ETV Bharat / bharat

মঙ্গলে মনোনয়ন জমা দেবেন মোদি, তার আগে পুজো দিলেন বিশ্বনাথ মন্দিরে - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Narendra Modi Nomination: মনোনয়ন জমা দেওয়ার একদিন আগে বারাণসীতে মোগা রোড শো প্রধানমন্ত্রী মোদির ৷ পুজো দিলেন বিশ্বনাথ মন্দিরে ৷

Narendra Modi
নরেন্দ্র মোদি (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : May 13, 2024, 10:57 PM IST

বারাণসী, 13 মে: বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন আগে সোমবার সন্ধ্যায় ছয় কিলোমিটার দীর্ঘ রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে এদিন সন্ধ্যায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দেন তিনি ৷ মোদির দীর্ঘ রোড শোয়ের রাস্তার দু'ধারে প্রচুর মানুষ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছিলেন ৷ গেরুয়া পতাকা, বেলুন এবং ছোট ত্রিশূল হাতে মানুষের জমায়েতও দেখা যায় রাস্তায় ৷ কাশীর বিখ্যাত ব্যক্তিদের কাটআউটও লাগানো হয়েছিল মোদির রোড শোয়ের রাস্তার দুধারে ৷

বারাণসীর লঙ্কা এলাকার মালব্য মোড় থেকে রোড শো শুরু হওয়ার দুই ঘণ্টা পর প্রধানমন্ত্রী কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে পুজো করেন। পরে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে রোড-শোর একটি ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, "কাশীর বিশেষ মাহাত্ম্য আছে ৷ এখানকার মানুষের উষ্ণতা এবং স্নেহ অবিশ্বাস্য।" বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি এবং এনডিএ-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং দলীয় শীর্ষ নেতারা আগামিকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মনোনয়ন জমা দেওয়ার সময় জেলাশাসকের দফতরে হাজির থাকবেন ৷

মোদি বারাণসী আসন থেকে টানা তিনবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ৷ লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বে আগামী 1 জুন বারাণসীতে ভোট হবে। সোমবারের রোড-শো বারাণসীর লঙ্কা এলাকার মালব্য মোড়ে শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক মদন মোহন মালব্যর মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শুরু হয় ৷ সন্ত রবিদাস গেট, অসি, শিবালা, সোনারপুরা, জঙ্গমবাডি এবং গোদউলিয়া হয়ে সেই রোড শো শেষ হয় বিশ্বনাথ মন্দিরে ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরী। বিএলডব্লিউ গেস্ট হাউসে এদিন রাতে থাকবেন প্রধানমন্ত্রী মোদি। মঙ্গলবার কাল ভৈরব মন্দিরে প্রার্থনার পর মনোনয়নপত্র জমা দেবেন তিনি। জানা গিয়েছে, মোদি সকাল নটার দিকে দশশ্বমেধ ঘাটে প্রার্থনাও করতে পারেন ৷ সফরসূচী অনুযায়ী, প্রধানমন্ত্রী মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শহরের নমো ঘাটে একটি ক্রুজ ভ্রমণও করতে পারেন।

মনোনয়ন প্রক্রিয়ার পর রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করবেন মোদি। মঙ্গলবার গঙ্গা সপ্তমী উপলক্ষে প্রধানমন্ত্রীও গঙ্গা নদীতে স্নান করবেন বলে মনে করা হচ্ছে। তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এনডিএ-এর শরিক লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরী, এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান, আপনা দলের সভাপতি অনুপ্রিয়া, সুহেলদেব, ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওমপ্রকাশ রাজভারও মোদির মনোনয়নে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷ যোগী আদিত্যনাথ ছাড়াও বিহারের নীতীশ কুমার, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, মধ্যপ্রদেশের মোহন যাদব, ছত্তিশগড়ের বিষ্ণু দেও সাই, মহারাষ্ট্রের একনাথ শিন্ডে, রাজস্থানের ভজন লাল শর্মা, অসমের হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার নয়াব সিং সাইনির মতো মুখ্যমন্ত্রীরাও হাজির থাকবেন মনোনয়নে। গোয়ার প্রমোদ সাওয়ান্ত, সিকিমের প্রেম সিং তামাং এবং ত্রিপুরার মানিক সাহাও প্রধানমন্ত্রীর মনোনয়নে হাজির থাকবেন ৷ (পিটিআই)

