মুম্বই, 7 ফেব্রুয়ারি: বাণিজ্য নগরীতে ফের সন্দেহজনক নৌকা ! পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নৌকাটি কুয়েত থেকে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় পৌঁছয় ৷ নৌকার 3 আরোহীকে আটক করে মুম্বই পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে মামলা রুজু করা হয়েছে ৷ তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই নৌকা থেকে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি ৷
সূত্রের খবর, তিন আরোহী তামিলনাড়ুর বাসিন্দা ৷ তাঁরা নৌকাটি গেটওয়ে অফ ইন্ডিয়ায় নোঙর করেছিল ৷ 6 ফেব্রুয়ারি, মঙ্গলবারও সকাল সাড়ে 7টার সময় নৌবাহিনী ইন্ডিয়া গেট থেকে লাইট হাউজ পর্যন্ত নিয়মিত টহলদারি চালাচ্ছিল ৷ হঠাৎ ওই নৌকা দেখে সন্দেহ হয় নিরাপত্তাবাহিনীর ৷ নৌকাটি আটক করে আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ জানা যায়, তাঁদের বয়স 30 বছরের আশপাশে ৷ তাঁরা মৎস্যজীবী ৷ তবে নৌকাটি কোনও লাইসেন্স ছাড়াই ভারতে প্রবেশ করেছিল ৷
পুলিশি জিজ্ঞাসায় ওই তিন আরোহী জানান, 2 বছর আগে কাজের সন্ধানে তাঁরা কুয়েতে গিয়েছিলেন ৷ এক এজেন্টের মাধ্যমেই তাঁরা সেখানে পৌঁছন ৷ কুয়েতে একজনের নৌকা নিয়ে মাছ ধরার কাজ করছিলেন তিনজন ৷ এদিকে তাঁদের মালিক কাজের বিনিময়ে পারিশ্রমিক দিতেন না ৷ উলটে মারধর করা হত ৷ এই অবস্থায় কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবেন তিন জনই ৷ তাঁরা মালিকের কাছ থেকে তাঁদের ভারতীয় পাসপোর্ট চান ৷ কিন্তু ওই ব্যক্তি তাঁদের পাসপোর্ট দিতে অস্বীকার করে ৷ বদলে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ৷
এরপর তিনজন কাজ ছেড়ে পালিয়ে যান ৷ পুলিশ সূত্রে খবর, 28 জানুয়ারি তাঁরা তাঁদের মালিক আবদুলা শরিফকে না জানিয়েই তাঁর নৌকা নিয়ে পালিয়ে যান ৷ কুয়েত থেকে রওনা দিয়ে 6 ফেব্রুয়ারি সকালে মুম্বই পৌঁছন ৷ তবে এই ঘটনা 2008 সালের 26 নভেম্বরের ভয়ঙ্কর জঙ্গি হামলার স্মৃতি মনে করিয়ে দিয়েছে ৷ সেবার লস্কর-ই-তইবা জঙ্গিরা আরব সাগর দিয়ে ভারতে ঢোকে ৷
আরও পড়ুন: