পরিমাণও, দেখুন রাহুল গান্ধির হলফনামা

নয়াদিল্লি, 7 এপ্রিল: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সম্প্রতি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ প্রাণহানি হয়েছে ৷ বৃহস্পতিবার কোচবিহারের জনসভা থেকে এই প্রসঙ্গে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা নিয়ে তাঁর সমালোচনা করতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূলও ৷ এসবের মধ্যেই আজ জলপাইগুড়িতে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী ৷ তার আগে বাংলায় টুইট করে জলপাইগুড়ির বাসিন্দাদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷

শুধু প্রচারই নয়, শেষ মুহূর্তে কর্মসূচির কোনও বদল না-হলে ধূপগুড়ির সভাস্থলের পিছনে ঝড়ে বিধ্বস্ত দশটি পরিবারের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী । তার আগে টুইটে মোদি লেখেন, ‘‘আজ বিকেলে, আমি জলপাইগুড়ির মানুষদের মধ্যে থাকব একটি সমাবেশে ভাষণ দিতে । ওখানে এর প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে । পশ্চিমবঙ্গের মানুষ টিএমসির দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত । একমাত্র বিজেপি ওঁদের স্বপ্ন পূরণ করতে পারে ।’’ এদিন ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী লাল স্কুল এলাকায় সভাস্থল করা হয়েছে ।

31 মার্চ বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা ৷ কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে রাতেই জলপাইগুড়িতে চলে আসেন । এরপর চালসাতে থেকে জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ও কোচবিহারে নির্বাচনী প্রচার সারেন । কোচবিহারে 4 এপ্রিল মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী, দু’জনেরই সভা ছিল । সে সভা থেকে প্রধানমন্ত্রী ঝড় নিয়ে একটি শব্দও খরচ করেননি ৷ যা নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । তারপরেই এদিন জানা গেল, জলপাইগুড়ি এসে শুধু প্রচার নয়, ঝড়-বিধ্বস্ত বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী মোদি ৷

আরও পড়ুন:

  1. মানুষ আবার বিজেপিকে বাছবে, দলের প্রতিষ্ঠাদিবসে বললেন মোদি
  2. এআই দ্বারা লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টায় চিন, দাবি মাইক্রোসফটের
  3. কয়েক কোটির সম্পত্তি, কম নয় সোনার পরিমাণও, দেখুন রাহুল গান্ধির হলফনামা
Last Updated : Apr 7, 2024, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.