ETV Bharat / bharat

আশার আলো কুনোয়, 3 শাবকের জন্ম দিল নামিবিয়ান চিতা

Kuno National Park: মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে তিনটি বাচ্চার জন্ম দিল নামিবিয়ান চিতা ৷ টুইট করে খবর দিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Jan 23, 2024, 10:21 AM IST

নয়াদিল্লি, 23 জানুয়ারি: কুনো ন্যাশনাল পার্কে খুশির খবর । মধ্যপ্রদেশের এই পার্কে একটি নামিবিয়ান চিতা তিন শাবকের জন্ম দিয়েছে ৷ এই খবর নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব ৷

সেখানে তিনি লিখেছেন,"কুনোর নতুন শাবক ! নামিবিয়ার চিতা জোয়ালা তিনটি শাবকের জন্ম দিয়েছে । নামিবিয়ার চিতা আশার শাবক জন্মানোর কয়েক সপ্তাহ পরে ফের তিনটি বাচ্চার জন্ম দিল অপর এক নামিবিয়ান চিতা ৷ দেশজুড়ে সমস্ত বন্যপ্রাণী ফ্রন্টলাইন যোদ্ধা এবং বন্যপ্রাণী প্রেমীদের অভিনন্দন । ভারতের বন্যপ্রাণ সমৃদ্ধ হোক ।"

  • Kuno’s new cubs!

    Namibian Cheetah named Jwala has given birth to three cubs. This comes just weeks after Namibian Cheetah Aasha gave birth to her cubs.

    Congratulations to all wildlife frontline warriors and wildlife lovers across the country.

    May Bharat’s wildlife thrive… pic.twitter.com/aasusRiXtG

    — Bhupender Yadav (@byadavbjp) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নামিবিয়া থেকে ঘটা করে আনা হয়েছিল বেশ কয়েকটি চিতা । কিন্তু তাদের বেশিরভাগই ভারতীয় পরিবেশে মানিয়ে না নিতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল । তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছিল নরেন্দ্র মোদির সিদ্ধান্তের বিরুদ্ধে ৷ বন্যপ্রাণীদের প্রতিকূল পরিবেশ থেকে জোর করে ভারতে আনার ফলেই একের পর এক চিতার মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ প্রতিবাদে সরব হয়েছিলেন পরিবেশবিদরা ৷

namibian Cheetah
কুনো ন্যাশনাল পার্কে জন্মানো নামিবিয়ান চিতার 3 শাবক

অবশ্য 2023 সালের মার্চ মাসেও চার সন্তানের জন্ম দিয়েছিল নামিবিয়ার চিতা জোয়ালা । কিন্তু পরে তার তিন সন্তানই মারা যায় । এরপর 3 জানুয়ারি, কুনো ন্যাশনাল পার্কের কর্মকর্তারা জানান যে নামিবিয়ার চিতা আশা তিনটি শাবকের জন্ম দিয়েছে । এর আগে গত মার্চে সিয়া নামের একটি চিতা চারটি বাচ্চার জন্ম দেয় । তবে তাদের মধ্যে মাত্র একটি বেঁচে ছিল ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'প্রোজেক্ট চিতা'-র অধীনে নামিবিয়া থেকে ভারতে স্থানান্তরিত চিতাগুলির মধ্যে জোয়ালা, আশা এবং সিয়া অন্যতম ৷ যার লক্ষ্য স্বাধীন ভারতে বিলুপ্ত হয়ে যাওয়া একমাত্র বৃহৎ মাংসাশী প্রজাতির পুনঃপ্রবর্তন করা ।

2022 সালের সেপ্টেম্বরে ভারতে প্রথম দফায় আটটি চিতা আনা হয়েছিল ৷ গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকা থেকে 12টি চিতা আনা হয় ৷

নয়াদিল্লি, 23 জানুয়ারি: কুনো ন্যাশনাল পার্কে খুশির খবর । মধ্যপ্রদেশের এই পার্কে একটি নামিবিয়ান চিতা তিন শাবকের জন্ম দিয়েছে ৷ এই খবর নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব ৷

সেখানে তিনি লিখেছেন,"কুনোর নতুন শাবক ! নামিবিয়ার চিতা জোয়ালা তিনটি শাবকের জন্ম দিয়েছে । নামিবিয়ার চিতা আশার শাবক জন্মানোর কয়েক সপ্তাহ পরে ফের তিনটি বাচ্চার জন্ম দিল অপর এক নামিবিয়ান চিতা ৷ দেশজুড়ে সমস্ত বন্যপ্রাণী ফ্রন্টলাইন যোদ্ধা এবং বন্যপ্রাণী প্রেমীদের অভিনন্দন । ভারতের বন্যপ্রাণ সমৃদ্ধ হোক ।"

  • Kuno’s new cubs!

    Namibian Cheetah named Jwala has given birth to three cubs. This comes just weeks after Namibian Cheetah Aasha gave birth to her cubs.

    Congratulations to all wildlife frontline warriors and wildlife lovers across the country.

    May Bharat’s wildlife thrive… pic.twitter.com/aasusRiXtG

    — Bhupender Yadav (@byadavbjp) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নামিবিয়া থেকে ঘটা করে আনা হয়েছিল বেশ কয়েকটি চিতা । কিন্তু তাদের বেশিরভাগই ভারতীয় পরিবেশে মানিয়ে না নিতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল । তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছিল নরেন্দ্র মোদির সিদ্ধান্তের বিরুদ্ধে ৷ বন্যপ্রাণীদের প্রতিকূল পরিবেশ থেকে জোর করে ভারতে আনার ফলেই একের পর এক চিতার মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ প্রতিবাদে সরব হয়েছিলেন পরিবেশবিদরা ৷

namibian Cheetah
কুনো ন্যাশনাল পার্কে জন্মানো নামিবিয়ান চিতার 3 শাবক

অবশ্য 2023 সালের মার্চ মাসেও চার সন্তানের জন্ম দিয়েছিল নামিবিয়ার চিতা জোয়ালা । কিন্তু পরে তার তিন সন্তানই মারা যায় । এরপর 3 জানুয়ারি, কুনো ন্যাশনাল পার্কের কর্মকর্তারা জানান যে নামিবিয়ার চিতা আশা তিনটি শাবকের জন্ম দিয়েছে । এর আগে গত মার্চে সিয়া নামের একটি চিতা চারটি বাচ্চার জন্ম দেয় । তবে তাদের মধ্যে মাত্র একটি বেঁচে ছিল ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'প্রোজেক্ট চিতা'-র অধীনে নামিবিয়া থেকে ভারতে স্থানান্তরিত চিতাগুলির মধ্যে জোয়ালা, আশা এবং সিয়া অন্যতম ৷ যার লক্ষ্য স্বাধীন ভারতে বিলুপ্ত হয়ে যাওয়া একমাত্র বৃহৎ মাংসাশী প্রজাতির পুনঃপ্রবর্তন করা ।

2022 সালের সেপ্টেম্বরে ভারতে প্রথম দফায় আটটি চিতা আনা হয়েছিল ৷ গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকা থেকে 12টি চিতা আনা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.