ETV Bharat / bharat

খাঁটি সোনা দিয়ে তৈরি শাড়ি ! দাম কত জানেন ? - Golden Saree in Telangana - GOLDEN SAREE IN TELANGANA

Golden Saree in Telangana: সোনার শাড়ি তৈরি করে তাক লাগালেন তেলেঙ্গানা তাঁতী ৷ অত্যাশ্চর্য এই সৃষ্টি সকলকে মোহিতও করেছে ৷

Golden Saree in Telangana
খাঁটি সোনা দিয়ে তৈরি শাড়ি ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 2:32 PM IST

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: তেলেঙ্গানা লোকশিল্প ও কারুশিল্পের জন্য বিশেষ করে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। রাজ্যের এই সেক্টরটি জাতীয় তো বটেই এমনকী আন্তর্জাতিক স্তরেও প্রশংসা অর্জন করেছে। এবার সেখানেই তৈরি হল সোনার শাড়ি ৷ রাজন্না সিরিসিলা জেলার নাল্লা বিজয় কুমার নামে এক তাঁতী সম্প্রতি অসাধারণ সেই শাড়ি তৈরি করেছেন, যা তাক লাগিয়ে দিয়েছে আমজনতাকে ৷

প্রায় ছয় মাস আগে, হায়দরাবাদের একজন ব্যবসায়ী বিজয় কুমারকে তাঁর মেয়ের বিয়ের জন্য একটি সোনার শাড়ি তৈরির বরাত দিয়েছিলেন। তাঁতে বোনা কারুকার্য মণ্ডিত ওই শাড়িটিতে মোট 200 গ্রাম সোনা রয়েছে বলে জানা গিয়েছে ৷ বিজয়ের ডিজাইন তৈরি এবং শাড়ি বুনতে 10 থেকে 12 দিন সময় লেগেছে বলেও জানা গিয়েছে। দৈর্ঘ্যে 5.5 মিটার এবং প্রস্থে 49 ইঞ্চি শাড়িটির মোট ওজন 900 গ্রাম। 17 সেপ্টেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল ৷ তার আগেই অবশ্য শাড়ি তৈরি করে দিয়েছিলেন বিজয় ৷ এই শাড়িটির মূল্য ছিল 18 লক্ষ টাকা। বিজয় সোনা দিয়ে শাড়ি বোনার ঐতিহ্যকে আরও সামনে নিয়ে যেতে চাইছেন ৷ তাঁর নিজের কাজের প্রতিও অত্যন্ত গর্ব অনুভব করছেন বিজয় ৷

তার পিতার উত্তরাধিকার অব্যাহত রেখে, বিজয় কুমারও উদ্ভাবনী ডিজাইনের সন্ধান করেছেন ৷ যার মধ্যে একটি মনোমুগ্ধকর থ্রি-ডি শাড়ি রয়েছে যা রং পরিবর্তন করে। ভদ্রাচলমে শ্রী রামনবমী উৎসবের জন্য তৈরি করা, এই অনন্য শাড়িটিও 5.5 মিটার লম্বা এবং 48 ইঞ্চি চওড়া ৷ এর ওজন 600 গ্রাম। ওই শাড়িটি তৈরি করতে 18 দিন সময় নিয়েছিলেন বিজয় ৷ সোনা, রুপো এবং লাল রঙের ব্যবহার করা হয়েছিল ওই শাড়িতে, যার দাম ছিল 48 হাজার টাকা।

বিজয় কুমার একটি ম্যাচবক্স শাড়ি এবং একটি রিং শাড়ির মতো অন্যান্য একাধিক শাড়ি তৈরি করেছেন ৷ তাঁর সৃজনশীলতা এবং বয়নের ক্ষেত্রে নিষ্ঠা প্রদর্শন করে। তাঁর কাজ শুধুমাত্র ঐতিহ্যবাহী বয়ন পদ্ধতিকে বাঁচিয়ে রাখে না বরং আধুনিক তাঁত নকশায় নতুন ধারণাও সামনে এনে দিয়েছে।

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: তেলেঙ্গানা লোকশিল্প ও কারুশিল্পের জন্য বিশেষ করে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। রাজ্যের এই সেক্টরটি জাতীয় তো বটেই এমনকী আন্তর্জাতিক স্তরেও প্রশংসা অর্জন করেছে। এবার সেখানেই তৈরি হল সোনার শাড়ি ৷ রাজন্না সিরিসিলা জেলার নাল্লা বিজয় কুমার নামে এক তাঁতী সম্প্রতি অসাধারণ সেই শাড়ি তৈরি করেছেন, যা তাক লাগিয়ে দিয়েছে আমজনতাকে ৷

প্রায় ছয় মাস আগে, হায়দরাবাদের একজন ব্যবসায়ী বিজয় কুমারকে তাঁর মেয়ের বিয়ের জন্য একটি সোনার শাড়ি তৈরির বরাত দিয়েছিলেন। তাঁতে বোনা কারুকার্য মণ্ডিত ওই শাড়িটিতে মোট 200 গ্রাম সোনা রয়েছে বলে জানা গিয়েছে ৷ বিজয়ের ডিজাইন তৈরি এবং শাড়ি বুনতে 10 থেকে 12 দিন সময় লেগেছে বলেও জানা গিয়েছে। দৈর্ঘ্যে 5.5 মিটার এবং প্রস্থে 49 ইঞ্চি শাড়িটির মোট ওজন 900 গ্রাম। 17 সেপ্টেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল ৷ তার আগেই অবশ্য শাড়ি তৈরি করে দিয়েছিলেন বিজয় ৷ এই শাড়িটির মূল্য ছিল 18 লক্ষ টাকা। বিজয় সোনা দিয়ে শাড়ি বোনার ঐতিহ্যকে আরও সামনে নিয়ে যেতে চাইছেন ৷ তাঁর নিজের কাজের প্রতিও অত্যন্ত গর্ব অনুভব করছেন বিজয় ৷

তার পিতার উত্তরাধিকার অব্যাহত রেখে, বিজয় কুমারও উদ্ভাবনী ডিজাইনের সন্ধান করেছেন ৷ যার মধ্যে একটি মনোমুগ্ধকর থ্রি-ডি শাড়ি রয়েছে যা রং পরিবর্তন করে। ভদ্রাচলমে শ্রী রামনবমী উৎসবের জন্য তৈরি করা, এই অনন্য শাড়িটিও 5.5 মিটার লম্বা এবং 48 ইঞ্চি চওড়া ৷ এর ওজন 600 গ্রাম। ওই শাড়িটি তৈরি করতে 18 দিন সময় নিয়েছিলেন বিজয় ৷ সোনা, রুপো এবং লাল রঙের ব্যবহার করা হয়েছিল ওই শাড়িতে, যার দাম ছিল 48 হাজার টাকা।

বিজয় কুমার একটি ম্যাচবক্স শাড়ি এবং একটি রিং শাড়ির মতো অন্যান্য একাধিক শাড়ি তৈরি করেছেন ৷ তাঁর সৃজনশীলতা এবং বয়নের ক্ষেত্রে নিষ্ঠা প্রদর্শন করে। তাঁর কাজ শুধুমাত্র ঐতিহ্যবাহী বয়ন পদ্ধতিকে বাঁচিয়ে রাখে না বরং আধুনিক তাঁত নকশায় নতুন ধারণাও সামনে এনে দিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.