নয়াদিল্লি, 18 মার্চ: ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির নাতিন বয়স মাত্র চার মাস ৷ এই বসয়েই তিনি এখন কয়েকশো কোটি টাকার মালিক ৷ এই বয়সেই দাদুর কাছ থেকে নাতি একাগ্র উপহার পেলেন ইনফোসিসের 240 কোটি টাকার শেয়ার ৷ নারায়ণ মূর্তির সম্পত্তির পরিমাণ আনুমানিক 36 হাজার কোটি টাকারও বেশি ৷ কাজেই তিনি নাতিকে 240 কোটি টাকার উপহার দেবেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই ৷
নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি রাজ্যসভার রাষ্ট্রপতি মনোনীত সদস্য ৷ গতবছর 10 নভেম্বর বেঙ্গালুরুতে জন্ম হয় নারায়ণ মূর্তির ছেলে রোহন মূর্তি এবং পুত্রবধূ অপর্ণা কৃষ্ণানের একমাত্র সন্তান একাগ্র ৷ এছাড়াও নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির দুই নাতনি রয়েছে ৷ প্রসঙ্গত ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক নারায়ণমূর্তির জামাই ৷ ঋষি সুনক এবং অক্ষতা মূর্তির দুই কন্যা কৃষ্ণা এবং অনুষ্কা।
বিএসই-এর তথ্য অনুযায়ী নারায়ণমূর্তির নাতি একাগ্র রোহন মূর্তির কাছে এখন ইনফোসিসের 15 লক্ষ শেয়ার রয়েছে। যা মোট শেয়ারের 0.04 শতাংশ অংশ। এর ফলে ইনফোসিসে নারায়ণমূর্তির নিজের অংশ 0.40 শতাংশ থেকে কমে 0.36 শতাংশ হয়ে গেল। অফ-মার্কেটে এই শেয়ার হস্তান্তর হয়েছে। 1981 সালে সেই সময় মাত্র কয়েক হাজার টাকা মূলধন নিয়ে শুরু হয়েছিল এই সংস্থা। এখন যা ভারতের দ্বিতীয় বৃহত্তম টেক-সংস্থা।
সমাজজীবনের একাধিক ক্ষেত্রে নিজের বৈশিষ্ট্যে ছাপ রেখেছেন নারায়ণ মূর্তি ৷ তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে চাকরি বা ব্য়বসা করেন এমন সকলের কাজে তিনি আদর্শ ৷ এবার ফের গোটা দুনিয়ার কাছে এক দৃষ্টান্ত স্থাপন করলেন নারায়ণ মূর্তি ৷
আরও পড়ুন: