ETV Bharat / bharat

গেটওয়ে অফ ইন্ডিয়ায় কুয়েতের নৌকা, তিন সন্দেহভাজনকে আটক পুলিশের - Suspected boat in Mumbai

Suspected boat from Kuwait to Mumbai: মুম্বইয়ের ইন্ডিয়া গেটের কাছে একটি নৌকা দেখে সন্দেহ হয় সংশ্লিষ্ট প্রশাসনের ৷ ওই নৌকার তিন আরোহী ভারতীয় ৷ কিন্তু ভারতের জলসীমায় প্রবেশের লাইসেন্স তাঁদের কাছে ছিল না ৷ তাঁরা কুয়েত থেকে ভারতে এসেছেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
গেটওয়ে অফ ইন্ডিয়ায় সন্দেহজনক নৌকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 10:43 AM IST

মুম্বই, 7 ফেব্রুয়ারি: বাণিজ্য নগরীতে ফের সন্দেহজনক নৌকা ! পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নৌকাটি কুয়েত থেকে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় পৌঁছয় ৷ নৌকার 3 আরোহীকে আটক করে মুম্বই পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে মামলা রুজু করা হয়েছে ৷ তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই নৌকা থেকে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি ৷

সূত্রের খবর, তিন আরোহী তামিলনাড়ুর বাসিন্দা ৷ তাঁরা নৌকাটি গেটওয়ে অফ ইন্ডিয়ায় নোঙর করেছিল ৷ 6 ফেব্রুয়ারি, মঙ্গলবারও সকাল সাড়ে 7টার সময় নৌবাহিনী ইন্ডিয়া গেট থেকে লাইট হাউজ পর্যন্ত নিয়মিত টহলদারি চালাচ্ছিল ৷ হঠাৎ ওই নৌকা দেখে সন্দেহ হয় নিরাপত্তাবাহিনীর ৷ নৌকাটি আটক করে আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ জানা যায়, তাঁদের বয়স 30 বছরের আশপাশে ৷ তাঁরা মৎস্যজীবী ৷ তবে নৌকাটি কোনও লাইসেন্স ছাড়াই ভারতে প্রবেশ করেছিল ৷

পুলিশি জিজ্ঞাসায় ওই তিন আরোহী জানান, 2 বছর আগে কাজের সন্ধানে তাঁরা কুয়েতে গিয়েছিলেন ৷ এক এজেন্টের মাধ্যমেই তাঁরা সেখানে পৌঁছন ৷ কুয়েতে একজনের নৌকা নিয়ে মাছ ধরার কাজ করছিলেন তিনজন ৷ এদিকে তাঁদের মালিক কাজের বিনিময়ে পারিশ্রমিক দিতেন না ৷ উলটে মারধর করা হত ৷ এই অবস্থায় কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবেন তিন জনই ৷ তাঁরা মালিকের কাছ থেকে তাঁদের ভারতীয় পাসপোর্ট চান ৷ কিন্তু ওই ব্যক্তি তাঁদের পাসপোর্ট দিতে অস্বীকার করে ৷ বদলে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ৷

এরপর তিনজন কাজ ছেড়ে পালিয়ে যান ৷ পুলিশ সূত্রে খবর, 28 জানুয়ারি তাঁরা তাঁদের মালিক আবদুলা শরিফকে না জানিয়েই তাঁর নৌকা নিয়ে পালিয়ে যান ৷ কুয়েত থেকে রওনা দিয়ে 6 ফেব্রুয়ারি সকালে মুম্বই পৌঁছন ৷ তবে এই ঘটনা 2008 সালের 26 নভেম্বরের ভয়ঙ্কর জঙ্গি হামলার স্মৃতি মনে করিয়ে দিয়েছে ৷ সেবার লস্কর-ই-তইবা জঙ্গিরা আরব সাগর দিয়ে ভারতে ঢোকে ৷

আরও পড়ুন:

  1. সুরক্ষায় ফস্কা গেরো ভিস্তারায় ! দুবাই বিমানের যাত্রীদের নিয়ে বড় 'ভুল' মুম্বই বিমানবন্দরে
  2. পাকিস্তানের নির্বাচনে নতুন রাজনৈতিক দল, নেপথ্যে কি মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদ?
  3. না ভোলার নৃশংস চারটে দিন! সিনেপর্দায় ফিরে দেখা মুম্বই হামলার 15 বছর

মুম্বই, 7 ফেব্রুয়ারি: বাণিজ্য নগরীতে ফের সন্দেহজনক নৌকা ! পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নৌকাটি কুয়েত থেকে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় পৌঁছয় ৷ নৌকার 3 আরোহীকে আটক করে মুম্বই পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে মামলা রুজু করা হয়েছে ৷ তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই নৌকা থেকে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি ৷

সূত্রের খবর, তিন আরোহী তামিলনাড়ুর বাসিন্দা ৷ তাঁরা নৌকাটি গেটওয়ে অফ ইন্ডিয়ায় নোঙর করেছিল ৷ 6 ফেব্রুয়ারি, মঙ্গলবারও সকাল সাড়ে 7টার সময় নৌবাহিনী ইন্ডিয়া গেট থেকে লাইট হাউজ পর্যন্ত নিয়মিত টহলদারি চালাচ্ছিল ৷ হঠাৎ ওই নৌকা দেখে সন্দেহ হয় নিরাপত্তাবাহিনীর ৷ নৌকাটি আটক করে আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ জানা যায়, তাঁদের বয়স 30 বছরের আশপাশে ৷ তাঁরা মৎস্যজীবী ৷ তবে নৌকাটি কোনও লাইসেন্স ছাড়াই ভারতে প্রবেশ করেছিল ৷

পুলিশি জিজ্ঞাসায় ওই তিন আরোহী জানান, 2 বছর আগে কাজের সন্ধানে তাঁরা কুয়েতে গিয়েছিলেন ৷ এক এজেন্টের মাধ্যমেই তাঁরা সেখানে পৌঁছন ৷ কুয়েতে একজনের নৌকা নিয়ে মাছ ধরার কাজ করছিলেন তিনজন ৷ এদিকে তাঁদের মালিক কাজের বিনিময়ে পারিশ্রমিক দিতেন না ৷ উলটে মারধর করা হত ৷ এই অবস্থায় কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবেন তিন জনই ৷ তাঁরা মালিকের কাছ থেকে তাঁদের ভারতীয় পাসপোর্ট চান ৷ কিন্তু ওই ব্যক্তি তাঁদের পাসপোর্ট দিতে অস্বীকার করে ৷ বদলে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ৷

এরপর তিনজন কাজ ছেড়ে পালিয়ে যান ৷ পুলিশ সূত্রে খবর, 28 জানুয়ারি তাঁরা তাঁদের মালিক আবদুলা শরিফকে না জানিয়েই তাঁর নৌকা নিয়ে পালিয়ে যান ৷ কুয়েত থেকে রওনা দিয়ে 6 ফেব্রুয়ারি সকালে মুম্বই পৌঁছন ৷ তবে এই ঘটনা 2008 সালের 26 নভেম্বরের ভয়ঙ্কর জঙ্গি হামলার স্মৃতি মনে করিয়ে দিয়েছে ৷ সেবার লস্কর-ই-তইবা জঙ্গিরা আরব সাগর দিয়ে ভারতে ঢোকে ৷

আরও পড়ুন:

  1. সুরক্ষায় ফস্কা গেরো ভিস্তারায় ! দুবাই বিমানের যাত্রীদের নিয়ে বড় 'ভুল' মুম্বই বিমানবন্দরে
  2. পাকিস্তানের নির্বাচনে নতুন রাজনৈতিক দল, নেপথ্যে কি মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদ?
  3. না ভোলার নৃশংস চারটে দিন! সিনেপর্দায় ফিরে দেখা মুম্বই হামলার 15 বছর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.