ETV Bharat / bharat

স্কুটার আরোহীকে টেনে নিয়ে গেল বিএমডব্লিউ, মৃত মহিলা; গ্রেফতার শিবসেনা নেতা-সহ 2 - Mumbai Hit and run

Mumbai Hit-and-run: মুম্বইয়ের ওরলিতে স্কুটারকে ধাক্কা মেরে তার মহিলা আরোহীকে 100 মিটার টেনে নিয়ে নিয়ে গেল বিএমডব্লিউ গাড়ি ! এই দুর্ঘটনায় ওই মহিলার মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন তাঁর স্বামী ৷ এই ঘটনায় শিবসেনা নেতাকে গ্রেফতার করল পুলিশ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 5:37 PM IST

Updated : Jul 7, 2024, 10:04 PM IST

ETV BHARAT
দুর্ঘটনায় মৃত মহিলা (নিজস্ব চিত্র)

মুম্বই, 7 জুলাই: বিলাসবহুল গাড়ির ধাক্কায় ফের মৃত্যু ! রবিবার সকালে মুম্বইয়ের ওরলি এলাকায় এক শিবসেনা নেতার বিএমডব্লিউ গাড়ি ধাক্কা মারে একটি স্কুটারকে ৷ প্রাণ যায় সেই স্কুটারের মহিলা চালকের ৷ তাঁর স্বামীও ছিলেন সেই স্কুটারে ৷ তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ জানা গিয়েছে, বিএমডব্লিউ গাড়িটি দুর্ঘটনার পর প্রায় 100 মিটার টেনে নিয়ে যায় মহিলাকে ৷

ওরলি পুলিশ সূত্রে খবর, এদিন দুর্ঘটনার সময় বিএমডব্লিউ গাড়িতে থাকা রাজেন্দ্র সিং বিদাওয়াতকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এছাড়া গাড়িতে থাকা আরেক ব্যক্তি মিহির শাহের বাবা রাজেশ শাহকেও গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্ত মিহির শাহ পলাতক ৷ তার সন্ধানে 6 সদস্যের একটি পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম কাবেরী নাখওয়া (45), তিনি ওরলি কলিওয়াড়ার বাসিন্দা ৷ নিহতের স্বামী প্রাদিক নাখওয়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ মুম্বই পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, "একটি বিএমডব্লিউ গাড়ি দুই আরোহী-সহ একটি স্কুটারকে পিষে দেয় ৷ এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয় এবং অন্য একজন আহত ৷ আজ ভোর সাড়ে 5টায় বাইক আরোহী দম্পতি ওরলির আত্রিয়া মলের সামনে দিয়ে যাচ্ছিলেন, সেই সময় দুর্ঘটনা ঘটে ।"

পুলিশ আরও জানিয়েছে, "ঘটনার পর চালক তাঁর গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । ওই দম্পতি মাছ কিনে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে । স্বামী দ্রুতগামী গাড়ি থেকে লাফ দিতে সক্ষম হন । দুর্ঘটনায় মহিলার মৃত্যু হয় ।"

স্থানীয় সূত্রে খবর, বিএমডব্লিউ গাড়িটি দম্পতির স্কুটারকে ধাক্কা দিলে, ভারসাম্য হারিয়ে তা গাড়ির বনেটে এসে পড়ে । মৃতার স্বামী ঝাঁপিয়ে পড়ে নিজেকে বাঁচালেও কাবেরী তা করতে পারেননি ৷ কারণ বিএমডব্লিউ গাড়িটি দুর্ঘটনার পরও তীব্র গতিতে চলতে থাকে ৷ কাবেরীকে বনেটের উপর ওই অবস্থায় নিয়ে প্রায় 100 মিটার টেনে নিয়ে যায় গাড়ির চালক, এরপর ওই মহিলাকে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ।

পুলিশ জানিয়েছে, "বিলাসবহুল গাড়িটি পালঘরের এক রাজনৈতিক দলের নেতার ৷ তাঁর ছেলে চালকের সঙ্গে গাড়ির মধ্যে বসে ছিলেন ৷" সূত্র জানিয়েছে, গাড়িটি পালঘর জেলার শিবসেনার নেতা রাজেশ শাহের । দুর্ঘটনার সময় গাড়িতে তাঁর ছেলে মিহির শাহ ও চালক ছিলেন ৷ তবে গাড়ির পিছনে কারা ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ।

প্রাথমিক পুলিশি তদন্তে প্রমাণ নষ্ট করার চেষ্টার ইঙ্গিত রয়েছে, কারণ দুর্ঘটনার পরে গাড়ির নম্বর প্লেটগুলির একটি সরানো হয়েছিল ৷ পুলিশ রাজেশ শাহকে আটক করেছে, তবে মিহির ও চালক এখনও পলাতক ।

এদিকে, শিবসেনা (ইউবিটি) বিধায়ক আদিত্য ঠাকরে হাসপাতালে মৃত মহিলার স্বামীর সঙ্গে দেখা করেন এবং তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অভিযুক্তদের শাস্তি যাতে নিশ্চিত করা যায়, তার চেষ্টা করবেন ৷ তিনি ওরলি থানাও পরিদর্শন করেন এবং মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন ।

পুনেতে একটি পোর্শের ধাক্কায় একই রকম একটি দুর্ঘটনায় 24 বছর বয়সি দুই ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই এই ঘটনাটি ঘটল ৷

মুম্বই, 7 জুলাই: বিলাসবহুল গাড়ির ধাক্কায় ফের মৃত্যু ! রবিবার সকালে মুম্বইয়ের ওরলি এলাকায় এক শিবসেনা নেতার বিএমডব্লিউ গাড়ি ধাক্কা মারে একটি স্কুটারকে ৷ প্রাণ যায় সেই স্কুটারের মহিলা চালকের ৷ তাঁর স্বামীও ছিলেন সেই স্কুটারে ৷ তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ জানা গিয়েছে, বিএমডব্লিউ গাড়িটি দুর্ঘটনার পর প্রায় 100 মিটার টেনে নিয়ে যায় মহিলাকে ৷

ওরলি পুলিশ সূত্রে খবর, এদিন দুর্ঘটনার সময় বিএমডব্লিউ গাড়িতে থাকা রাজেন্দ্র সিং বিদাওয়াতকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এছাড়া গাড়িতে থাকা আরেক ব্যক্তি মিহির শাহের বাবা রাজেশ শাহকেও গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্ত মিহির শাহ পলাতক ৷ তার সন্ধানে 6 সদস্যের একটি পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম কাবেরী নাখওয়া (45), তিনি ওরলি কলিওয়াড়ার বাসিন্দা ৷ নিহতের স্বামী প্রাদিক নাখওয়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ মুম্বই পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, "একটি বিএমডব্লিউ গাড়ি দুই আরোহী-সহ একটি স্কুটারকে পিষে দেয় ৷ এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয় এবং অন্য একজন আহত ৷ আজ ভোর সাড়ে 5টায় বাইক আরোহী দম্পতি ওরলির আত্রিয়া মলের সামনে দিয়ে যাচ্ছিলেন, সেই সময় দুর্ঘটনা ঘটে ।"

পুলিশ আরও জানিয়েছে, "ঘটনার পর চালক তাঁর গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । ওই দম্পতি মাছ কিনে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে । স্বামী দ্রুতগামী গাড়ি থেকে লাফ দিতে সক্ষম হন । দুর্ঘটনায় মহিলার মৃত্যু হয় ।"

স্থানীয় সূত্রে খবর, বিএমডব্লিউ গাড়িটি দম্পতির স্কুটারকে ধাক্কা দিলে, ভারসাম্য হারিয়ে তা গাড়ির বনেটে এসে পড়ে । মৃতার স্বামী ঝাঁপিয়ে পড়ে নিজেকে বাঁচালেও কাবেরী তা করতে পারেননি ৷ কারণ বিএমডব্লিউ গাড়িটি দুর্ঘটনার পরও তীব্র গতিতে চলতে থাকে ৷ কাবেরীকে বনেটের উপর ওই অবস্থায় নিয়ে প্রায় 100 মিটার টেনে নিয়ে যায় গাড়ির চালক, এরপর ওই মহিলাকে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ।

পুলিশ জানিয়েছে, "বিলাসবহুল গাড়িটি পালঘরের এক রাজনৈতিক দলের নেতার ৷ তাঁর ছেলে চালকের সঙ্গে গাড়ির মধ্যে বসে ছিলেন ৷" সূত্র জানিয়েছে, গাড়িটি পালঘর জেলার শিবসেনার নেতা রাজেশ শাহের । দুর্ঘটনার সময় গাড়িতে তাঁর ছেলে মিহির শাহ ও চালক ছিলেন ৷ তবে গাড়ির পিছনে কারা ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ।

প্রাথমিক পুলিশি তদন্তে প্রমাণ নষ্ট করার চেষ্টার ইঙ্গিত রয়েছে, কারণ দুর্ঘটনার পরে গাড়ির নম্বর প্লেটগুলির একটি সরানো হয়েছিল ৷ পুলিশ রাজেশ শাহকে আটক করেছে, তবে মিহির ও চালক এখনও পলাতক ।

এদিকে, শিবসেনা (ইউবিটি) বিধায়ক আদিত্য ঠাকরে হাসপাতালে মৃত মহিলার স্বামীর সঙ্গে দেখা করেন এবং তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অভিযুক্তদের শাস্তি যাতে নিশ্চিত করা যায়, তার চেষ্টা করবেন ৷ তিনি ওরলি থানাও পরিদর্শন করেন এবং মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন ।

পুনেতে একটি পোর্শের ধাক্কায় একই রকম একটি দুর্ঘটনায় 24 বছর বয়সি দুই ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই এই ঘটনাটি ঘটল ৷

Last Updated : Jul 7, 2024, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.