আরও পড়ুন

পরোটা, চিংড়ির মালাইকারি; মোদির জন্য বাঙালি রান্না করতে চান মমতা

তপ্ত পিচে একে অপরকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময়ে প্রতিপক্ষ কীর্তি-দিলীপ

বারাণসী, 13 মে: বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন আগে সোমবার সন্ধ্যায় ছয় কিলোমিটার দীর্ঘ রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে এদিন সন্ধ্যায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দেন তিনি ৷ মোদির দীর্ঘ রোড শোয়ের রাস্তার দু'ধারে প্রচুর মানুষ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছিলেন ৷ গেরুয়া পতাকা, বেলুন এবং ছোট ত্রিশূল হাতে মানুষের জমায়েতও দেখা যায় রাস্তায় ৷ কাশীর বিখ্যাত ব্যক্তিদের কাটআউটও লাগানো হয়েছিল মোদির রোড শোয়ের রাস্তার দুধারে ৷

বারাণসীর লঙ্কা এলাকার মালব্য মোড় থেকে রোড শো শুরু হওয়ার দুই ঘণ্টা পর প্রধানমন্ত্রী কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে পুজো করেন। পরে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে রোড-শোর একটি ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, "কাশীর বিশেষ মাহাত্ম্য আছে ৷ এখানকার মানুষের উষ্ণতা এবং স্নেহ অবিশ্বাস্য।" বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি এবং এনডিএ-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং দলীয় শীর্ষ নেতারা আগামিকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মনোনয়ন জমা দেওয়ার সময় জেলাশাসকের দফতরে হাজির থাকবেন ৷

মোদি বারাণসী আসন থেকে টানা তিনবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ৷ লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বে আগামী 1 জুন বারাণসীতে ভোট হবে। সোমবারের রোড-শো বারাণসীর লঙ্কা এলাকার মালব্য মোড়ে শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক মদন মোহন মালব্যর মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শুরু হয় ৷ সন্ত রবিদাস গেট, অসি, শিবালা, সোনারপুরা, জঙ্গমবাডি এবং গোদউলিয়া হয়ে সেই রোড শো শেষ হয় বিশ্বনাথ মন্দিরে ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরী। বিএলডব্লিউ গেস্ট হাউসে এদিন রাতে থাকবেন প্রধানমন্ত্রী মোদি। মঙ্গলবার কাল ভৈরব মন্দিরে প্রার্থনার পর মনোনয়নপত্র জমা দেবেন তিনি। জানা গিয়েছে, মোদি সকাল নটার দিকে দশশ্বমেধ ঘাটে প্রার্থনাও করতে পারেন ৷ সফরসূচী অনুযায়ী, প্রধানমন্ত্রী মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শহরের নমো ঘাটে একটি ক্রুজ ভ্রমণও করতে পারেন।

মনোনয়ন প্রক্রিয়ার পর রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করবেন মোদি। মঙ্গলবার গঙ্গা সপ্তমী উপলক্ষে প্রধানমন্ত্রীও গঙ্গা নদীতে স্নান করবেন বলে মনে করা হচ্ছে। তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এনডিএ-এর শরিক লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরী, এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান, আপনা দলের সভাপতি অনুপ্রিয়া, সুহেলদেব, ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওমপ্রকাশ রাজভারও মোদির মনোনয়নে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷ যোগী আদিত্যনাথ ছাড়াও বিহারের নীতীশ কুমার, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, মধ্যপ্রদেশের মোহন যাদব, ছত্তিশগড়ের বিষ্ণু দেও সাই, মহারাষ্ট্রের একনাথ শিন্ডে, রাজস্থানের ভজন লাল শর্মা, অসমের হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার নয়াব সিং সাইনির মতো মুখ্যমন্ত্রীরাও হাজির থাকবেন মনোনয়নে। গোয়ার প্রমোদ সাওয়ান্ত, সিকিমের প্রেম সিং তামাং এবং ত্রিপুরার মানিক সাহাও প্রধানমন্ত্রীর মনোনয়নে হাজির থাকবেন ৷ (পিটিআই)

আরও পড়ুন

পরোটা, চিংড়ির মালাইকারি; মোদির জন্য বাঙালি রান্না করতে চান মমতা

তপ্ত পিচে একে অপরকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময়ে প্রতিপক্ষ কীর্তি-দিলীপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.